এ কী কান্ড! রাস্তা থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিকের খাতার বান্ডিল, কি বললো সংসদ?
দিন কয়েক আগেই শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination). আর সেই পরীক্ষার খাতা পাওয়া গেল এবার রাস্তায়। একটি বস্তায় ভর্তি উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া উত্তরপত্র দেখেই বোঝা যাচ্ছে, এবারের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র (Political Science Answer Paper) সেগুলি।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর কি হবে?
তবে বস্তায় ভর্তি হওয়া ওই পরীক্ষার খাতাগুলি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার প্রভাব উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পড়বে না বলেই আশ্বস্ত করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কিভাবে রাস্তা থেকে উদ্ধার হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র? যা জানা গিয়েছে, কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায় হিমঘরের এক কর্মী শ্যামল বর্মন রাতে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সেই বস্তার ভিতর উত্তরপত্রের মতো কিছু কাগজ উঁকি দিতে দেখা যায়।
বস্তা ভর্তি ওই খাতার বান্ডিল দেখার পরেই তিনি ভর্তি বস্তাটি সঙ্গে করে বাড়ি নিয়ে যান। পরদিন সকালে প্রতিবেশী পার্শ্ব শিক্ষককে বিষয়টি জানান। তারপরেই হিমঘরের ওই কর্মীর প্রতিবেশী পার্শ্ব শিক্ষক বস্তা ভর্তি খাতাগুলি দেখে বুঝতে পারেন, সেগুলি এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের উত্তর পত্র। এরপরেই তিনি সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেন। পরক্ষণেই সংসদের কর্মীরা এসে ওই পরীক্ষার উত্তরপত্র ভর্তি বস্তাটি নিয়ে যান। জানা গিয়েছে, বস্তায় আলিপুরদুয়ারের একটি স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর উত্তর পত্র সেগুলি।
এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, তিনি আগেই এই খবর পেয়েছিলেন যে, কোনো এক শিক্ষকের কাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওই উত্তরপত্রগুলি রাস্তায় বাইক থেকে পড়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রাস্তায় ওইভাবে পড়ে থাকার খবর পেয়ে এই বছরের পরীক্ষার্থীদের মধ্যেও আশঙ্কা দেখা যায়। প্রত্যেকেই ভাবতে থাকেন সংলগ্ন সমস্ত স্কুলের পড়ুয়ারাই, কাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের খাতা হতে পারে? তার কি ধরনের প্রভাব পড়তে পারে ফলাফলের উপর?
পরীক্ষার খাতায় উত্তরের বদলে, 3 Idiots এর গান! খাতা দেখে বেহুঁশ শিক্ষক। Viral News.
তবে এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আশ্বস্ত করে বলেছেন, হেড এক্সামিনারের কাছ থেকে খাতাগুলি নিয়ে যাওয়ার সময় বাইক থেকে বস্তাটি পড়ে যায়। যে শিক্ষক বাইকে করে ওই উত্তরপত্র ভর্তি বস্তাটি নিয়ে যাচ্ছিলেন, তখনই হয়তো কোনো ভাবে পড়ে গিয়ে থাকতে পারে রাস্তায়। তবে সম্পূর্ণ উত্তরপত্রের বস্তা অবিকৃত অবস্থায় রয়েছে। সিল প্যাক সঠিকভাবেই রয়েছে।
তবে কিভাবে ওই বস্তা ভর্তি উত্তরপত্র রাস্তার মধ্যে পড়ে গেল, সেই বিষয়টি নিয়েও খোঁজ খবর শুরু হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল সংসদের তরফে। কোনো পরীক্ষা কেন্দ্রেই যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার মত পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য পুলিশ প্রশাসনকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো জায়গা থেকেই অশান্তির খবর পাওয়া যায়নি।
Written by Rajib Ghosh.