Advertisement
WBCHSE Class 11 Results
Advertisement

উচ্চ মাধ্যমিকের পর এবার Class 11 Results নিয়ে বড় ঘোষণা।

গত সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর এবার এবার Class 11 Results এর দিনক্ষণ জানিয়ে দিলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সিক্ষা সংসদ (WBCHSE). এবং সেই সাথে দ্বাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে এবং আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে, সমস্ত কিছু ঘোষণা হয়ে গেল। যাতে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে থেকেই প্রস্তুত হতে পারে।

Advertisement

প্রতিবছরের মত এবছরেও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা (Class 11 Results) নেওয়া হয়েছে। ৮ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছে। তবে এখনও অবধি একাদশের প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়নি। যদিও প্রাকটিক্যাল পরীক্ষা কবে নিতে হবে তার তালিকা আগেই পাঠিয়েছিল সংসদ।

Advertisement

এবারের উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা অনেক আগেই হয়ে যায় কিন্তু একাদশের লেখা পরীক্ষা শেষ হওয়ার পরেই নির্দিষ্ট বিষয়গুলির প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য, এবারের উচ্চমাধ্যমিকের মতোই একাদশের বার্ষিক পরীক্ষা হোম সেন্টারেই হয়ে থাকে প্রতিবছর। Class 11 Results

Advertisement

এদিন সংসদের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, ১৮ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। স্কুলগুলিকে এমনটাই জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর ১১ জুলাই এর মধ্যে একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ করতেই হবে। তবে শুধু পরীক্ষার ফল প্রকাশ নয়, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরও এবার সংসদে পাঠাতে হবে।

আর পড়ুন, আগামি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম, আগেভাগে জেনে নিন

এমনটাও জানানো হয়েছে নির্দেশিকায়। স্কুলগুলিকে ঠিক কিভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল পাঠাতে হবে, তার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। সেটি পূরণ করে স্কুলগুলিকে পাঠাতে হবে ফলাফল। ২৯ জুলাই-এর মধ্যে সবকিছু সম্পূর্ণ করে পাঠাতে হবে সংসদকে। Class 11 Results

EK24 News

প্রসঙ্গত, প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে একইসময়ে একাদশের বার্ষিক পরীক্ষা হয়ে থাকে। প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পাঠালেও উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থাকে স্কুলগুলির হাতেই। সে ক্ষেত্রে ফল প্রকাশও সময় সীমার মধ্যেই করা যায়। তবে এই বছর অনেক আগে গরমের ছুটি ঘোষণা হওয়ায় সময় মতো প্রাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া যায়নি। Class 11 Results

Advertisement

প্রসঙ্গত, সোমবারই আবার গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২৬ জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি। নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সেক্ষেত্রে তারপরই যত তাড়াতাড়ি সম্ভব দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার তৎপরতা করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তার জন্যই সবার আগে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা এই মুহূর্তে প্রয়োজনীয়। Class 11 Results

এইবছর সিলেবাস কমে গেলেও আগামী বছর যদি অন্য বোর্ড পুরো সিলেবাসে পরীক্ষা নেয় তবে উচ্চমাধ্যমিকও গোটা সিলেবাসে হবে। নইলে তো ইনজাস্টিস হবে।” শুক্রবার চিরঞ্জীব ভট্টাচার্য আরও জানালেন, পুরো সিলেবাসেই হবে পরীক্ষা। এছাড়াও এই বছর থেকে ভোকেশনাল বিভাগের ক্ষেত্রে আরও ৪ টি নতুন বিষয় যোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আগামী বছর, পরের বার অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্য়মিকের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি নিয়ে নির্দেশিকা জারি হয়েছে ইতিমধ্যেই। রাজ্যজুড়ে স্কুলে স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। পাশাপাশি উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্র-ছাত্রীরা পাশ করানোর দাবিতে বিকাশ ভবন, বিদ্যাসাগর ভবনসহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছেন। Class 11 Results

Advertisement

সংসদের তরফে বলা হয়, মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে পাশের হার বেশি। আর পাশ ফেল থাকলে কেউ না কেউ তো ফেল করবেই। তবে এ নিয়ে স্কুলগুলোর তরফে বিষয়টি সংসদকে জানানো হয়েছে।
Written by Rupa Dutta

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে আরো দুসপ্তাহ বাড়লো গরমের ছুটি, স্কুল কবে খুলবে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement