Advertisement
মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া ঝামেলা (WBBSE Madhyamik Exam)
Advertisement

আগামী ২৩শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা (Madhyamik Pariksha) শুরুর মুখেই চাকরি গেল ১৯১১ জনের, কর্মী ছাটাইয়ের আবহে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা কিভাবে সামাল দেবে পর্ষদ, কি জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ও পর্ষদ সভাপতি, আর কি সার্কুলার জারি হচ্ছে, জেনে নিন।

Advertisement

মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া বিভ্রান্তি

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরী গেল শিক্ষা কর্মীদের। তাই স্কুলে আর যেতে পারবেন না ১৯১১ জন গ্রুপ ডি কর্মী। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে তাদের। সামনেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023). সমস্ত বিদ্যালয়ে স্কুল পরিচালনার ক্ষেত্রে গ্রুপ ডি (Group-D Staff) কর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার প্রশ্ন উঠেছে, মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে এত পরিমানে গ্রুপ ডি কর্মী বাতিল হয়ে গেলে কিভাবে Madhyamik Exam পরিচালনা করবে WBBSE তথা মধ্য শিক্ষা পর্ষদ ?

Advertisement

ইতিমধ্যেই নির্বিঘ্নে Madhyamik পরীক্ষা নেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে পরীক্ষায় যে সমস্ত পদ্ধতি প্রয়োগ করা হতো, সেই জায়গায় ২০২৩ সালের মাধ্যমিকে অনেক নিত্য নতুন উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এমন কি App এর মাধ্যমে বোর্ড থেকে সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজর দারীর ব্যবস্থা হয়েছে। গনটোকাটুকি রোধে CCTV ক্যামেরা ও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আবার নতুন বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

Advertisement

মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

এবার পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়েগুলিতে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মূলত দায়িত্ব থাকে। সেখানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রুপ ডি কর্মীরাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবার সে ক্ষেত্রে আদৌ কোনো সমস্যা তৈরি হবে কিনা, যদি সমস্যা তৈরি হয়, তাহলে কি ব্যবস্থা নেবে মধ্যশিক্ষা পর্ষদ, সেই বিষয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
এই বিষয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, যারা মাধ্যমিক পরীক্ষা নেবে, সেই মাধ্যমিক বোর্ড এই পরিস্থিতিতে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে।

মাধ্যমিক পরীক্ষার এই পরিস্থিতি নিয়ে বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশে যে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের তালিকা আপলোড করা হয়েছে, তার মধ্যে ৪৫৮ জন জুনিয়র হাই স্কুলের। মোট ৯৯৭১ টি মাধ্যমিক স্কুল রয়েছে। তার মধ্যে ২৮৬৪ টি স্কুলের গ্রুপ ডি কর্মীরা এই তালিকায় পড়েছেন। এবার এই পুরো পরিস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক চলছে। ছাত্র-ছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজর রাখা হবে। এদিকে আগামী ২৮ তারিখ রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা। কিন্তু তার আগের দিন বিভিন্ন কেন্দ্রে উপ নির্বাচন হওয়ায় পরদিন স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা এবং শিক্ষকেরা কিভাবে ডিউটি দেবেন, সেই প্রশ্ন ও উঠছে।

EK24 News

4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম বাতিল, হবে না পরীক্ষা দেওয়া।

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড Admit Card বিতরণ শুরু হয়ে যাবে। এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ গত বছরে সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। সেই দিক থেকে গত বছরের তুলনায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম।

Advertisement
WBBSE Madhyamik Math Exam Tips (মাধ্যমিক অংক সাজেশন)

এবার আদালতের নির্দেশ অনুযায়ী, এত সংখ্যক গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ার পরে মাধ্যমিক পরীক্ষার পরিচালন ব্যবস্থা সঠিকভাবে সম্পন্ন করার জন্য মাধ্যমিক বোর্ডের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর সকলের।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
One thought on “আদালতের নির্দেশের পর, এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংকট, 23 তারিখে পরীক্ষা কিভাবে হবে?”
  1. যেসব বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নেই,সেই সকল বিদ্যালয়ের কর্মীদেরকে পরীক্ষা কেন্দ্রে আপাতকালীন নিয়োগ করে সামাল দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement