মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2023) শুরুর আগেই রাজ্যে শুরু একাধিক নতুন সমস্যা, কিভাবে সমাধান হবে, কি জানালো পর্ষদ।
শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) আর সেই পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পক্ষ থেকে কড়া বন্দোবস্ত নেওয়া হয়েছে। যাতে একেবারে পরীক্ষা কেন্দ্রে মাছি গলতে না পারে, সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করতে চাইছে পর্ষদ। আর সেই কারণে এবার বহু নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নিরাপত্তাঃ
এর মধ্যে জেলা স্তরের সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্ষদের আধিকারিকরা বৈঠক সেরেছেন। পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় কোনোরকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। ট্রাফিক ব্যবস্থা যেন মসৃণ থাকে। সেইদিকে নজর দিতে বলা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস বা টোকাটুকির মত ঘটনা যাতে কোনো পরীক্ষা কেন্দ্রে না ঘটে, সেই দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে পর্ষদ। আর এর মধ্যেই নতুন সমস্যা তৈরি হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে।
সমস্যা ১ঃ
পরীক্ষার সময় লক্ষ্য করা যাচ্ছে, রাজ্য জুড়ে সর্দি, কাশি, জ্বরের উপদ্রব শুরু হয়েছে। বহু পরীক্ষার্থী জরে ভুগছে। আর স্বভাবতই তাদের পূর্ণ মনোযোগে পরীক্ষা দিতে অসুবিধা হবে। চিকিৎসকরা এই জ্বরকে সংক্রামক বলেও জানাচ্ছেন। ফলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই কারণে বিশেষ বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
সমস্যা ২ঃ
আবার পাহাড়ের পরীক্ষার্থীদের জন্য আরেক সমস্যা তৈরি হয়েছে। সেখানে পরীক্ষার প্রথম দিনেই পাহাড় বনধের ডাক দেওয়া হয়েছে। যদিও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যাপারে বিনয় তামাং আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন মাধ্যমিক পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যদিও বনধ থাকলে রাস্তা ঘাটে গাড়ি ঘোড়া সঠিক পাওয়া যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্ধেও রয়েছে। যা সত্যিই ভাবাচ্ছে উত্তর বঙ্গের কয়েক লাখ পরীক্ষার্থীদের।
জানা গিয়েছে, কালিম্পং জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৩ থেকে ৩৪ টি। মোট পরীক্ষা দেবেন ৩৪৩৯ জন।
দার্জিলিং জেলায় মোট মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৭টি। সেখানে ৫ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষার দিন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে। বিনয় তামাং কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। জিটিএ (GTA Election) নির্বাচনে জয়লাভ করেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। আর এবার মাধ্যমিকের প্রথম দিনেই পাহাড়ের বনধের ডাক দিলেন তিনি। যার ফলে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের প্রচুর ছাত্রছাত্রী ভোগান্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
সমস্যা ৩ঃ
মাধ্যমিক পরীক্ষায় এবার নজরদারির ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ আদালতের নির্দেশে একের পর এক শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে সে ক্ষেত্রে অভাব তৈরি হতে পারে। এই বিষয়ে প্রসাদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট ৬২০ জন শিক্ষক শিক্ষিকা আদালতের নির্দেশ অনুযায়ী বিচারাধীন রয়েছেন। তবে তাদের মাধ্যমিক পরীক্ষার ডিউটি দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আদালত থেকেও কোনো নির্দেশ আসেনি। তাই আমরা এখনও পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিই নি। আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, দেখা যাক কি করা যায়। তবে একাধিক যায়গায় প্রাথমিক শিক্ষকদের ও ডিউটি দেওয়ার দ্বায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বহু গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গ্রুপ ডি কর্মীর যথেষ্ট ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে পার্শ্ববর্তী স্কুল থেকে গ্রুপ ডি কর্মী নিয়ে এসে কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি মঙ্গলবার বৈঠকে আরো জানান, মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন ছাত্রছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ২৮৬৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য সিসিটিভি CCTV বসানো হয়েছে।
মাধ্যমিক পরীক্ষায় নিশ্চিত সাফল্য পেতে দেখুন অভিজ্ঞ শিক্ষকদের বেষ্ট টিপস।
মোট ২৭৯৫ টি কেন্দ্রে এখনো পর্যন্ত সিসিটিভি বসানো হয়েছে। বাকি কেন্দ্রগুলিতে কাজ চলছে।
এছাড়াও পর্ষদ সভাপতি এদিন বর্তমানে যেভাবে জ্বর সর্দি কাশির মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, সেই দিকে নজর দিয়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিক রুমের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন। এই ব্যাপারে প্রশাসনের সঙ্গেও সমস্ত ধরনের কথা বলা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই পর্ষদের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানান তিনি।
Written by Rajib Ghosh.
মাধ্যমিক পরীক্ষার সকল সমস্যা মেটাতে 19 দফা গাইডলাইন পর্ষদের, পরীক্ষার আগে জেনে নিয়ে সতর্ক থাকুন।