Madhyamik Result 2022 Date – মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে দেখুন।
অবশেষে মাধ্যমিকের খাতা দেখা শেষ হলো, এবার রেজাল্টের পালা (Madhyamik Result 2022 Date). আর এই মুহূর্তে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট পাওয়া গেল। রেজাল্ট কবে প্রকাশিত হবে, দেখুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষের বেশি। যদিও পরীক্ষা দিতে আসেনি কয়েকশ পরীক্ষার্থী। তবে কতজন পরীক্ষা দিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। পর্ষদ সূত্রের খবর, মাধ্যমিক ফলাফল (Madhyamik Result 2022 Date) প্রকাশিত হওয়ার সময় পর্ষদ সভাপতি সেই সংখ্যাটা ঘোষণা করবেন।
মাধ্যমিক রেজাল্টের আগে সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো খাতা দেখা। আর গতকালই খাতা দেখার শেষ দিন ছিলো বিভিন্ন জেলায়। আর প্রধান পরীক্ষদের থেকে যা জানা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যেই সমস্ত খাতা সর্টিং করে প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরই শুরু হবে রেজাল্টের প্রক্রিয়া। Madhyamik Result 2022 Date
খাতা জমা দেওয়ার পর একাধিক পরীক্ষক জানিয়েছেন, বিগত বহু বছর ধরে তারা পরীক্ষার খাতা দেখছেন, কিন্তু এবার খাতার মান অনেক খারাপ। এই দুই বছরে পড়াশোনার মান যে অনেকটাই কমে গেছে, আর স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকেই ভালো করে লিখতেই পারেনি। তাই স্বভাবতই তার প্রভাব পড়েছে পরীক্ষার খাতায়।
আর সেই প্রভাব যে রেজাল্টেও পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর অনেক পরীক্ষকই জানিয়েছেন তারা অনেক খাতায়ই পাশ নম্বর দিতে পারেন নি। এবার রেজাল্ট কি হবে সেকথা রেজাল্ট প্রকাশের (Madhyamik Result 2022 date) পরই জানা যাবে।
পরীক্ষার্থীদের একাংশের বক্তব্য, আগের বছর তো পরীক্ষা না দিয়েই সবাই পাশ করে গেছে, তাই এবার ও সবাই কে পাশ করিয়ে দেওয়া হোক। ক্লাস না করে পরীক্ষা দিয়েছে, সেটাই তো অনেক! Madhyamik Result 2022 Date
প্রতিদিন 3GB ডেটার সুবিধা নিয়ে সস্তার প্লান লঞ্চ করলো Jio, AirTel, VI
অন্যদিকে পর্ষদ আগেই জানিয়েছিল, গাইডলাইন মেনে যাতে খাতা দেখা হয়, মূল্যায়ন করা হয় ও সময়ের মধ্যে খাতা দেখা হয় সেই ব্যাপারে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর পর্ষদ সূত্রে জানা গেছে, মে মাসের ২৭ অথবা ২৮ তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কাজ সেই লক্ষ্যেই এগোচ্ছে, তবে এখনো ঘোষণা করার সময় আসেনি।
এদিকে সবাইকে পাশ করার দাবী ক্রমে ক্রমে বাড়ছে, এই বিষয়ে আপনার কি মতামত? সবাই কে কি পাশ করিয়ে দেওয়া উচিত? আপনার মতামত নিচের কমেন্ট অপশনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন EK24 News এর।
এ বিষয়ে আমার মতামত হল যারা পাস করতে পারবে তারায় শুধু পাস নাহলে যারা পাশ মার্ক তুলতে পারবে না তারা ফেল ।।। আমার অনুরোধ
এবং রেজাল্ট এর ডেট যেনো পিছয়
জুন মাসের ১ম নাহলে ২য় সপ্তাহে হলে ভাল হত
হ্যাঁ ঠিক তাই পাশ করলে পাশ আর না পাশ করলে ফেলে
Amar mona hoy sobai k pas koriya dila valo hoy
আমার মনে হয় শাবাইকে পাস করে দিলে ভালো হবে ৷
কারণ এই লকডাউনে আমর একটিও ক্লাস ঠিকমতো করতে পরিনি ৷ please 🙏 শবাইকে পাস করে দিবেন ৷
সবাই কে পাশ করাতে হবে
সবাই কে যেনো পাস করিয়ে দেওয়া হয়
কারণ করোনার কারণে কেউ ভালো করে শিক্ষকদের নোটস নিতে পারেনি আমার অনুরোধ 🙏সবাইকে পাস করিয়ে দেওয়া হোক
সবাই কে পাশ করিয়ে দেওয়া একদিক ঠেকে যেমন ভালো তেমনি খারাপ ।। তারা আদতেও কিছু না শিখে একাদশ শ্রেণীতে উঠে যাবে যার কোনো দাম নেই ।।তাই যারা পাশ করব তারা পাশ আর ফেল হলে ফেল
Ami mp er pore kon stream nebo vablam pore 2 mass korojoto vabbar por siddhanto nillam je ami kon stream er joggo noi amar to long traveling korte valo lage ami to des bidesh ghurte chai but ekhono buje uthte parchina kon Street nebo……….
R ha amar diro biswas ami Science nebar joggo er number pabo……Thank you
নিশ্চয়ই সোহাগ কে পাস করিয়ে দেওয়া হোক
Sar plice এ বড় সবাই ka pass kora দাউ
Right
বিগত দুবছর ধরে মহামারীর কারণে পড়াশোনা না হওয়ার কারণ এবং স্কুল বন্ধ থাকার কারণে আমার মতামত এবছরে পাশ করিয়ে দেওয়া উচিত
সবাইকে পাস করিরে দেয়া হোক
করোনার আবহাওয়া ভয়ে ভয়ে পরীক্ষা দিয়েছে প্রার্থীরা তাই সবাইকে ভালো নম্বর দিয়ে পাশ করে দেওয়া হোক সমস্ত জেলা পরিষদ শিক্ষক শিক্ষার্থীদের কাছে এবং মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে বিশেষভাবে অনুরোধ গত 2021 সালে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি তাই এবার 2022 সালের সব মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করে দেওয়া হোক গত 2021 সালে করোনার কারণে আমি পরীক্ষা দিতে পারিনি তাই এবার আশা করে প্রার্থীরা পরীক্ষা দিয়েছে তাই সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক সবাই সুস্থ থাকবেন ভাল থাকবেন খোদা হাফেজ!
Ok sbayke pas Koraa uchit
Ha sobai ka pass koranoi uchit kaj hobe.
মাধ্যমিক পরীক্ষা 2022 সালে হয়েছে খুবেই খারাপ আমাদের পড়াশুনা কিছুই হয়নি ঠিক মতো এই বছরে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক 2021সালে যেভাবে পাশ করিয়ে দেওয়া হয়েছে স্যার ওই ভাবে 2022 সালে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক স্যার 2 বছর আমাদের স্কুল বন্ধ থাকলে কি আমড়া মাধ্যমিক দিয়ে ছি এটাই বড়ো বলতো স্যার মধ্যে শিক্ষা পর্ষদ কাছে এটাই আসা রাখছি
Abar sobika pass koriya deya hook nahola onak students dar life nosto hoya jaba
Please 🥺
Please 🥺
Please 🥺 please 🥺
সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক।
ভাই তুমার কথা গুলি একদম সত্যি
Ha Sobai ka pass kora uchit jeno goto.kal pora sona hoi ni jeno School .bondo chelo Karon j kintu School le na pora sona oiche na name pajnt oiche j tar kono Ak Ta sor kar Ak ta kichu face lite Daya uchit j karon
School onek Amara. Sar ra Onek faseilte Dai Amar Comment valo lage tholay Sobai k pass kora uchit .
Hay sobai ke pass kore dewa hok karon students der onek khoti hoyeche
আমার মতামত হলো যে এমনিতেই বর্তমান শিক্ষাব্যবস্থা দিনের পর দিন সহজ করে দেওয়া হচ্ছে। পাশ ফেল প্রথা নিয়ে আসা একান্ত দরকার। সবাই কে পাশ করিয়ে দেওয়া একেবারেই মূর্খের পরিচয়। পরীক্ষা হওয়া মানেই কেউ পাশ করবে কেউ ফেল করবে ।
আমার মনে হোই সবাইকে পাস করানো হোক কারন যারা গরীব মানুষ তারা তাদের ছেলে মেএদের টিউসিনি দিতে পারেননি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি সবাইকে যেন পাস করানো হোই
এটা একটি অজুহাত মাত্র ৷ 🙏
কক্ষনো সবাইকে পাস করানো যাবে না/যারা পরীক্ষায় পাশের যোগ্য নয় তাদের কেন পাস করা হবে/স্কুল বন্ধ থাকলেও তারা পড়াশোনা করেছে বাড়িতে / যে সমস্ত ভাইয়েরা কমেন্টে থেকে লিখে পাঠাচ্ছে যে করুনার কারনে কেউ ভালো করে পড়াশোনা করে না তাই সবাইকে পাস করিয়ে দেয়/তারা পাগল তাদের কোন বিবেক বুদ্ধি নেইকারণ ছাত্রদেরকে মধ্যশিক্ষা দপ্তর পড়াশোনা করতে বারণ করেছিল করুনার কারণে স্কুল বন্ধ ছিল কিন্তু তাদের বাড়িতে পড়াশোনা করতে বারণ করা হয়নি/যেসমস্ত ছাত্র-ছাত্রী রা ফেল হয়েছে তারা কোনদিন পাস করতে পারবে না কারণ তাদের যদি পরীক্ষা হলয়ে বই দেখে লিখতে হয় তবুও তারা পাস করতে পারবে না/যারা পাশের যোগ্য নয় তারা কোনদিনও পাস করতে পারবেন না/তাই আমার অনুরোধ যারা ফেল্ আছেনতাদের ফেল করাই হোক/এটাই আমার আদেশ/
আমি একটাই কথা বলতে চাই আপনাকে। যে ব্যক্তি সাদা খাতা জমা দিয়েছে তাকে ফেল করানো হোক আর যে তিন চার নম্বরের জন্য ফেল হচ্ছে তাদেরকে যেন পাশ করানো হয়। আগত দু বছর স্কুল বন্ধ থাকার জন্য কেউ ভালো করে পড়াশোনা করতে পারেনি। টিউশনি করতে পারেনি। আর ঘরে কোনদিন পড়াশোনা হবে না। যারা ভালো স্টুডেন্ট তারা ঘরেই পড়ে প্রাপ্ত নাম্বার জয় করতে পারবে। এবং দুর্বল স্টুডেন্ট কিন্তু ঘরে পড়াশোনা করলেও কিন্তু ওর মাথায় কিছু ঢুকবে না। আর আমার একটাই অনুরোধ যে সমস্ত দুর্বল ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে তিন চার নম্বরের জন্য ফেল হয়ে যাচ্ছে তাদেরকে যেন পাশ করিয়ে দেওয়া হয়।।।।। ধন্যবাদ
Amar kotha holo je stutend 4 ba 5 babber kom paile oke gres diye pass koriye dite hobe ei kothata apni rakhen please 🥺🥺 pealse
সবাইকে পাস করিয়ে দেওয়া হলে খারাপ ছাত্ররা পড়াশুনার আসল মর্ম বুঝতেই পারবে না।
Amer Kotha ja Sobi ka pass koria din🥺🥺🥺🥺
দয়া করে সবাইকে পাশ করিয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।
সরকার ও বোর্ডের কাছে আমার অনুরোধ।
Sobaike Pash korano Uchit
অবশ্যই সকলকে পাশ করানো উচিত . কেননা গত বছর ক্লাস হয়নি পরিক্ষা হয়নি, সকলকে পাশ করানো হলো . এবারও ক্লাস হয়নি কিন্তু পরিক্ষা হয়েছে. তাই সবাই কে পাশ করানো উচিত.
নাহলে আগামি বছর পরিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে.
আমাদের দেশের সব থেকে বড়ো সমস্যা হলো বেকারত্ত্ব ৷ যদি এই ভাবে সবাই কে পাশ করিয়ে দেওয়া হয় তাহলে খাতা কলমে তার সাক্ষরতার হার তো বাড়বে , কিন্তু পড়াশোনা ও ভষিষ্যিতের ক্ষতি হবে ৷ আমাদের রাজ্য একেই অনেক পিছিয়ে আছে, আর মনে হয় না যে সবাইকে পাশ করিয়ে রাজ্য কোনো রকম উন্নতির দিকে এগোবে ! তাই যে যোগ্য তাকে নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হোক , আর যে যোগ্য নয় সে পুনরায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা পুনরায় দিক ৷ এতে শিক্ষা ব্যবস্থার মানও ঠিক থাকবে আর যোগ্য ছাত্র/ছাত্রী পাশ করে পরের শ্রেণিতে উত্তীর্ণ হবে। সবাইকে পাশ করিয়ে দেওয়া মূর্খের পরিচয় হবে।
Ha sobai k pas koria deoa uchit karon ,2bo6or school bondho thakai 6atro 6atri der monosonjog uthe gechilo porasona theke
Sobay k pass koriye deoya hok
Sobaike pas kore dite hobe calls hoyni pora suna hoyni ki kore pas korbe sobi sobike pas nambar hitei hobe Amar dabi mante hobe
গতবছর 2021 সালের মাধ্যমিক পরীক্ষা করোনা ভাইরাস এর কারণে নেওয়া সম্ভব হয় নি।। সেখানে সব ছাত্র ছাত্রী কে সত্তর থেকে আশি শতাংশ নম্বর দিয়ে পাশ করানো হয়েছিল।। যাদের নাম ঠিকানা লেখার যোগ্যতাও ছিল না।2022 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছে।। ইস্কুল বন্ধ থাকার কারণে সিলেবাস ভালো ভাবে শেষ হয় নি। এদের কে ফেল করানো হলে বা কম নম্বর দিলে, এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে।। চারিদিকে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে।। রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে।।
মধ্যশিক্ষা দপ্তর ডিসিশন নিবেন কাকে পাশ করাবে কাকে ফেল করাবেন এটা কমেন্ট কোন পাগলের কথাই সবাইকে পাস করানো যাবে না/কারণ তারা কমেন্টে লিখে পাঠাচ্ছে যে সবাইকে পাশ করিয়ে দিন তাদের বাড়িতে তাদের ভাই তাদের বনরা তাদের আত্মীয়-স্বজন কেউ পরীক্ষা দিয়েছে হয়তো সে পাশের যোগ্য নয় তাই তারা বলছে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক কারন ফেল করলে আমার মান সম্মান থাকবে না/আমার অনুরোধ এবং আমার দেশ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে তাদের পাস করানো হবে/যারা ফেলে যোগ্য তাদের কখনোই পাস করানো যাবে না তাদের ফেল করা হোক/কারো কমেন্টের কথা ভেবে সবাইকে পাস করা যাবেনা কারণ অনেকে কমেন্টে লিখে পাঠিয়েছে যে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক আরে পাগল সবাই কেন পাস করাবে/অনেকে কমেন্টে লিখে পাঠাচ্ছি যে এটা ছাত্রদের ভবিষ্যতের কথা/আরে পাগল রা তারা যদি তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে তাহলে তারা পড়াশোনা বাড়িতে করত কারন তারা জানত যে আমরা মাধ্যমিকে পাস করবো না পড়ে গেলেও/কিছু কিছু ছাত্রছাত্রীরা বাড়িতে পড়াশোনা করেছে আর কিছু কিছু ছাত্রছাত্রীরা তাদের ঠাট্টা বিদ্রুপ করেছে যে আমরা না পড়ে গেলেও মাধ্যমিকে পাস করবো তোরা তো পড়ছিস বোকার মতো /সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা তারা নিজেদের ভবিষ্যত নিজেরাই তখন নষ্ট করেছে/তাহলে কেউ যদি নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করতে চাই তাহলে এতে আমাদের করার কিছু নেই/তাহলে কমেন্টে পাগলার মতো লিখে পাঠায় কি আছে যে সবাই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ফেল করলে/কখনোই এসব কথা কমেন্ট লিখবে না বুঝলে/ডিসিশন মধ্য শিক্ষা দপ্তরের তাই তারাই সঠিক ডিসিশন নিবেন কারো কথা ভেবে কোন ডিসিশন নেওয়া যাবে না/
স্যার ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ঠিক মতো হয়নি তার কারণ হচ্ছে covid-19 আমাদের ক্লাস এক দিনও হয়নি ক্লাস না হওয়ার কারণে যদি ঠিক মত ক্লাস হতো তাহলে আমারা ৭৫% শতাংশ নাম্বার পেতাম। তো আমার তোমাদের কাছে অনুরোধ আমাদের সমস্ত ছাত্র ছাত্রী দের কে ৭০% নাম্বার দেওয়া হক
Email Teo madhaymik exam er age keu school Jay na…eto school bondho thakar ki somporko…amer hoy thik vhabe…khata dekhe and this thak results jno dao hoy…jara pass korar tarai pass koruk…
Sobai kay pass korano uchit Karon ai korona somay a kono school teacher students der phone Whatsapp ba onno kono vhabey pora suno khobor nayni school khulay test exam deyachay nijay Der chastay ja pora suna koray chay sudhu matro private teacher gide koray chay onake Gorib manush private tutor o ditay party ni korona somay each and every one korona somay manus er janno Kaj koray chay except teacher na manush er janno na students er janno aktu nijar thakay khorcha koray social media er maddhymay students Der jonno pora suna Kora jatona ki? Kichu media kichu teacher er batikrom chilen Tar por madhyamik a nijer Gayn jahir kora question students Der kono chinta na koray reduce syllabus holao kono sussion nei sussion ontoto ai ber ar jonno uchit chilo ji teacher question koraychan tader kay amro question koralay uttor likhtay parto na sai rokom question kortay pari jai hok govt sober janno vaben Tai sudhu matro sobai kay Tai gayn mulak question/teacher der duty pora suna nea / manush Kaj na thakar janno tutor detay na para students Der manashik obsta chinta Kora uchit ei result er songay jaty students er bhobishot a andhakaray haria jay ba nasto na hoy ei Chara sobai jano next 11.classa e vorti hotay parey tader nijay Der school a er result 1 st week of Jun 2022 a holay valo hoy
O
আমার বক্তব্য এটাই যে যারা পাস করবে তাদের জন্য আর কিছু বলার নেই, কিন্তু যারা পাস এর নম্বর তুলতে পারবে না তাদের যেনো যতটা নম্বর পাস করতে লাগে ঠিক ততটাই নম্বর দিয়ে পাস করানো হক
সবাই কে পাশ করে দেওয়া হোক।কারণ তারা অন লাইন এ পড়াশুনা করে , অফলাইন এ পরীক্ষা দিয়েছে।এখানে তাদের কোনো দোষ নেই। কভিড এর কথা মাথায় রেখে তাদের খাতা মূল্যায়ন করা উচিত।