WBBSE Madhyamik Result 2022 – এই বছর মাধ্যমিকে সবাই পাশ? এই মুহূর্তের বড় আপডেট।

WBBSE Madhyamik Result 2022 – মাধ্যমিকে কি এবার সবাই পাশ?

আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্ট (WBBSE Madhyamik Result 2022). আর তার মধ্যেই সকলের কাছেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্লাস তো হয়নি, তবে কি এবার সবাই পাশ করবে?

Advertisement

এবছর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে। কিন্তু ইতিহাস ও ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কঠিন কয়েছে বলে, পরীক্ষার্থীদের অভিযোগ ছিলো। অন্যদিকে ক্লাস না হওয়ায় পরীক্ষার্থীদের জন্য একটু সহজ প্রশ্ন কড়ার দাবী জানিয়েছিলো অনেকেই। কিন্তু কয়েকটি বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায় হতাশ হতে হয় পড়ুয়াদের। WBBSE Madhyamik Result 2022

Advertisement

তবে পরীক্ষার খাতা দেখার সময়, শুধুমাত্র ইতিহাস বা ভৌতবিজ্ঞানই নয়, বরং সকল বিষয়ের উত্তরপত্র দেখে অবাক হয়েছেন পরীক্ষকেরা। সামগ্রিক দিখ দিয়ে এবারের খাতার মান অনেক খারাপ বলেই পরীক্ষকেরা বলেছেন। WBBSE Madhyamik Result 2022

এমনকি অনেকেই সাধারন বানান পর্যন্ত ভুল করেছে। অনেকে উত্তর না জানায়, শুধু প্রশ্নটাই দেখে দেখে খাতায় টুকে দিয়েছে। অনেকে আবার পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। WBBSE Madhyamik Result 2022

Advertisement

কিন্তু আলাদা করে পাশ করানোর অর্ডার না থাকায় নিরুপায় হয়েই অনেক খাতায় পাশ নম্বর দিতে পারেননি, জানিয়েছেন অনেক পরীক্ষকেরা। এমনকি বিগত দশ বছরে এই রকম খাতা তাদের কাছে আসেনি। অর্থাৎ সামগ্রিক চিত্রটা খুবই করুণ।

Advertisement

তাই এই নম্বর দিয়েই যদি রেজাল্ট করা হয়, তাহলে অনেক পরীক্ষার্থীই পাশ করতে পারবে না, জানিয়েছেন খোদ হেড এক্সামিনারেরা। তাই অনেক শিক্ষকই জানিয়েছেন, সবাই কে পাশ করাতে হলে গ্রেজ নম্বর দিতেই হবে। WBBSE Madhyamik Result 2022

Advertisement

অবশেষে অপেক্ষার অবসান! ৩-রা জুন ফলপ্রকাশ মাধ্যামিকের

অন্যদিকে পরীক্ষার্থী এবং অবিভাবকদের একাংশের দাবী, আগের বছর পরীক্ষাই হয়নি, তবুও সবাইকে পাশ করানো হয়েছে। কিন্তু এবার ক্লাস না করেই পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা, তাই বোর্ডের উচিত সবাইকে পাশ করিয়ে দেওয়া। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে শিক্ষকেরা আশংকা করছেন, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীরা পাশ না ও করতে পারে।

84 দিনের ভ্যালিডিটি সহ, সমস্ত কোম্পানির সস্তায় আনলিমিটেড প্ল্যানের তালিকা।

এদিকে স্যোশাল মিডিয়াতে পরীক্ষার্থীরা সকলকে পাশ (WBBSE Madhyamik Result 2022) করানোর দাবী তুলেছে। ক্লাস না করে সতিই তাদের পড়াশোনাটা ঠিক মতো হয়নি তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই এই বিষয়ে আপনার কি মনে হয়, সকলকে কি পাশ করানো উচিত? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Advertisement

মাধ্যমিকের রেজাল্ট এখানে দেখা যাবে। ক্লিক করুন

Leave a Comment