WBBSE Madhyamik Result 2022 – মাধ্যমিকে কি এবার সবাই পাশ?
আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্ট (WBBSE Madhyamik Result 2022). আর তার মধ্যেই সকলের কাছেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্লাস তো হয়নি, তবে কি এবার সবাই পাশ করবে?
এবছর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে। কিন্তু ইতিহাস ও ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কঠিন কয়েছে বলে, পরীক্ষার্থীদের অভিযোগ ছিলো। অন্যদিকে ক্লাস না হওয়ায় পরীক্ষার্থীদের জন্য একটু সহজ প্রশ্ন কড়ার দাবী জানিয়েছিলো অনেকেই। কিন্তু কয়েকটি বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায় হতাশ হতে হয় পড়ুয়াদের। WBBSE Madhyamik Result 2022
তবে পরীক্ষার খাতা দেখার সময়, শুধুমাত্র ইতিহাস বা ভৌতবিজ্ঞানই নয়, বরং সকল বিষয়ের উত্তরপত্র দেখে অবাক হয়েছেন পরীক্ষকেরা। সামগ্রিক দিখ দিয়ে এবারের খাতার মান অনেক খারাপ বলেই পরীক্ষকেরা বলেছেন। WBBSE Madhyamik Result 2022
এমনকি অনেকেই সাধারন বানান পর্যন্ত ভুল করেছে। অনেকে উত্তর না জানায়, শুধু প্রশ্নটাই দেখে দেখে খাতায় টুকে দিয়েছে। অনেকে আবার পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। WBBSE Madhyamik Result 2022
কিন্তু আলাদা করে পাশ করানোর অর্ডার না থাকায় নিরুপায় হয়েই অনেক খাতায় পাশ নম্বর দিতে পারেননি, জানিয়েছেন অনেক পরীক্ষকেরা। এমনকি বিগত দশ বছরে এই রকম খাতা তাদের কাছে আসেনি। অর্থাৎ সামগ্রিক চিত্রটা খুবই করুণ।
তাই এই নম্বর দিয়েই যদি রেজাল্ট করা হয়, তাহলে অনেক পরীক্ষার্থীই পাশ করতে পারবে না, জানিয়েছেন খোদ হেড এক্সামিনারেরা। তাই অনেক শিক্ষকই জানিয়েছেন, সবাই কে পাশ করাতে হলে গ্রেজ নম্বর দিতেই হবে। WBBSE Madhyamik Result 2022
অন্যদিকে পরীক্ষার্থী এবং অবিভাবকদের একাংশের দাবী, আগের বছর পরীক্ষাই হয়নি, তবুও সবাইকে পাশ করানো হয়েছে। কিন্তু এবার ক্লাস না করেই পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা, তাই বোর্ডের উচিত সবাইকে পাশ করিয়ে দেওয়া। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে শিক্ষকেরা আশংকা করছেন, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীরা পাশ না ও করতে পারে।
84 দিনের ভ্যালিডিটি সহ, সমস্ত কোম্পানির সস্তায় আনলিমিটেড প্ল্যানের তালিকা।
এদিকে স্যোশাল মিডিয়াতে পরীক্ষার্থীরা সকলকে পাশ (WBBSE Madhyamik Result 2022) করানোর দাবী তুলেছে। ক্লাস না করে সতিই তাদের পড়াশোনাটা ঠিক মতো হয়নি তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই এই বিষয়ে আপনার কি মনে হয়, সকলকে কি পাশ করানো উচিত? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।
I think everyone should pass madhyamik 2022 .
Good to hear from you everybody should pass on the exam
বাড়িতে বসে যে সব পড়া সোনা হয়না , স্কুল শিক্ষকদের ও গাইড টা গুরত্বপূর্ণ ছিল ছাত্রদের কাছে ,তাই যেমন সারাবছর ক্লাস হয়নি তেমনি সবাইকে পাস করিয়ে দেওয়া টা গুরত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি ।আর যারা বলছো বাড়িতে বসে গেম খেলেছে ,গেম খেলে পড়াশোনা করা যায় কিন্তু স্কুল regulatory টা ঠিক থাকা দরকার ছিল ।
Haa sobai k pass koratei hobe karon kew e vabeni je hotat exam hobe naa class korew amar onurod please sobai k pass koriye din।।।
Jodi a vaba pass korano hoy tahole ,agami year er student ra o bolba pass koranor kotha . so amar mone hoy pass na koranoy best…
Sabai ke pass korano dorkar because valo vabe class hoini tai sabai ke pass koratai valo habe mone kori
পাস করানো উচিত না কারণ তারা বাড়ি পড়াশোনা করেনি। ওরা বাড়ি বসে শুধু মোবাইলে গেম খেলেছে
আপনি কি সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখে বেড়িয়েছেন না সবাইকে মোবাইল কিনে দিয়েছেন।
Yes Pass Kora Te Hobe
ছাত্র ছাত্রীদের দাবি এবং পরীক্ষা দেবার আগে পরিস্থিতি বিবেচনা করে সবাইকে পাস করে দেওয়া হোক।যারা কিছুই লিখতে পারি নি তাদের Mark sheet এ on consideration লিখে দেওয়া হোক এবং তারা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দিয়ে Admission নেবে।
অবশ্যই পাস করানো উচিৎ কিন্তু টেনেটুনে। বেশি নম্বর দিয়ে পাস করালে, কয়েকজন ভালো student দের দাম থাকবে না। তাই যারা ফেল করেছে তাদের টেনেটুনে পাস করানো যায়।
HA SOBAI KAY PASS KORATA HOBA
পাস করানো উচিত না কারণ তারা বাড়ি পড়াশোনা করেনি। ওরা বাড়ি বসে শুধু মোবাইলে গেম খেলেছে
সবাইকে পাস করানো উচিত ।জারা বলছে পাস করানো উচিত না তারাতো পরীক্ষা দেয়নি এই রকম অবস্থায় ।
Hai obbosoi sobai ke paas koria dewai uchit wbbse board er. Jehetu 2021 a porikha na diye sorkar paas korate pare tahole 2022 a na poria porikha niyeche board. Tar upore all subject er question o onek hard hoyeche ai bochor sehetu sobai ontoto paas korano to uchit.
অব্যশই পাশ করানো উচিত ৷ তারা তো class না করেই exam দিয়েছে , তো তারা কি লিখবে ৷ পরীক্ষা postpond করা উচিত করা ছিল সেটাও করেনি ৷
তাই এখন তাদের পাশ করানো উচিত ৷
Hm sobai k pass korano uchit karon school a class hyni kichu hoyni ta sotteo student ra exam diyeche tar upor question o tuff hyeche passs korano uchit hn obossoi.🙏🏼🙏🏼
Pass na Kore daoiye valo
সবাইকে পাশ করালে মুড়ি মড়কি তো এক হয়ে যাবে। ক্লাস না হলেও পরীক্ষার্থীরা কি বাড়িতে বা প্রাইভেটেও পড়াটা করে নি! তাছাড়া, সবাই পাশ করলে যারা পড়ে পরীক্ষা দিয়েছে তাদের আর কোন দামই থসকবে না আর তাদের খাটনিটাই বৃথা যাবে। তাই সবাই কেন, যোগ্যরাই পাশ করুক।
অসহায় ছাত্র-ছাত্রীগণ। পাশের আশায় আছে। আশা পূরন করলে ভালো।
হ্যা এই বছর সবাই ক
ক পাস করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কে এটা দেখা উচিত।
Sobai ke pass korie deoa uchit, tara kothai dosi? 2021 e sobai jakhan pass korlo tader modhye koto joner pass korar jogyota chilo ta pariksha holei jana jeto, corona r res jakhan cholche takhan 2022 eo sobai ke pass korie deoa uchit. Pora sonar dorkar ba mulyayan er ki kono dorkar aache…? ajker dine. kothai chakri, sorkari to nei , be sorkari teo fresher der jaiga nei, only MBA, B-Tech, erai pvt. e chakri pabe…
সকলকে এবছর পাশ করানো উচিত
এই ভাবে পাস করলে তার certificate ke কেউ কখনো গুরুত্ব দেবে না। এইভাবে পাস না করানো হলেই ছাত্র ছাত্রী দের পক্ষে মঙ্গল।
এতে একবছর নষ্ট করে তোমার কী
লাভ যদিগতবছর পরিক্ষা না দিয়ে
সবাইকে পাশ করানো যায় তা হলে
এবার তো হলে বসেছে চেস্টা করেছে কেন পাশ করানো হবে না।
Na poria tahole porikha newa o uchit chilo na sei somoi kichu bolen ni keno mongol ar aomongol er kotha.
Sobai ke pass korano akdom uchit naa. School na gieo barite porasona kore valo result kora na geleo pass ta aram se kora jai.
Haa akdom pass korano uchit🥺
অবশ্যই পাশ করানো দরকার।
সবাইকে পাশ না করালে তাদের উপর অবিচার করা হবে।
আর একটা কথা যারা ভালো ছাত্র ছাত্রী,করনার কারনে ঠিক মত পড়া শুনা করতে পারেনি।কিন্তু মার্ক হয়তো কম পেতে পারে তাদের মার্ক বাড়িয়ে দেওয়া উচিত।
2021 e jokhn porikha na diyei osonkho chatra chatri 1st division chariye star marks jokhn pete pare kono exam na diye.. Amon ki Jara boi r pata porjnto na ultiye 1st division e letter marks Pete pare tokhn Ami Mone Kori ai bochore kono class na hoyeo students ra nijer dayitye socho bhabe exam diye atleast pass marks asa kortei pare.. sobaike pass Koriye deoa hok…
হ্যাঁ সবাইকে পাস করানো উচিত । কারণ দুবছর ধরে (কোভিড এর জন্য) কোনো ক্লাস হয়নি এবং সবার বাড়িতে তো আর মোবাইল না থাকার জন্য তারা অসহায় ।
Everyone should be promoted
Yes.
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক- এর সকল ছাত্রছাত্রীদেরকে পাশ করানো উচিত কারণ এই দুবছর ধরে ঠিক করে পড়াশোনা হয়নি।
Pass korea deya valo
অবশ্যই পাশ করান উচিত, সারাবছর ভালোভাবে ক্লাস না করে পরীক্ষা দিয়েছি আমরা
যারা ফেল করবে তাঁদের যদু পাস করানো হয় তাহলে যারা কিছু নাম্বার এর জন্য লেটার পায়নি তাঁদেরও গ্রেস মার্ক দিয়ে নাম্বার বারোনো উচিত নাহলে এক তরফা হয়ে যাবে
Pas korano eocthe
Yes pass kora no uchit
No. It’s not justice for good students.
Sobai paas korano uchit karon karur class hoy ni valo kore kau pora suno korte pareni
না, সবাই যদি pass করে তাহলে পরীক্ষা নেওয়ার কী দরকার ছিলো? তাই গ্রেস no 10 দিলে যারা pass করার তারা করবে,
হ্যা সবাইকে পাশ করানো হোক
আমাদেরকে মিনিমাম ৬০% নাম্বার দেওয়া হোক
সবাইকে পাশ না করিয়ে মোটামুটি গ্রেস নম্বর দিলে যতজন পাশ করতে পারে তাদের করিয়ে দেওয়া যেতে পারে । কিন্তু যারা high 1st division,star ,letter পেয়েছে বা পেতে খানিকটা নম্বর বাকি থেকে গেছে তাদের না বাড়ানোই ভালো । তাদের তারা যতটুকু নম্বর তুলতে পেরেছে ওটা দিলেই আমার মনে হয় সবটা সামলানো যেতে পারে।
Pass korano Uchit. Karon ager bochor to exam e hoy ni tau sobai pass. r ai bochor to class e hoy ni. amra ki6u na porai exam diachi.tai kono rokom number dia pass korano ta uchit.
Sobai kae pass korano ta dorkar karon ai covid 19 situation e school bondho thakar jonno kau valo moto porasona korta parani.. ager bocchor kono exam na hoae pass hoa galo unexpected number niya. Mona hoa sakhana jodi aktu marsi dakhiya ai Madhyamik candidates der pass koriya day atai amar request..🙏.R amnitao Madhyamik candidates der onno school e giya exam dita hoa6ilo jakhane ki na HS er students re nijeder school e exam dilo
Physical mode a class na holeo online mode a class hoye6e.
Kichu kichu students online mode k seriously niye porasona kore6e r ki6u ki6u students online mode k casually niye porasona koreni.
Ei vabe proti bochor pass koriye dile tader r porasona r proti kono aghoroi thakbe na.
So, pass na koranoi uchit.
🙂
Jar jeta prappa nambar seta niya santusta thaka darkar karan Tara parasona karen nai tai tader sasti paoya darkar dhannabad manik Chandra Roy abhibhabak