WBBSE Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার দাবী চরমে উঠছে।

WBBSE Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষা অন্তত এক মাস পিছিয়ে দেওয়ার দাবী করছে পরীক্ষার্থীরা।

অতিমারীর ঝড় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য তথা দেশ। আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Exam). প্রতিবছর সাধারনত মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২০ থেকে ২৪ ফেব্রুয়ারীর মধ্যে, এবং মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়। কিন্তু ক্ষুদ্র এই অনুবিক্ষনিক প্রজাতিটি সমস্ত রীতি রেওয়াজ যেন পাল্টে দিয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Exam) এবং শেষ হচ্ছে ১৬ ই মার্চ। যার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি পর্ষদ অফিস থেকে সকাল ১১টা থেকে বিলি করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সেই এডমিট কার্ড ২৪ তারিখ স্কুল থেকে দেওয়া হবে। এবং কোনও পরীক্ষার্থীর অ্যাডমিটে কিছু ভুল ৪ ঠা মার্চের মধ্যে সংশোধন করতে হবে।

Advertisement

তবে অতিমারী যেন স্বাভাবিক ছন্দটাই কেড়ে নিয়েছে। পরীক্ষার্থীদের মনোযোগের ও তাল কেটেছে। গত ১৬ই ফেব্রুয়ারী থেকে খুলেছে স্কুলের তালা। শুরু হয়েছে পঠন পাঠন, কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পায়নি, গত নভেম্বরে কিছুদিন ক্লাস হতেই টেস্ট পরীক্ষা দিয়ে ফের বন্ধ হয় ক্লাস।

কিন্তু সে তো পরীক্ষাই হলো, আর তা ও আবার নম্বরটাও জানতে পারলো না। বোর্ডের নির্দেশে গোপন রাখা হয় নম্বর, কারন পরীক্ষা (WBBSE Madhyamik Exam) না হলে এটাই নাকি মূল নম্বর হিসেবে গন্য হবে! পরীক্ষার্থীদের একাংশের বক্তব্য, যাদের পয়সা আছে তারা ভালো কোচিং সেন্টার থেকে ভালো নোটস নিয়ে পড়াশোনা করেছে, বাড়িতে গৃহ-শিক্ষক রেখেছে, অনলাইনে পিডিএফ সাজেশন পেয়েছে, মক টেস্ট দিয়েছে। তাদের কোনও সমস্যা নেই। কিন্তু গরিব পড়ুয়াদের প্রথম এবং শেষ ভরসা স্কুলের ক্লাস। বাড়িতেও মা বাবা দিন মজুরে, মা বাবা পড়াশোনা জানে না। তাহলে তাদের কে পড়াবে?

Advertisement

তারা কিভাবে পাস করবে? আর ভালো রেজাল্ট না করলে চাকরীর কোনও সম্ভাবনা নেই। এই ভাবে পরীক্ষা (WBBSE Madhyamik Exam) নেওয়া মানে একটি প্রজন্ম কে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। তাই পরীক্ষা পেছনোর দাবী চরমে উঠছে। অন্যদিকে শিক্ষকদের একাংশের বক্তব্য, ক্লাস না হওয়ায় পড়াশোনার ঘাটতি হয়েছে ঠিকই। অবিভাবকেরা এবারে বুঝেছেন স্কুলে পড়াশোনা টা হয়। আগে অনেকেই ভাবতেন স্কুলে পড়াশোনা হয়না।

Advertisement

আরও পড়ুন, চাপে পড়ে বাতিল হলো, স্কুলের বেসরকারী করন

অন্যদিকে অনেক পড়ুয়াই চাইছেন পরীক্ষাটা (WBBSE Madhyamik Exam) আরেকটু পিছিয়ে দেওয়া হোক, অন্তত এক মাস। আর তাছাড়া আরেকটি দাবী উঠেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে, সেইরূপে মাধ্যমিক ও নিজের স্কুলে হোক।

Advertisement

যদিও এই দুটি বিষয়েই নাকোচ করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। সুতরাং এবারের মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Exam) হচ্ছে বোর্ডের ঠিক করে দেওয়া পরীক্ষা কেন্দ্রে এবং আগামী ৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হচ্ছে ১৬ ই মার্চ। আর কিছু করার নেই।

তবুও কোথাও যেন মানতে চাইছে না পরীক্ষার্থীরা। প্রথমত ক্লাস না হওয়ায় আত্মবিশ্বাস টা ঠিকমতো পাচ্ছে না। অন্যদিকে পরীক্ষা (WBBSE Madhyamik Exam) পিছিয়ে গেলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া এবং একাদশ শ্রেণীর সেশন শুরু করার সময় কমে যাবে। তাই হয়তো ইচ্ছে থাকলেও নিরুপায় মধ্য শিক্ষা পর্ষদ। আপনার কি মনে হয়, পরীক্ষা পেছনো উচিৎ, কিম্বা হোম সেন্টারে হওয়া উচিৎ? মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।

Advertisement

জলের দামে আনলিমিটেড কল ও 3300 GB ডেটা দিচ্ছে বিএসএনএল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন

অবশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আরেকটি দাবি মেনে নিতে বাধ্য হল শিক্ষা দফতর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment