Advertisement
WBBSE Madhyamik Exam 2023 Guidelines (মাধ্যমিক পরীক্ষার নিয়ম)
Advertisement

মাধ্যমিক পরীক্ষাকে (WBBSE Madhyamik Exam 2023) ঘিরে সাজো সাজো রব। একেবারে নির্বিঘ্নে, কোনো সমস্যা ছাড়াই যাতে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেইদিকে নজর দিয়ে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। অতিমারী পরিস্থিতির পর এই প্রথম পুর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে পর্ষদ বদ্ধ পরিকর। তাই পরীক্ষা সুরুর আগে সমস্ত ব্যবস্থা ও নিয়ম কানুন জেনে নিন।

Advertisement

এক নজরে

Advertisement

মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তাঃ

১) WBBSE বা মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই মাধ্যমিকের জন্য কন্ট্রোল রুম খুলেছে। এবং সমস্ত পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও CCTV এর আওতায় আনা হচ্ছে।
২) সমস্ত পরীক্ষাকেন্দ্রে নজর চালাতে পরীক্ষা কেন্দ্র ও পর্ষদের সাথে App এর মাধ্যমে লিংক করা হয়েছে।
৩) কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই সাথে সাথে টাস্ক ফোর্স ব্যবস্থা নেবে।
৪) জেলা স্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের একাধিকবার বৈঠক হয়েছে।
৫) পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে নির্বিঘ্নে, নিরাপত্তার কোনো সমস্যা তৈরি না হয়, সেই দিকে নজর দিয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

“এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে এতখানি কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়নি।”

৬) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
৭) প্রশ্নফাঁস এবং টোকাটুকির মত ঘটনা যাতে একেবারেই কোনো পরীক্ষা কেন্দ্রে না ঘটে, তার জন্য সরকার রীতিমতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
৮) পরীক্ষা কেন্দ্রগুলিতে সিভিক ভলান্টিয়ার এর বদলে পুলিশ কর্মীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৯) নতুন অ্যাপ (App) চালু করা হয়েছে। যে অ্যাপ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয় থেকে যোগাযোগ করা যায়।

১০) আর এবার মাধ্যমিক পরীক্ষার দিন কোনোভাবেই যাতে ট্রাফিক ব্যবস্থায় কোনো সমস্যা তৈরি না হয়, তার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
লালবাজারের পক্ষ থেকে সমস্ত ট্রাফিক গার্ডকে (Traffic Guard) নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার আগে সমস্ত ব্যস্ত রাস্তায় যেন যান চলাচল স্বাভাবিক থাকে। কোথাও কোনোভাবেই যেন যানজট তৈরি না হয়। তার জন্য আগেভাগেই পুলিশকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লালবাজারের তরফে কেএমসি (KMC) কেএমডি এর (KMDA) মত সংস্থাগুলিকে যানজট নিয়ন্ত্রণের জন্য আবেদন জানানো হয়েছে।

EK24 News

১১) মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে যেন কোনোরকম সমস্যায় না পড়েন, সেদিকে নজর দিতে বলা হয়েছে।
১২) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা যে গাড়িতে করে যাচ্ছেন, তাতে বোর্ড লাগানো থাকলে আগে ছেড়ে দিতে হবে। যাতে মসৃণ ভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে যেতে পারেন।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার্থীদের করনীয়ঃ

জীবনের প্রথম বড় পরীক্ষা, এছাড়া নবম শ্রেনীতেও ক্লাস হয়নি, দশম শ্রেনীতেও ২ মাস পর ক্লাস শুরু হয়ে আরও ২ মাস গরমের ছুটি ছিলো। তাই অনেকের মনেই একটা ভয় কাজ করতে পারে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে পূর্ণমানের পরীক্ষা দেওয়াই সবচেয়ে প্রথম লক্ষ্য সকলের। মাথা ঠান্ডা করে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে ব্যাগে এইসব জিনিস গুছিয়ে রাখতে ভুলবেন না।
২টি পেন, পেন্সিল, রাবার, প্রবেশ পত্র (Madhyamik Admit), রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তবে কোনও ইলেক্ট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। কারো কানে সমস্যা থাকলে, হেয়ারিং এইড পরিদর্শক কে দেখিয়ে নিতে হবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর সঠিক রুটিনঃ
২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, প্রথম পত্রের পরীক্ষা
২৪ ফেব্রুয়ারি, শুক্রবার, দ্বিতীয় পত্রের পরীক্ষা
২৫ ফেব্রুয়ারি, শনিবার, ভূগোল
২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, জীবনবিজ্ঞান

মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১ মার্চ, বুধবার, ইতিহাস
২ মার্চ, বৃহস্পতিবার, অংক
৩ মার্চ, শুক্রবার, ভৌত বিজ্ঞান
৪ মার্চ, শনিবার, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট
ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিসের পরীক্ষা নেওয়া হবে ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা হবে ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

Advertisement
Jio Recharge offer for 1 years (জিও রিচার্জ অফার)

সমস্যায় পড়লে, মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোল রুমের নম্বরঃ

মাধ্যমিকের জন্য নয়া নির্দেশিকা, সমস‍্যায় পড়লে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে, এক্ষুনি মোবাইলে সেভ করুন। মাধ্যমিকের কন্ট্রোল রুম চালু হয়ে গিয়েছে। পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে আপনি পর্ষদের কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন। একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হেল্পলাইন নম্বরগুলি হলোঃ
+৯১৩৩২৩২১৩৮৭২, +৯১৩৩২৩৫৯২২৭৪
পর্ষদ সভাপতি এর অফিসের নম্বর হলো- +৯১৩৩২৩২১৩০৮৯, সচিবের দপ্তরের নম্বর +৯১৩৩২৩২১৩৮১৬

আরও পড়ুন, মাধ্যমিক, একাদশ উচ্চ মাধ্যমিক 3 মেগা পরীক্ষায় ভালো রেজাল্ট করার গোপন টেকনিক, খাতা কীভাবে সাজাবে?

এছাড়াও পর্ষদকে প্রয়োজনে আপনি ইমেইল করতে পারেন এই ইমেইল হল– [email protected]
মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৫২, ৯৪৭৬৩০২৬৮০
বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৭, ৯৪৭৪০২১১৩৫
উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৮, ৯৬০০৯১৬১৪১
কলকাতার মধ্যে কোনো সমস্যায় পড়লে কলকাতার আঞ্চলিক কার্যালয়ে নম্বরে ফোন করা যেতে পারে। কলকাতা আঞ্চলিক কার্যালয়ের নম্বর হলো- ৯১৪৭১৩৫৭৪৯, ৮৯৮১৮৩৩৮৯৮
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement