Advertisement
WB TET Scam
Advertisement

WB TET Scam – তৃণমূল জমানায় যারা চাকরি পেয়েছেন তারাই এবার ইডির স্ক‍্যানারে,কি নির্দেশ, দেখুন

যারাই তৃণমূল জমানায় চাকরি পেয়েছেন, তাদের সম্পূর্ণ তথ্য (WB TET Scam) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরীক্ষায় সফল চাকরিপ্রার্থীদের টপকে অযোগ্যদের শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছে বলে একাধিক অভিযোগ উঠেছে।

Advertisement

এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে CBI এবং ED তদন্ত করছে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের (WB TET Scam) কাছে চেয়ে পাঠিয়েছে ED 2011 সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জমানায় প্রাথমিকে কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানাতে বলা হয়েছে।

Advertisement

 70000 শিক্ষক ও কর্মী নিয়োগে 900 কোটির লেনদেন, লিস্ট পাওয়ার পর চাকরী সঙ্কটে বহু শিক্ষক ও কর্মীরা।

ইডির পক্ষ থেকে তথ্য তলব করার পরেই প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের রাজ্য (WB TET Scam) পর্ষদের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে 2011 সালের পর থেকে যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন, তাদের নাম, ঠিকানা, রোল নম্বর, ফোন নম্বর, ইমেইল আইডি সহ বিভিন্ন তথ্য বৃহস্পতিবারের মধ্যেই জানাতে বলা হয়েছে। এর জন্য নির্দিষ্ট ফরম‍্যাটে এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

Advertisement

ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব (WB TET Scam) নিয়েছেন গৌতম পাল। দায়িত্ব গ্রহণ করার পরেই তিনি স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন। শিক্ষক নিয়োগ বা টেট সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে অভিযোগ জানানো যাবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে CBI এবং ED তদন্তভার গ্রহণ করার পর থেকেই একের পর এক (WB TET Scam) ঘটনা সামনে আসতে শুরু করেছে। এর মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। তাদের বিভিন্ন ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণে টাকা, সোনা গয়না, বিদেশে মুদ্রা উদ্ধার হয়েছে।

EK24 News

শিক্ষক নিয়োগে আরেকটি কেলেঙ্কারির পর্দা ফাঁস, ঐতিহাসিক নির্দেশ দিল আদালত, New Judgement 2022.

আদালতের নির্দেশে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে। সরকারের পক্ষ (WB TET Scam) থেকেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে সরকার এবং শাসক দল তৃণমূল। তবে ED-র পক্ষ থেকে 2011 সালের পরে প্রাথমিক শিক্ষকদের সম্বন্ধে পূর্ণাঙ্গ তথ্য চাওয়ার পর থেকেই প্রায় সমস্ত শিক্ষকরা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন।
প্রতিবেদক Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement