Advertisement
WB Tet News
Advertisement

WB TET – সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়েও কি বাঁচানো যাবে চাকরি?

এবার প্রাথমিক টেট (WB TET) নিয়ে আরও এক কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মামলায় জর্জরিত রাজ্য সরকার থেকে স্কুল সার্ভিস কমিশন। এরপর এক মোড় ঘোরানোর রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে চাকরি খুইয়েছেন অনেকেই।

Advertisement

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (WB TET)। মামলার তদন্ত চলবে আদালতের নজরদারিতেই। এই মামলার প্রধান কান্ডারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন এই ধরনের মামলার ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পেশ করতে হবে।

Advertisement

পূর্বে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ (WB TET)। তবে রাজ্যের এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তারা যান ডিভিশন বেঞ্চের কাছে। গত বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হবে।

Advertisement

16500 শিক্ষক নিয়োগ হয়নি, নতুন করে চাকরী পাবেন আরো ৭ হাজার টেট প্রার্থী, ক্লিক করুন

কারণ বিচারপতির মনে হয়েছে সিবিআই এক সপ্তাহে যতটা কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন কতটা করতে পারেনি। পাশাপাশি বিচারপতিও বলেন, গত ১৫ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের যে রিপোর্ট দেখেছেন তাদের স্পষ্ট হয়েছে প্রার্থীদের বেছে বেছে নির্বাচন করে নিয়োগ করানো (WB TET) হয়েছে। পূর্বের রায়ে অবশ্য তিনি তা স্পষ্ট করে দিয়েছেন।

উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে সবার আগে চাকরী হবে?

রাজ্য সরকারের তরফ থেকে যে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছিল আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের তত্ত্বাবধানে হতে চলেছে তার শুনানি। উল্লেখ্য, গত ১৩ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠে। দীর্ঘক্ষণ চলে সেই মামলার শুনানি। যেখানে বলা হয় ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ভিত্তিতে ২০১৫ সালের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হয়।

EK24 News

তারপর যথারীতি ২০১৭ সালে সেখান থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরের ঘটে মোড় ঘোরানোর মতো একটি ঘটনা। এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তের নির্দেশ সিবিআইকে সপে দেয় (WB TET) কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আদালতের নির্দেশে ২৬৯ জনের চাকরিও বাতিল করা হয়।

Advertisement

সরকারি এই স্কিমে বিনিয়োগ করলে 60 বছর থেকে 60 হাজার টাকা করে নিশ্চিত পেনশন

অর্থাৎ এতদিন তারা যে স্কুলে চাকরি করতেন এবার থেকে সেখানে ঢোকা নিষেধ। প্রসঙ্গত, প্রায় ২৩ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে থেকে ৪২ হাজার প্রার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়। এই ৪২ হাজারের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ নিয়োগ (WB TET) হয়েছে বেআইনিভাবে।

অভিযোগ, সঠিকভাবে তদন্ত হলে আবারও চাকরি যেতে পারে অন্তত ৫ হাজার প্রাথমিক শিক্ষকের। তবে কি সেই কেলেঙ্কারি আটকাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন দেখার আগামী সোমবার কি শুনানি দিতে চলেছে আদালত।

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Advertisement

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক মেধা তালিকা 2022 কিভাবে চেক করবেন? জেনে নিন

Advertisement
Advertisement
One thought on “WB TET – চাকরি যেতে পারে আরো 5000 প্রাথমিক শিক্ষকের, দ্বিতীয় লিস্টে নজিরবিহীন দুর্নীতি ফাঁস, Breaking News.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement