Advertisement
শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন
Advertisement

অভূতপূর্ব সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের, এবার থেকে শিক্ষকদের যোগ্যতা রিপোর্ট কার্ডের মতো ঝুলিয়ে রাখতে হবে, স্কুলের নোটিশ বোর্ডে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও ভুয়ো শিক্ষক নিয়োগ বিতর্কের মাঝে নতুন নির্দেশিকা আবার নতুন বিতর্কের সম্ভাবনা উস্কে দিয়েছে সামাজিক গন মাধ্যমে।

Advertisement

একটা চাকরির প্রয়োজনে হাতে বায়োডাটা নিয়ে এক সংস্থা থেকে অন্য সংস্থায় ঘুরতে দেখা যায় বহু যুবক যুবতীদের। সংস্থা চাকরি প্রার্থীর বায়োডাটা দেখে তার যোগ্যতা মান নির্ধারণ করে। যদিও বায়োডাটায় (Biodata) কোনো চাকরি প্রার্থীর সমস্ত যোগ্যতা থাকলেও যে তিনি চাকরি পাবেন সেই নিশ্চয়তা এই মুহূর্তে আর দেওয়া সম্ভব হয় না। তবুও চাকরি খুঁজতে গেলে জরুরি হয় এই বায়োডাটার। তবে এবার থেকে চাকরির পরেও নিজের বায়োডাটা টাঙিয়ে রাখতে হবে। এই নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।

Advertisement

পড়ুয়াদের সামনে শিক্ষকদের বায়োডাটা তুলে ধরতে হবে শিক্ষকদের, নির্দেশ সরকারের।

রাজ্যের প্রতিটি স্কুলে স্কুল Teacher দের এবার থেকে নির্দিষ্ট জায়গায় বা ক্লাসরুমে নিজের বায়োডাটা টাঙিয়ে রাখতে হবে। সেই বায়োডাটায় শিক্ষক বা শিক্ষিকার ছবিও লাগানো থাকবে। মাস্টারমশাইদের যোগ্যতামান, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি (Extra Curriculum Activity) সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেই বায়োডাটায়।

Advertisement

বায়োডাটা টাঙিয়ে রাখা হবে ক্লাসের সমস্ত ছাত্র-ছাত্রীদের সামনে তার পরিচিতি সম্বন্ধে তথ্য জানানোর জন্য। যাতে ছাত্র-ছাত্রীরা তাদের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারেন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আদালতে মামলা চলছে। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজ্যের স্কুলের Teacher দের যোগ্যতা মান নিয়েও প্রশ্ন উঠেছে।

রেশন কার্ডে মাত্র 100 টাকাতেই মিলবে সারামাসের মুদিখানা বাজার, চাল, ডাল, তেল, নুন সব দেবে সরকার।

ফলে শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, এই কারণেই সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। তবে শুধু তাই নয়, এর ফলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক আরো মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত বিতর্কের ও সৃষ্টি করছে, কারন স্কুলে সকলের যোগ্যতা সমান নয়, এর ফলে বিভাজন তৈরী হবে না তো?

EK24 News

ইতিমধ্যেই স্কুলগুলিতে আনন্দ পরিসর নামে একটি প্রকল্প চালু হয়েছে। এখানে গতানুগতিক পড়াশোনার বাইরেও মাস্টারমশাইদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের খোলামেলা আলোচনার এক পরিসর তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীরা নাচ, গান, নাটক, বৃক্ষ রোপন সহ বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটি তুলে ধরতে পারবেন। পড়াশোনার বাইরে Teacher দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবেন ছাত্রছাত্রীরা।

Advertisement

প্রাথমিক টেট 2022 নিয়ে 2 টি মামলা হাইকোর্টে। পরীক্ষা বাতিলের সম্ভাবনা?

তার ফলে শিক্ষক পড়ুয়াদের সম্পর্ক আরো মজবুত হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ছাত্র ছাত্রীদের সামনে সকলের বায়োডাটা তুলে ধরার নির্দেশ তারই অন্যতম অংশ বলেই মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনার কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement