WB School Teacher Govt Order – পুজোর মধ্যে শিক্ষকদের জন্য নয়া নির্দেশ, ১০০% করতে হবে

অতিমারীতে স্কুল বন্ধ থাকলেও নানান কাজে শিক্ষকদের স্কুলে যেতে হয় (WB School Teacher Govt Order) এবং আগেই শিক্ষকদের সুপার স্প্রেডার হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এবার পুজোর মৌসুমে এই ব্যাপারে পৃথক ভাবে দুটি সরকারী নির্দেশিকা এলো প্রশাসন থেকে এবং বলা হয়েছে ১০০% টার্গেট ফুলফিল করতে হবে।

Advertisement

এদিন জেলা শাসকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল খোলার আগে সমস্ত শিক্ষকের বাধ্যতামূলক ভাবে ভ্যাক্সিন নিতে হবে। সেই সাথে তাদের ফেমিলি কে ও প্রাওরিটি বেসিসে ভ্যাক্সিন দিতে হবে। এটি শিক্ষক, তাদের পরিবার এবং তার সাথে পড়ুয়াদের সুরক্ষাও জড়িয়ে আছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এখনো ভ্যাক্সিন নেননি তাদের লিস্ট প্রস্তুত করতে হবে এবং সেই সাথে তাদের পরিবারের সদস্যদেরও ও ভ্যাক্সিন দিতে হবে। (WB School Teacher Govt Order)

Advertisement

19/07/2021 তারিখের মেমো নং CSE/056/2021 অনুসারে, সকল DI/S কে 31/07/2021 তারিখের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালের সকল প্রকার মুলতুবি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এটা খুবই দুঃখজনক যে লক্ষ্য করা যায় যে সমস্ত জেলার ক্ষেত্রে এখনো প্রচুর স্কুলে কাজটি এখনো পেন্ডিং রয়েছে। পুজোর ছুটির সাথে শিক্ষাবর্ষও শেষ হওয়ার কাছাকাছি।

অতএব, আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে আপনার অধিক্ষেত্রের সকল সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের 26/10/2021 এর আগে সেই মুলতুবি কার্যক্রম সমাপ্তির জন্য পর্যবেক্ষণ করা যায় যাতে নিশ্চিত করা যায় যে বাংলার শিক্ষা পোর্টালের সমস্ত ডেটা রেফারেন্স হিসাবে বিবেচিত হতে পারে। এবং 2021-22 শিক্ষাবর্ষ থেকে UDISE থেকে শুরুকরে সমস্ত কাজে বাংলার শিক্ষা পোর্টাল ই হবে একমাত্র মাধ্যম।

Advertisement

উপরে উল্লিখিত টার্গেটের তারিখের আগে মুলতুবি কাজ সমাপ্ত হলে সংশ্লিষ্ট অধিকর্তা দায়ী থাকবেন। মুলতুবি থাকা ক্রিয়াকলাপ সম্বলিত এক্সেল ফাইলগুলি এখানে রেফারেন্সের জন্য সংযুক্ত করা হয়েছে। অন্যান্য প্রতিবেদনগুলিও শীঘ্রই ভাগ করা হবে। (WB School Teacher Govt Order) অর্থাৎ সমস্ত পেন্ডিং কাজ পুজোর ছুটির মধ্যেই শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসন কারন জানতে চাইতে পারে। (WB School Teacher Govt Order) আরও পড়ুন শিক্ষকরা বাড়িতে বসে মাইনে নিচ্ছেন, বললেন রাজ্যের মন্ত্রী
আরও পড়ুন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারী গাইডলাইন প্রকাশ

Advertisement

Leave a Comment