Wb School – সময় কমছে স্কুলের, মিড ডে মিল এর দিন পরিবর্তিত হল

একদিকে আগামী কাল থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে স্কুল (Wb School) অন্যদিকে প্রতিমাসে মিড ডে মিলের সামগ্রী বাড়িতে দিয়েই অনলাইনে ক্লাস (school reopen) চালু থাকছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই খুলছে ছোট ক্লাস ও। অন্যদিকে স্কুলের সময় কমানো নিয়ে সরব হয়েছেন একাধিক মহল, আর প্রশাসনিক কারনে নভেম্বরের মাসের মিড ডে (Mid day Meal) মিলের দিন ও পরিবর্তন হলো।

Advertisement

এবিপি গ্রুপের সংবাদ সূত্রে জানা যাচ্ছে, স্কুল শুরুর সময় এবং শুরুতেই স্কুলের (Wb School) সময়সীমা ছয় ঘণ্টা করার সিদ্ধান্ত, প্রশ্নের মুখে পড়েছে রাজ্য স্কুল শিক্ষাদপ্তর। শিক্ষক ও অভিভাবকদের একাংশের প্রশ্ন, স্কুল খোলার পরেই নবম থেকে দ্বাদশ এই চারটি শ্রেণির পড়ুয়ারা টানা ছয় ঘণ্টা মাস্ক পরে ক্লাসে থাকবে কী ভাবে? তাঁদের দাবি, স্কুলে থাকার সময় এখনই ছয় ঘণ্টা না করে ধাপে ধাপে সেটা বাড়ানো হোক। যেসব শিক্ষক ও পড়ুয়ারা দূর থেকে আসেন, তাঁদের সকলেই সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে পৌঁছতে পারবেন কি না, সংশয় আছে সেই বিষয়েও। তাই শিক্ষক শিক্ষিকাদের দাবি, সাড়ে ৯টা নয়, আগেকার নিয়ম অনুযায়ী স্কুল শুরু করা হোক পৌনে ১১টাতেই।

Advertisement

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৬ নভেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। তবে তাদের স্কুলে (Wb School) পৌঁছে যেতে হবে সাড়ে ৯টার মধ্যে। ছুটি হবে বেলা সাড়ে ৩টেয়। দশম ও দ্বাদশের ক্লাস শুরু হবে বেলা ১১টায়। তাদের স্কুলে পৌঁছতে হবে সাড়ে ১০টার মধ্যে। ছুটি হবে বিকেল সাড়ে ৪টেয়। এদিকে শিক্ষক শিক্ষিকাদের সকাল ৯টার মধ্যে স্কুলে পৌঁছতে বলা হয়েছে।

শিক্ষক শিক্ষিকাদের একাংশের বক্তব্য, নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের সড়ে ৯টার মধ্যে স্কুলে (Wb School) পৌঁছতে হলে বাড়ি থেকে বেরোতে হবে অনেক সকালে। গ্রামাঞ্চলে পরিবহণের সমস্যা থাকায় অনেকে সময়মতো স্কুলে পৌঁছতে পারবেন কি না সন্দেহ। তাই তাঁরা চাইছেন, পুরনো নিয়ম অনুযায়ী স্কুল শুরু হোক ১০টা ৪৫ মিনিটেই।স্কুলের গেটে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের হাত স্যানিটাইজ়েশন, শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে তাঁদেরই। কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীরা অত সকালে সময়মতো স্কুলে পৌঁছতে না পারলে গেটে দাঁড়িয়ে পড়ুয়াদের হাত স্যানিটাইজ়েশন এবং তাপমাত্রা পরীক্ষার কাজও ব্যাহত হতে পারে। সেটা বাঞ্ছনীয় নয় মোটেই।

Advertisement

অন্যদিকে নিচু ক্লাসের মিড ডে (Mid day meal) মিল সামগ্রী দেওয়ার যে তারিখ ২২ নভেম্বর থেকে করা হয়েছিলো, সেই তারিখ আগামী ২৭, ২৯ ও ৩০ শে নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে জেলা ও সার্কেল ভেদে দিন পরিবর্তন হতে পারে। সমস্ত জেলায় এই ব্যাপারে আলাদা করে নির্দেশিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন, প্রথম দিন স্কুল কেমন চলবে?

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment