Advertisement
WB Primary TET Result 2017 2014
Advertisement

WB Primary TET Result 2017 2014 : সুযোগ পেতে চলেছেন আরো কিছু প্রার্থী

২০১৪ ও ২০১৭ সালের প্রাইমারী টেট প্রার্থীদের জন্য সুখবর (WB Primary TET Result 2017 2014)। আদালতের নির্দেশে আরো কিছু প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। কোন কোন প্রার্থীদের নিয়োগ করা হবে আসুন দেখে নেওয়া যাক।

Advertisement

বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে মামলা মোকদ্দমা। হচ্ছে আন্দোলন বিক্ষোভ। এই পরিস্থিতিতে ফের রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এটি নতুন করে পরীক্ষা নিয়ে প্রার্থী নেওয়ার নোটিশ নয়। যে সমস্ত প্রার্থীরা ভেরিফিকেশনের এবং স্ক্রুটিনির সময় উইথহেল্ড হয়ে ছিলেন অর্থাৎ নির্দিষ্ট নথিপত্র দেখাতে পারেননি, তাদের আরেকবার সুযোগ দিচ্ছে প্রাথমিক পর্ষদ। WB Primary TET Result 2017, 2014

Advertisement

গতকাল প্রাথমিক পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়। এটি মূলত তাদের জন্য যারা প্যারাটিচার অথবা এক্সেমটেড ক্যাটাগরি অথবা এক্স সার্ভিসম্যান অথবা শারীরিক প্রতিবন্ধী হিসেবে নিয়োগের ক্যাটাগরিতে আবেদন করে পরীক্ষায় পাশ করেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে যারা যে ক্যাটাগরিতে ছিলেন সেই ক্যাটাগরি থেকেই তাদের ডিক্যাটাগোরাইজ করে নতুন করে প্যানেল তৈরির কথা ঘোষণা করা হয়েছে এই নোটিশে। WB Primary TET Result 2017

Advertisement

নোটিশে যা জানানো হয়েছে তা হলো-
১) ২০১৪ সাল থেকে আরও কিছু প্রার্থীর চাকরি।
২) দু- একদিনের মধ্যেই লিস্ট বের হবে।
WB Primary TET Result 2017 2014

৩) কোর্টের নির্দেশ মতাবেক লিস্ট বের হবে।
৪) আগের লিস্টের কিছু উইথহেল্ড প্রার্থীদের সুযোগ দেওয়া হবে।
৫) DPSC তে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে।
WB Primary TET Result 2017 2014

EK24 News

পূর্বে পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেগুলি হল ২৩ নভেম্বর, ২০২১ এবং অপরটি হচ্ছে ২৪ মার্চ, ২০২২, সেই নিয়োগে প্রার্থীরা তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেন নি। তাই তাদেরকে ডিক্যাটাগোরাইজ করে নতুন মেরিট লিস্ট তৈরী করার কথা ঘোষণা করা হয়েছে। যেহেতু তাদের নম্বর শেষ এমপ্লেনেড প্রার্থীদের থেকে সমান অথবা বেশি, তাই কোর্টের নির্দেশ মত তাদের ডিক্যাটাগোরাইজ করে ফের নিয়োগ করা হবে।

Advertisement

আরো পড়ুন, অষ্টম শ্রেণী যোগ্যতায় রাজ্য জুড়ে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ,

উক্ত যে দুটি লিস্টের কথা নোটিশে বলা হয়েছে সেটির একটি লিস্টে ৪৭৮ জন এবং অপর লিস্টে ৭৩৮ জন পাশ করা প্রার্থী প্যানেল ভুক্ত হয়েছিলেন। এনাদের মধ্যেই কিছুজনের নথিপত্রের ক্ষেত্রে অসুবিধা থাকায় কোর্ট নির্দেশ দেয় যেহেতু ওই সমস্ত প্রার্থীদের নম্বর এমপ্লেনেড প্রার্থীদের থেকে সমান বা বেশি আছে, তাই তারা নিজেদের ক্যাটাগরিতে সুযোগ-সুবিধা না পেলেও ফের বড়োসড়ো সুযোগ পেতে চলেছেন নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে ডিক্যাটাগোরাইজের পর ফের প্যানেলভুক্ত করে চাকরি পাওয়ার কথা জানা যাচ্ছে।

এই লিস্টে আপনাদের কেউ থেকে থাকলে কমেন্ট করুন, এবং বিভিন্ন গ্রুপে নিউজটি সেয়ার করে প্রার্থীদের জানতে সাহায্য করুন। নিয়োগ সংক্রান্ত আরও নানা খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি। WB Primary TET Result 2017
Written By- Manisha Basak.

আরো পড়ুন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও খাদ্য দপ্তরে ১২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ,

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement