WB Primary TET 2017 Result – চাপ বাড়ছে, দ্রুত রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া

পুজোর আগের প্রাইমারী টেট ২০১৭ এর রেজাল্ট (WB Primary TET 2017 Result) প্রকাশিত না হওয়ার কারনে অডিও ভাইরাল ও স্যোসাল মিডিয়ায় ক্ষোভ ক্রমে ক্রমে বাড়তে থাকে। অন্যদিকে কয়েকমাস আগে সয়ং মুখ্যমন্ত্রী ও পর্ষদ সভাপতি যে কথা দিয়েছিলেন সেই কথা মনে করে দিয়ে বার বার ২০১৭ সালের টেট প্রার্থীরা হ্যাস ট্যাগ ভাইরাল করতে থাকে। আর সেই হ্যাস ট্যাগ এখন ব্যাবহার করছেন সাধারণ মানুষেরাও।

Advertisement

অন্যদিকে সারা রাজ্যের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) অফিসে আগামী ২৬ তারিখ একই সময়ে সমস্ত অফিসে দ্রুত রেজাল্ট প্রকাশের দাবীতে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী পালন করবে। এবং প্রার্থীরা জানাচ্ছেন তার তিন দিনের মধ্যে যদি রেজাল্ট (WB Primary TET 2017 Result) না বেরোয় তবে এপিসি ভবনের সামনে বৃহত্তর কর্মসূচী পালন করবে। সেই সাথে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে তাদের সমস্ত কর্মসূচী পালন করার প্রস্তুতি ও নেওয়া হচ্ছে।

Advertisement

অন্যদিকে সংবাদসূত্রে জানা যাচ্ছে পুজোর ছুটি শেষ হলে দ্রুত রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া শুরু করতে চায় প্রশাসন। ইতিমধ্যেই ২০১৪ ও ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়া শেষ করে নতুন টেট এর বিজ্ঞপ্তি বের করতে চায় পর্ষদ। এবং খুব শিঘ্রই বছর বছর টেট নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী লখ্যাধিক শিক্ষক শুন্যপদ রয়েছে রাজ্যে।

এদ্দিন স্কুল বন্ধ থাকায় শিক্ষক সঙ্কট সৃষ্টি হয়নি, কিন্তু ভাইফোঁটার পর স্কুল খুলতে চলেছে রাজ্য। আর স্কুল খুললেই বিপুল সংখ্যক শিক্ষক ঘাটতির সৃষ্টি হবে। (WB Primary TET 2017 Result)

Advertisement

আরও পড়ুন, Must Read, WB Primary Teacher Recruitment Result Date

Advertisement

এছাড়া বিগত তিন বছরে কয়েক হাজার শিক্ষক অবসর গ্রহন করেছেন। কিন্তু গত তিন বছর কোনও শিক্ষক নিয়োগ হয়নি। তাই দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল রাজ্যের সমস্ত সরকারী অফিস খুলছে। এরপর স্বাভাবিক প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী আপডেট ক্রমশ প্রকাশ্য।

Advertisement

Install Our Android News App

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment