WB Primary TET – WBSSC নিয়ে আদালতের নির্দেশের পর প্রাইমারী টেট নিয়ে নড়েচড়ে বসলো কমিশন, শিক্ষামন্ত্রীর বক্তব্য

স্কুল সার্ভিস (WBSSC) কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে কমিশন তথা সরকার যে অস্বস্তিতে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না, আর এই পরিস্থিতে প্রাথমিক টেট (WB Primary TET) প্রার্থীদের ও বিক্ষোভ চরমে। যার ফলে এবার প্রাথমিকের টেট নিয়েও তোরজোড় কমিশনের।

Advertisement

গতকাল ২০১৪ টেট প্রার্থীদের (WB Primary TET) আন্দোলন কর্মসুচীতে কার্যত সমস্ত সংবাদ মাধ্যম প্রচার করে। এবং প্রত্যেক নিউজ চ্যানেলে মাননীয়া মুখ্যমন্ত্রীর যে ১৬৫০০ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বার বার দেখানো হয়, এবং চাকরী প্রার্থীদের দাবী ১৬৫০০ থেকে মাত্র ১২০০০ নিয়োগ হয়েছে। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সকলকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু আজ দীর্ঘদিন পর ও সরকার তার প্রতিশ্রুতি পূরণ করছেন না।

Advertisement

এদিন, এইপ্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে, সমস্ত সংবাদ মাধ্যেমের কাছে তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা সকলেই যে যোগ্য এমনটা নয়, কিম্বা যারা আন্দোলন করছে, কেবলমাত্র তারাই যোগ্য কিম্বা তাদের কেউই যোগ্য নয়, তেমনটাও নয়। যারা সত্যিকারের যোগ্য তারা অবশ্যই চাকরী পাবে।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট যে ২০১৪ সালের নন ইঙ্কলুডেড প্রার্থীদের চাকরী হবে, এবং ৪০০০ এর মত প্রার্থী রয়েছেন, তারা শিক্ষামন্ত্রীর ঘোষণা করা উক্ত ১৫০০০ হাজার নিয়োগ হবে, সেই তালিকায়তেই আছেন।

Advertisement

অন্যদিকে কমিশন সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরেই ২০১৪ নন ইন্নক্লুডেড প্রার্থীদের নিয়োগ হবে, যদিও সঠিক সংখ্যাটা জানা যায়নি। এদিকে ২০১৭ সালের প্রাইমারী টেট রেজাল্ট প্রকাশ না হওয়ায় বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন ২০১৭ টেট প্রার্থীরা। প্রার্থীদের অভিযোগ, পর্ষদ সভাপতি মানিক বাবু পুজোর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু পর্ষদ তার কথা রাখেনি, তাই, আগামী ২২শে নভেম্বর এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছেন প্রার্থীরা। আপডেট আসছে।

Advertisement

আরও পড়ুন, Duare ration Recruitment- 42 হাজার কর্মী নিয়োগ, বেতন দশ হাজার, কিভাবে পাবেন

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment