Advertisement
WB Primary Teachers Recruitment
Advertisement

দীর্ঘদিনের আন্দোলন কোর্ট কেস, ও একাধিক কর্মসূচীর পর অবশেষে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ( WB Primary Teacher Recruitment ) শুরু হলো। ২০০৯ , ২০১০ ( WB Primary TET 2009, 2010 ) সালের চাকরী প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হলো। সংবাদ সুত্রে জানা যাচ্ছে গতকাল ইন্ডিয়া পোষ্ট এর মাধ্যমে প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র (Appointment Letter) পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (DPSC). জানা যাচ্ছে পুজোর আগেই নতুন স্কুলে যোগদান করতে পারবেন নব নিযুক্ত শিক্ষকেরা। আগামী ২৩ সেপ্তেম্বরের মধ্যে মোট ১৩২০ জন ক্যান্ডিডেট কে নিয়োগপত্র দেওয়া হবে। এর মধ্যে বাংলা মাধ্যমে ১২৮৮ ও সাওতাল ও হিন্দি মাধ্যমে যথাক্রমে ১৩ ও ১৯ জন প্রার্থী রয়েছেন। শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের আরেকটি অর্ডার দেখুন এই লিঙ্কে ক্লিক করুন

Advertisement

প্রসঙ্গত ২০০৯, ২০১০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ২০১২ সালে তা আবার নতুন করে প্রকাশিত হয়। ২০১৪ সালে লিখিত পরীক্ষা ও ২০১৫ সালে মৌখিক হয়। কিন্তু আইনি জটিলতা ও বিভিন্ন কারনে আটকে যায় উত্তর, দক্ষিন ২৪ পরগনা, মালদা ও হাওড়া জেলার নিয়োগ প্রক্রিয়া। এবার সেই নিয়োগ হওয়ায় কার্যত স্বস্তি ফিরেছে হবু শিক্ষকদের।

Advertisement
Advertisement
Advertisement
12 thoughts on “WB Primary Teacher Recruitment Latest News – অবশেষে প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া শুরু হলো”
  1. Advertisement
  2. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement