Advertisement
Para Teacher Salary Hike (পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি)
Advertisement

একদিকে চলছে বকেয়া DA এর দাবিতে রাস্তায় নেমে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আন্দোলন (DA Movement), আর অন্যদিকে কলকাতা হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলা (Para Teacher Salary Case). শিক্ষক শিক্ষা কর্মী, সরকারের বিভিন্ন বিভাগের কর্মীদের একাংশ তাদের দাবি অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে কলকাতার শহীদ মিনার চত্বরে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ ধরণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

Advertisement

যখন তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন, ঠিক সেই সময়ে সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলা রয়েছে। যা এখনো পর্যন্ত শুনানি হয়নি। আগামী ১৫ই মার্চ এই বকেয়া ডিএ মামলার শুনানি হবে। আর তার আগেই তারা রাস্তায় নেমে কাজকর্ম লাটে তুলে দিয়ে তাদের দাবি মত DA মেটাতে হবে বলে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই সরকারি কর্মচারীদের একাংশ যে হারে DA চাইছেন, তা দেওয়া সম্ভব নয়।

Advertisement

পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলার আপডেটঃ

আর এর মধ্যেই কলকাতা হাইকোর্টে পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত যে মামলা চলছিল দীর্ঘদিন ধরে, সেখানে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, রাজ্য সরকার কে আগামী ২১ দিনের মধ্যে পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত মামলার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর সেই ২১ দিনের বাকি আর ১৭ দিন।

Advertisement

প্রসঙ্গত পার্শ্ব শিক্ষকদের বেতন (Para Teacher Salary) বাড়ানোর দাবি বহুদিনের। তাদের বক্তব্য অনুযায়ী, পার্শ্বশিক্ষক বা Para Teacher বলা হলেও তাদের ফুলটাইম কাজ করতে হয়। অথচ রেগুলার শিক্ষকরা যে হারে বেতন পান, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রচুর পার্থক্য রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক ১৩০০০ টাকা বেতন পান, আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকদের বেতন মিলছে ১৬০০০ টাকা।

Mid Day Meal (মিড ডে মিল)

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পার্শ্বশিক্ষকদের এই বেতন মামলার শুনানি হয়। সেখানেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, পার্শ্ব শিক্ষকদের বেতনে ২০১৯-২০ আর্থিক বছর থেকে ৫ শতাংশ হারে হয়েছে। ফলে ১৩০০ কোটি টাকার আর্থিক বোঝা সরকারের উপরে চেপেছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকরা ভালো বেতন পান বলে জানানো হয়েছে।

EK24 News

রাজ্যে বিশেষ পরিস্থিতিতে সরকারি কর্মীদের ছুটি বাতিল, স্কুল শিক্ষকেরাও এর বাইরে নন। বিস্তারিত দেখুন।

এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী ২১ দিনের মধ্যে অর্থাৎ মাসের শেষের দিকে রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টে পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত শুনানির সময় রাজ্য সরকারের তরফে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থানের মত অন্যান্য রাজ্যে উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা যে হারে বেতন পান, তার তালিকাও পেশ করা হয়।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement