প্রকাশিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন, কি পরিবর্তন হলো জেনে নিন।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা (WBBSE Madhymaik Exam 2023) পর্ষদ মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার রুটিন (WBCHSE HS Exam 2023) প্রকাশিত হলো। এবং কেন্দ্রীয় বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে। সিবিএসই বোর্ড (CBSE Board Exam 2023) সার্কুলার জারি করে জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার দিনক্ষণ।

Advertisement

এবার কি কারনে নির্ধারিত সময়ের অনেকটা আগেই CBSE Board তাদের স্কুলগুলির জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফাইনাল পরীক্ষার রুটিন এবং দিনক্ষণ ঘোষণা করে দিল?
CBSE Board-এর তরফে পাওয়া খবর অনুযায়ী, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা একই দিনে শুরু হবে।

Advertisement

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন

দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা যাতে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বেশ কিছুটা সময় হাতে পায়, সেই কারণে নির্ধারিত দিনের অনেকটা আগেই রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে।
দশম এবং দ্বাদশ শ্রেণির Final Examination Routine ঘোষণা করার সময়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রাখা হয়েছে।

নতুন রুটিন PDF Download করুন

এবার জেনে নেওয়া যাক, সিবিএসই বোর্ড কবে থেকে এই ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য রুটিন জারি করেছে:
দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা একসঙ্গে শুরু করা হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে এই ফাইনাল পরীক্ষা নিতে চলেছে সিবিএসই বোর্ড।

Advertisement

দশম শ্রেণীর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ চলবে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ১০:৩০ মিনিটে।
দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ চলবে ৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০ঃ৩০ মিনিট।
উভয় ক্লাসের ফাইনাল মাধ্যমিক পরীক্ষা একই দিনে শুরু করার নির্ঘণ্ট প্রকাশ করেছে সিবিএসই বোর্ড।

Advertisement

কবে থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা ২০২৩?
আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা।
১) ২৩ ফেব্রুয়ারি,২০২৩- প্রথম ভাষার পরীক্ষা।
২) ২৪ ফেব্রুয়ারি,২০২৩- দ্বিতীয় ভাষার পরীক্ষা।
৩) ২৫ ফেব্রুয়ারি,২০২৩- ভূগোল। (Madhyamik Exam 2023 Routine)
৪) ২৭ ফেব্রুয়ারি,২০২৩- ইতিহাস
৫) ২৮ ফেব্রুয়ারি,২০২৩- জীবন বিজ্ঞান।
৬) ২ মার্চ, ২০২৩- অংক।
৭) ৩ মার্চ, ২০২৩- ভৌত বিজ্ঞান।
৮) ৪ মার্চ,২০২৩- ঐচ্ছিক বিষয় পরীক্ষা।

Advertisement

নতুন রুটিন PDF Download করুন

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 সম্পুর্ন রুটিন
১৪/৩/২০২৩ তারিখে, মাতৃভাষা বা First Language এর পরীক্ষা হবে। বাংলা (এ), ইংলিশ (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি ভাষার পরীক্ষা এইদিন নেওয়া হবে।
১৬/৩/২০২৩ তারিখে, Second Language যথা: বাংলা (বি), ইংলিশ (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ এর পরীক্ষা নেওয়া হবে।

১৭/৩/২০২৩ তারিখে, হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, IT & ITES, ইলেকট্রনিকস, টুরিসম এবং হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন- ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে।
১৮/৩/২০২৩ তারিখে, বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

২০/৩/২০২৩ তারিখে, ম্যাথামেটিকস, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনোমি, হিস্ট্রির পরীক্ষা নেওয়া হবে।
২১/০৩/২০২৩ তারিখে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেল্থ এবং ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়্যাল আর্টসের পরীক্ষা নেওয়া হবে।
২২/০৩/২০২৩ তারিখে, কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারীস অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজির পরীক্ষা নেওয়া হবে।

আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা, সুবিধা হলো সব পরীক্ষার্থীর।

২৩/০৩/২০২৩ তারিখে, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা নেওয়া হবে।
২৪/০৩/২০২৩ তারিখে, ইকোনমিকসের পরীক্ষা নেওয়া হবে।
২৫/০৩/২০২৩ তারিখে, কেমিস্ট্রি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ ভাষার পরীক্ষা নেওয়া হবে।
২৭/০৩/২০২৩ তারিখে, স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

WBBSE মাধ্যমিক ভূগোল সাজেশন – 2023. Download PDF. লাস্ট মিনিট সাজেশন।

Leave a Comment