Madhyamik Result Review – মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, নম্বর বাড়াতে কিভাবে রিভিউ এর আবেদন করবেন, New Update 2022.

WB Madhyamik Result Review – নিজের খাতা কিভাবে রিভিউ ও স্ক্রুটিনি করবেন?

অবশেষে দীর্ঘ ৭৯ দিনের অপেক্ষার পর প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result Review). আর এবছর ইন্টারনেটের মাধ্যমেই পরীক্ষার্থীরা নিজের প্রাপ্ত নম্বর জেনে নিতে পেরেছে। কিন্তু পরীক্ষার্থীরা যদি নিজের প্রাপ্ত নম্বরে খুশি না হয়, তবে রিভিউ এর জন্য আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, জেনে নেওয়া যাক।

Advertisement

শিক্ষা দপ্তর সূত্রের খবর, আজই পরীক্ষার্থীরা নিজের স্কুল থেকে মার্কশীট সংগ্রহ করতে পারবে। আর মার্কশীট পাওয়ার পর যদি নিজের প্রাপ্ত নম্বরে খুশি না হয়, তবে রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে হলে নিজের স্কুল থেকে সংস্লিস্ট ফর্ম সংগ্রহ করে ফিলাপ করে, স্ক্রুটিনির ফি দিয়ে নিজের স্কুলেই জমা করতে হবে। Madhyamik Result Review

Advertisement

এবার প্রশ্নও হচ্ছে, রিভিউ কিভাবে হবে? এই প্রসঙ্গে মাধ্যমিক পরীক্ষা বিষয়ক এক হেড এক্সামিনার জানিয়েছেন, অনেক সময়ে নম্বর গুণতে ভুল হতে পারে, কিম্বা কোনও প্রশ্নে নম্বর দিতে বাদ পড়তে পারে, যদিও এই ভুলের সংখ্যা নেই বললেই চলে, তবে পরীক্ষার্থী আবেদন করলে খাতা আবার যাচাই করা হয়, প্রাপ্ত নম্বরের গোনায় ভুল আছে কিনা এবং কোনও নম্বর বাদ পড়েছে কিনা। Madhyamik Result Review

এছাড়াও, আরেকটি সম্ভাবনা থাকে, কয়েক বছর আগে দেখা যায় একজন পরীক্ষার্থী গনিতে ১৯ পেয়েছিলো, কিন্তু সে গনিতে খুবই ভালো। শিক্ষকেরাই তাহে খাতা স্ক্রুটিনি করার পরামর্শ দেন, এবং দেখা যায় তার প্রাপ্ত নম্বর ৯১, অর্থাৎ সংখ্যাটি উল্টে গেছে, এরুপ ডাটা এন্ট্রির সময় টাইপিং মিস্টেক থেকে যেতে পারে, যদিও বার বার এগুলো চেক করা হয়।

Advertisement

মাধ্যমিকের রেজাল্ট পাচ্ছেন না? এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে। Madhyamik Result Review

Advertisement

প্রকাশিত হল আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০%। এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও। Madhyamik Result Review

Advertisement

টানা দুই বছর ফ্রিতে কল ও নেট দেবে এই কোম্পানী, শুরু হয়েছে পোর্ট করার হিড়িক

Leave a Comment