WB Madhyamik HS Exam 2022 – নতুন ভ্যারিয়েন্ট এর আগমনে পরীক্ষা নিয়ে সংশয়।
করোনা সংক্রমণ নিয়ে তৃতীয় ঢেউ কিছুটা হলেও নিস্তেজ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের গ্রাফ সম্প্রতি নিম্নমুখী (WB Madhyamik HS Exam 2022)। কিন্তু তাও নিশ্চিন্ত হচ্ছেনা দেশবাসী। ওমিক্রণ এর গ্রাফ নিম্নমুখী হলেও দেখা দিচ্ছে নতুন এক ভ্যারিয়েন্ট নিওকোভ। চিকিৎসাবিদদের মত অনুযায়ী এই ভ্যারিয়েন্টের এর সংক্রমণ সবথেকে বেশি অল্প বয়সীদের প্রভাবিত করবে। রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নতুন এক আতঙ্কের সৃষ্টি হয় যার ফলে পুনরায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবার অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik HS Exam 2022) পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হবে বলে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং উচ্চ শিক্ষা পর্ষদ (WBCHSE)। যদি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংগঠিত হয় তাহলে অবশ্যই সেগুলো ছাত্র-ছাত্রীদের নিজস্ব স্কুলে হতে হবে এমনই দাবি জানিয়েছে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।
তবে এই বিষয়ে (WB Madhyamik HS Exam 2022) কোন নির্দিষ্ট সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি রাজ্যের শিক্ষা দপ্তর। এই বিষয়ে সমস্ত আপডেট এই মাসের আগামী সপ্তাহে ঘোষিত হবে। তবে কেন্দ্রীয় দুই বোর্ডের পরীক্ষা পেছবে বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে।
এদিকে সমীক্ষা অনুযায়ী যেহেতু ওমিক্রনের দাপট কমতে না কমতেই নিওকোভ সংক্রমনের আশঙ্কা দেখা দেয় তাও আবার আক্রান্তের সংখ্যা সর্বাধিক অল্প বয়সীদের ক্ষেত্রে, সেহেতু কেন্দ্রীয় বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় থেকে পেছনের সম্ভাবনা রয়েছে বলে আশা করা যাচ্ছে। WB Madhyamik HS Exam 2022
আবার হয়তো গত বছরের পথ ধরেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কেন্দ্রীয় বোর্ডের মতোই হতে পারে। তবে রাজ্যের দুই মেগা পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ও পোস্টপণ্ড হতে পারে যদি সেন্ট্রাল বোর্ডের পরীক্ষা পেছানো হয়। এখনো রাজ্যের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB Madhyamik HS Exam 2022) (WB Madhyamik HS Exam 2022) সঠিক সিদ্ধান্ত নিয়ে বেশ অনেকটাই দ্বন্দ্ব চলছে।
করোনা সংক্রমনের গ্রাফ কিছুটা কমলেও, নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমনের আশঙ্কা বৃদ্ধি, এই পরিস্থিতিতে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB Madhyamik HS Exam 2022) বিষয়ে সঠিক সিদ্ধান্ত কি হওয়া উচিত বলে আপনার মনে হয়?? পরীক্ষা কি পেছনো উচিৎ নাকি নির্ধারিত সময়ে হওয়া উচিৎ। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, তাই আপনার মতামত ও বক্তব্য নিচে কমেন্ট এর মাধ্যমে প্রকাশ করুন।
পরীক্ষা সঠিক সময়ে অফলাইনে হাওয়া উচিত ।
পরীক্ষা সঠিক সময়ে হওয়া উচিত। পরীক্ষা পিছনো উচিত নয়।
Exam Batil Kora hok
আমরা সারা বছর করোনার জন্য স্কুলে যেতে পারলাম না তাহলে পরীক্ষা দিতে কেন স্কুলে যাবো? পরীক্ষার সময় কি করোনা হাওয়া খেতে বের হবে?
করোনার জন্য আমরা সারাবছর ঠিক ঠাক পড়াশোনা করতে পারিনি। আর এখন অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা পর্ষদ। সেটাও আমরা মেনে নিচ্ছি কিন্তু এর পরিবর্তে আমাদেরকে আরো একমাস সময় দেওয়া দরকার, যাতে আমরা নিজেদেরকে আরো ভালো করে prepared করতে পারি। তা না হলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।
madyamik home center a nao icchit because HS home center a hobe, 1 month pora hobe HS tao home center to… madyamik keno noa as a madyamik school ami chai madyamik hok but hs jamon hobe thik tamon sefty satha hok
Amra Chai exam pichano hok keno na school na howyai amra poro puri vhabe preparation nite parini amra chai amader k aro 2 months somoi dewa how na hole amader vhobisshot ondhokar hoye jabe ami class 10 ar fast student hoye ata caichi
Madhomik pechano hok ..
MP Exam pe6ano uchit..
Necause neocov chotoder proti besi probhabito kor6e..
Na
Ekta posno korle to Uttar dite parbena,boro boro kta
পরীক্ষা সঠিক সময়ে অফলাইনে হওয়া উচিৎ
সেই হিসাবে ক্লাস এইট পর্যন্ত এখনি কোনো ভাবে না খোলা উচিত।
Madyamik porikha pichano hok
#Cancelboardexam2022
আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি গত দু’বছর ধরে কোন রকমের পরীক্ষার মধ্যে নেই। মদের দোকান খোলা থাকলেও আমাদের স্কুল বন্ধ ছিল। আমরা একাদশ শ্রেণীতে একদিনের জন্য স্কুল যাওয়ার সুযোগ পায়নি পরীক্ষা অনেক দূরের কথা যেখানে ছোটবেলা থেকে শুনেছিলাম ক্লাস ইলেভেন স্কুল লাইফের সবচেয়ে বেশি মজা করার ক্লাস। অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না তাই প্রাইভেট অনলাইন পড়ার সুযোগ টাও তেমন পাইনি, ফলে স্বাভাবিকভাবেই সিলেবাস কমপ্লিট হয়ে ওঠেনি শেষ এক বছরে আর আমার মনে হয় না এরপর ছয় মাস পেলেও সেটা হবে। কারণ এক বছরে কিছু বুঝলাম না তো ছয় মাসে কি বুঝব? এতদিন কোভিড পরিস্থিতির দোহাই দিয়ে আমাদের স্কুল বন্ধ রাখা হল যেখানে বাকি সবকিছুই খোলা ছিল আমাদের পঠন পাঠন বন্ধ রাখা হল তারপর আজ হঠাৎ করে শুনলাম এই কোভিড পরিস্থিতির মধ্যেই আমাদের পরীক্ষা হবে।
আমার প্রশ্ন–
১. কেন?
২. আমাদের প্রাণের মূল্য কি নেই সরকারের কাছে? ৩.কোভিড যেখানে বেড়েই চলেছে সেখানে আমাদের পরীক্ষা নেওয়া টা খুবই কি জরুরী?
৪.এরপর আমাদের ভবিষ্যৎ কী?
৫. জীবনের উচ্চমাধ্যমিকের মত বড় পরীক্ষাটা যদি নেবেন তাহলে আগের পরীক্ষাগুলো কেন বন্ধ রাখলেন?
৬. আমরা কি খেলনা?
৭. আমি জানি পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আমি কম নাম্বার পাবো যেটা নিয়ে আমি কলেজে এডমিশন পাবো না সেই অবসাদে আমি যদি আত্মহত্যা করি সেই দায় কে নেবে?
৮. আমরা সারা বছর করোনার জন্য স্কুলে যেতে পারলাম না তাহলে পরীক্ষা দিতে কেন স্কুলে যাবো? পরীক্ষার সময় কি করোনা হাওয়া খেতে বের হবে?
৯. পরীক্ষার হলে আমি যদি করোনা আক্রান্ত হয় তার দায় কার?
১০. টিভিতে ক্লাস হচ্ছে আমার বাড়িতে টিভি নেই আমি কিভাবে ক্লাস করব?
১১. সবাই না হয় পরীক্ষা দিল অনেক টাকা দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হল আমার মত ছেলেদের কী হবে?
— আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র আমি চাইনা পরীক্ষা দিতে।
— একজন ছাত্র/ছাত্রী-কে শুধুমাত্র পরীক্ষার নাম্বার দ্বারা বিবেচনা করা যায় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না।
–বেঁচে থাকলে পরে অনেক পরীক্ষা হবে। আগে বাঁচতে দিন পরে না হয় পরীক্ষা দেব। 🙏
পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত
Hs pichono hok
Exam houa uchit oi somoyei
Madhyamik exam online ba cancel kora uchit karon jodi kono bacha r positive hoe tokhn ki school ditto neben naki government ditto neben …..so we want online exam or cancellations…..thank u
Cancel our hs exam …. During corona pandamic time we are not prepared … We can not complete our syllabus …
Cancel our exam
Pls pls
মাধ্যমিক পরীক্ষা পেছানো উচিত।
Exam নির্ধারিত সময়ের মধ্যেই হোক!
Exam pichino hok … Amra ekhono sampurno Vaccinated noi.. tai exam April e hok
Exam cancel hok,karon syllabus completed hoini ,2year dhore school bondho achhe ,amra ki vabe syllabus completed korbo,taoto 100% modhe 50% compleat korechhi tuition pore, science er student gulo beshi tenshion e achhe ,……… Exam cancel hok
Ri8
HS 2022 exam পিছোনো হোক ৷ স্কুল আগে খুলুক ৷ তারপর কিছুদিন ক্লাস করে সিলেরাস শেষ করে পরিক্ষা হওয়া উচিত ৷ এটা করলে সুবিচার হবে ছাত্রছাত্রিদের প্রতি
আমার মনে হয় মাধ্যমিক পরীক্ষা কিছুটা পেছানো হোক তাতে আমরা সিলেবাস শেষ করে practice করার সুযোগ পাবো।
মাধ্যমিক পরীক্ষা পেছানো উচিত।
Madhyamik exam pacha no uchit
Madhyamik exam April may te nile vlo hoy.
আমার তো মনে হয় মাধ্যমিক পরিক্ষা র্নিধারিত সময়ে নেওয়া হোক। আমাদের কলাসের সবার সিলেবাস কমপ্লিট হয়েগেছে। যত পরিক্ষা পেছাবে। তত মাথায় টেনশন বারবে।তাই যথা সময়ে পরিক্ষা টা নেওয়া হোক।😇😇🙏🙏🙏🙏🙏
Exam pacha no uchit….ta hola amra exam r jonno prepared hota parbo
Exam April ba may te nilay vlo hoy
May te nile valo hoy
পরীক্ষা পেছানো হোক
কম করে দু মাস।
পরীক্ষা পেছানো হোক
HS exam & Madhyamik exam Pi6ano hok students der vobissyat agge …
Students ra thik thik thakle ekhon onk exam dite parbe etai mone kori…
2 to Exami pi6ono hok
মধ্যশিক্ষা সংসেরদ সভাপতি শ্রী কল্যাণময় গোঙগ পাধ্যা কাছে অনুরোধ ।দয়া করে পরিক্ষার সময় পেছাবে না। আমাদের সিলেবাস হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি পরিক্ষা দিতে চাই।আমাদের মাথায় চাপ হয়ে যাচ্ছে। দয়া করে সঠিক সময়ে
পরিক্ষা নেওয়া হোক।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Madhyamik exam date pichhono uchit because
Amader prostuti nite somoy
Madhyamik exam paccha no uchit 😷
March er 20 ki 25 Tarik thke shuru hole valo tar ak bises karon ache somay aske boja jabe
Amra chi exam hok…kintu exam pechola vlo hoba amader…for more preparation 🙂
Exam pa cha no uchit karon sober sillabus sas hoy ni r jader hoy cha tow vlo ora aro revision kor te parbe r amra sillabus alpo alpo kore complete kor te parbo…..jader sillabus sas hoy ni tader ai March mas a exam nile tara kichue parbe na tader future o nos to r sas por jonto sucide r kotha vab ba ….. Ai koak din agai news a daklam ja uccho madhamik r akta chale syllabus thik moton complete na korte pare r thik moton akta math na korte parai sa sucide kore cha …… Tader upor au onk chap pora gacha karon tara kichui bujhte parcha ja syllabus gulo ki kore sas korba ai 1month r moddha …. Tai amr onu rodh duto exam 1 noe tow 2 months pichi ya dawa uchit ….. R sas kotha jara vab chis ja ami mittha kotha bol chi tara parle nejader friend der ka jiggacha kor ja tader sillabus puro ta complete hoy cha naki