HS Exam Pass Marks 2022 – উচ্চ মাধ্যমিকে পাশ করতে হলে প্রতি বিষয়ে কত পেতেই হবে, জানিয়ে দিলো সংসদ।

HS Exam Pass Marks 2022 : উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলে পাশ করবেন পরীক্ষার্থীরা? জেনে নিন

এবছর অতিমারির আবহে প্রথমবার হোম সেন্টারেই আয়োজন করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam Pass Marks 2022). গত ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলেছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। অফলাইনে পরীক্ষা নেওয়া হলেও অনলাইনেই ক্লাস করানো হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছে। এবার পালা রেজাল্টের। কিন্তু কত নম্বর পেলে পাশ করা যাবে পরীক্ষায়? ক্লাস হয়নি বলে কিছুটা ছাড় কি পাবে পড়ুয়ারা?

Advertisement

সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়া হলেও মূল্যায়নের নিরিখে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল সেখানে পাশের হার ছিল ৯৭.৬৯%। তবে এবছর মোট ৬৭২৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার জন। এমনকি এবছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার কারণে নানান বিধি-নিষেধও পরীক্ষার্থীদের মানতে বলা হয়েছিল। HS Exam Pass Marks 2022

Advertisement

মাত্র কয়েকদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে। সাংবাদিক বৈঠকে সংসদের তরফ থেকে জানানো হয়েছিল, জুন মাসের মাঝামাঝি পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে। কিন্তু পরীক্ষার ফলাফল নিয়ে একটা চাপা দুশ্চিন্তা প্রায় সকল পরীক্ষার্থীর মনেই থাকে। কারণ অনলাইনে ক্লাস করানো হলেও উচ্চমাধ্যমিকে প্রতিটা বিষয়ে ঠিক কত নম্বর পেলে পরীক্ষার্থীরা পাশ করবেন (HS Exam Pass Marks 2022)? এই প্রশ্ন প্রায় সকল পরীক্ষার্থীর মনেই আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

কত নম্বর পেলে পাশ করা যাবে পরীক্ষায়-
১) কোনও পরীক্ষার্থী কোনও বিষয়ে যদি ৩০ নম্বরের নিচে পান, তবে তিনি পাশ করতে পারবেন না।
২) মোট ৫ টি বিষয়ের মধ্যে যদি কোনও একটি বিষয়ে ৩০ এর বদলে ২৮ বা ২৯ নম্বর পেয়ে থাকেন, তাও তিনি পরীক্ষায় উত্তীর্ন হতে পারবেন না। পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে। HS Exam Pass Marks 2022

Advertisement

৩) কোনও বিষয়ের লিখিত পরীক্ষা যদি ৭০ নম্বরে হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ৩০ নম্বরে হয়। সেক্ষেত্রে ৭০ নম্বরের মধ্যে ২১ নম্বর পেতে হবে এবং ৩০ নম্বরের মধ্যে ৯ নম্বর পেতে হবে। ৮০ নম্বরে লিখিত পরীক্ষা হলে ২৪ নম্বর এবং প্রোজেক্টে ২০ নম্বরের মধ্যে ৬ নম্বর পেতে হবে। দুভাবেই পরীক্ষার নম্বরগুলি একত্র করলে দেখা যাবে মোট নম্বর ৩০ হচ্ছে। HS Exam Pass Marks 2022

Advertisement

তবে সংসদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও পরীক্ষার্থীকেশূন্য (০) দেওয়া যাবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রীও এবারের খাতা সহানুভূতির সাথে দেখতে বলেছেন বলে জানা গেছে। তবে শিক্ষকেরা জানাচ্ছেন, অনেক পড়ুয়ারাই সাদা খাতা জমা দিয়েছে, তাদের কিভাবে পাশ করাবেন? কেউ কিছু লিখলে একটু বিবেচনা করা যায়, কিন্তু প্রশ্নের উত্তরই না দিলে কিভাবে নম্বর দেবেন? HS Exam Pass Marks 2022

Advertisement

WBBSE Madhyamik Exam Result 2022 Official Link

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জুনের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই অনলাইনে ক্লাস নেওয়া হলেও কি সকল পরীক্ষার্থী এই সুযোগ পেয়েছেন? তারা কি সেই সুবিধা ব্যবহার করে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করতে পারবেন? যদিও এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের হার পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যাবে।

আরো পড়ুন, এবারের উচ্চমাধ্যমিকে রেকর্ড সংখ্যক ফেল

এ বিষয়ে কোনও মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া চাকরী ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

মাত্র ১৫৫ টাকায় Jioর মাসিক কভার আপ প্ল্যান, না জানলেই মিস করবেন

Leave a Comment