Advertisement
wb hs physics suggestion pdf download
Advertisement

WB HS Physics Suggestion 2022 PDF Download : উচ্চমাধ্যমিক ফিজিক্স পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য রইল শেষ মুহুর্তের সাজেশন

অতিমারির আবহেই উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা পর্ষদের তরফ থেকে (WB HS Physics Suggestion 2022)। পরীক্ষার্থীরাও পায়নি যথাযথ সময়। তাই পরীক্ষা নিয়ে প্রায় সকল পরীক্ষার্থীর মনে রয়েছে একটা চাপা উদ্বেগ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স পরীক্ষার সাজেশন।

Advertisement

আগামী ২২ এপ্রিল রয়েছে উচ্চমাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা। পরীক্ষার আগে যথাযথভাবে পড়লেও পরীক্ষার আগের দিন একটা চাপা ভয় মনের মধ্যে থেকেই যায়। পরীক্ষার প্রশ্ন কেমন হবে? উত্তর কতটা জানার থেকে আসবে? সেই সম্পর্কে নানা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাই পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স বা পদার্থবিদ্যার শেষ মুহুর্তের কিছু সাজেশন (WB HS Physics Suggestion 2022)।

Advertisement

সিলেবাস এবং প্রশ্ন- (WB HS Physics Suggestion 2022)
অধ্যায়- ইউনিট- ২
Current Electricity
১) একটি ইলেকট্রিক বাতি দিয়ে ২ মিনিটে কতগুলি e-প্রবাহিত হতে পারে? বর্তনীতে তড়িৎ প্রবাহের মান 300mA এবং e-আধান ধরে নিয়ে ব্যাখ্যা কর। (৩)
২) ‘সান্ট’ কি? কোন ধরণের গ্যালভানোমিটারের রোধে 199Ω কত যুক্ত করলে মূল প্রবাহের অংশ গ্যালভানোমিটারে যাবে? (৩)
৩) কোন মিশ্র সমবায় কোষ গুলিকে কি রূপে সাজানো হলে বহিবর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে? (৩)
ইউনিট- ৩

Advertisement

অধ্যায়- Electro-Magnetism, Magnetism. (WB HS Physics Suggestion 2022)
১) কোন ধরনের তড়িৎ আধানের চৌম্বকক্ষেত্র সৃষ্টি করা যায়? (১)
২) 1T= 104 Gauss প্রমাণ করে দেখাও।(১)

৩) শূন্যস্থান পূরন করঃ 1 e.m.u.=_ a.m.p. (১)
৪) Galvanometer এর লঘুগুণক কাকে বলা হয়? (১)
৫) Diamagnetism এর চৌম্বকগ্রাহীতা (X) কিরূপ?
৬) লোরেঞ্জ বলের রাশিমালা লেখ।(১)

EK24 News

৭) µr= 1) 1+k, 2)1-k, 3)1+k2, 4)1-k2 কত হবে? (১)
৮) একটি চুম্বক শলাকাকে অসমচুম্বকক্ষেত্রে রাখা হলে চুম্বকের উপর প্রযুক্ত হবে- ১) একটি বল ও শূন্য টর্ক, ২) শূন্য বল ও শূন্য টর্ক, ৩) একটি টর্ক ও শূন্য বল, ৪) একটি বল ও একটি টর্ক।
৯) Cyclotron frequencyএর রাশিমালাটি লেখ। WB HS Physics Suggestion 2022

Advertisement

১০) তড়িৎ চুম্বক নির্মাণের সর্বকৃষ্ট উপাদান পদার্থটি কি হবে?
১)লোহা ২)অ্যালুমিনিয়াম ৩) তামা ৪)ইস্পাত
১) বলরেখার ধর্মগুলি সংক্ষেপে লেখ। (২)
২) ভূচুম্বক ক্ষেত্রের মূল উপাদানগুলি সম্পর্কে লেখ? (২)

৩) বায়োসাভার্ট সূত্রের গাণিতিক রূপ কি? (২)
৪) একটি volt/m চৌম্বকক্ষেত্রে এবং তড়িৎক্ষেত্রেনিজের বেগ নিয়ে প্রবেশ করলো, তবে উপর বলের মান নির্ণয় করো। (২)
৫) চৌম্বক মধ্যরেখার সঙ্গে 450 কোন করে কোন একবিন্দুতে আপাতবিনতি কোন 300 হলে প্রকৃতবিনতি কোণ কত হবে? (২)
১) চৌম্বক দ্বিমেরু বলতে কি বোঝায়? এটির মধ্যেকার কৃতকার্যের রাশিমালা এবং ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। (৩) WB HS Physics Suggestion 2022

২) অয়-পরা-তির চৌম্বকপদার্থগুলির মধ্যে তিনটি পার্থক্য লেখ। (৩)
৩) লম্ব সমদ্বিখন্ডকের উপর চৌম্বক ক্ষেত্রটি নির্ণয় করে দেখাও। (৩)
৪) অ্যাম্পিয়ারের বদ্ধ পথসূত্রের প্রয়োগ করে কোন সলিনয়েড চৌম্বকক্ষেত্র নির্ণয় কর।
ক) সুষম চৌম্বকক্ষেত্রে রাখা তড়িৎবাহী লুপের উপর টর্ক নির্ণয় করে দেখাও।
খ) পরস্পর চৌম্বকক্ষেত্রের দুটি পরিবাহীর মধ্যে তড়িৎপ্রবাহ হলে তাদের মধ্যে ঠিক কোন সময়ে কি রূপ বলক্রিয়া গঠিত হবে? (৩) WB HS Physics Suggestion 2022

Advertisement

ইউনিট- ৪
অধ্যায়- M. Induction, A.C., D.C., Circuit, E.M. Wave
১) 1 Oe=কি? (১)
২) টেসলা (T) কি? (১)
৩) চৌম্বকপ্রবাহঘনত্ব (B) বলতে কি বোঝায়? (১)
৪) স্বাবেশাঙ্কের একক কি বোঝায়? (১) WB HS Physics Suggestion 2022

৫) Eddy current কি? (১)
৬) কোন ধারকের © ধারের প্রতিঘাত কি হবে? (১)
৭) AC এবং DC পরিবাহীর কোনটির মধ্যে Ohm’s law প্রযোজ্য হবে? (১)
৩) Wattless current কি? (১)
৪) 220 volt -5 cycles পরিবর্তী বিভব-প্রভেদের 300 milli-henry মানের একটি বিশুদ্ধ আবেশকযুক্ত আছে এর প্রতিঘাত(X2) কত হতে পারে? (১)
৫) A.C. ammeter দিয়ে কি পরিমাপ করা যায়? (১) WB HS Physics Suggestion 2022

আরও পড়ুন, উচ্চমাধ্যামিক পরীক্ষার্থীদের জন্য বড় সতর্কবানী। এখনই সতর্ক না হলে রেজাল্টে প্রভাব পড়বে

প্রশ্নমান ২
১) কেন D.C. অপেক্ষা A.C. -কে বেশি বিপদজনক বলে মনে করা হয়?
২) 50 cm. লম্বা একটি পরিবাহী AB, B=0.01wb/m2 ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে 4m/s বেগে ছুটছে, বর্তনীর রোধ যদি 0.1 হয় তবে পরিবাহীর বিভব পার্থক্যের উৎপন্ন ক্ষমতা কত হবে?
৩) যদি (+6t+5) হয়, তবে t=0.5 sec -এ আবিষ্ট প্রবাহমাত্রার মান কত হবে?
৪) একটি দৈর্ঘ্য বিশিষ্ট তারকে B প্রাবল্য ও চৌম্বকক্ষেত্রে সমকোণে V বেগে চালনা করা হলে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালকের বলের মান কত হতে পারে?

Advertisement

৫) iac=10 Sin (200) হলে সর্বোচ্চ প্রবাহমাত্রার কম্পাঙ্ক কত হতে পারে?
প্রশ্নমান ৩
১) লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণের প্রথম সূত্রটি প্রতিষ্ঠা করে দেখাও।
২) তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি বর্ননা করো। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কি রূপে নির্ণয় করা যাবে, তা ব্যাখ্যা করো। WB HS Physics Suggestion 2022

৩) পরিবর্তী প্রবাহের r.m.s. মান বলতে কী বোঝায়?
৪) L-C-R circuit এর প্রতিরোধের ‘Z’ এর রাশিমালা সংক্ষেপে লেখ।
৫) বাড়িতে ‘220V-50 Hz’ চিহ্নিত লেন্সের ক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটি নির্ণয় করে দেখাও।
পরীক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করুন এই ওয়েবসাইট। এবং সম্পর্কিত কোনও মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।HS Physics Suggestion 2022 PDF

উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান সাজেশন পিডিএফ ডাউনলোড লিংক

Advertisement
Advertisement
Advertisement
5 thoughts on “WB HS Physics Suggestion 2022 PDF Download – উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান সাজেশন ২০২২ পিডিএফ Free”
    1. Give Mathematics Suggestions Please!
      It’s Very Kind For Your Team, We Got a Lots Of Common Question As Your Previous Suggestions!
      Thank You Team!

  1. Please Upload Full Suggestion Of Physics, Most Of The Chapters Are Not Available In This Suggestion, And a Kind Request To Upload It Fast!
    Thank You.

    1. Please Upload Full Suggestion Of Physics, Most Of The Chapters Are Not Available In This Suggestion, And a Kind Request To Upload It Fast!
      Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement