WB Holiday – পুজার আগে আবারও বড় ছুটি কবে থেকে কবে দেখে নিন।
ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত উৎসবেই ছুটি ঘোষণা (WB Holiday) করে রাজ্য সরকার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসবে সরকারের পক্ষ থেকে ছুটি দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের ছুটি ঘোষণা করে দিয়েছে মমতার সরকার।
এখানে যেমন বাঙ্গালীদের উৎসবের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে (WB Holiday) ঠিক সেই ভাবেই ছট পুজো যারা করেন, সেই সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যও ছুটি দেওয়া হয়েছে এবার সেই ছুটির তালিকায় আবার একটি ছুটি যুক্ত হয়েছে।
আগামী 6 সেপ্টেম্বর করম পূজো উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সেকশনাল ছুটি হিসেবে (WB Holiday) গণ্য করা হবে। নবান্ন, মহাকরণ, রাজ্য সরকারের সমস্ত অফিস, স্কুল, কলেজ, সরকারি অধিগৃহীত সংস্থা সহ সমস্ত জায়গাতেই যে সমস্ত আদিবাসী কর্মীরা করম পূজা উপলক্ষে ছুটি নিতে চাইবেন তারা সেই ছুটি নিতে পারবেন। করম পুজো উপলক্ষে আদিবাসী কর্মীদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারের ছুটি ঘোষণা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করা হলেও প্রতিটি সম্প্রদায়ের উৎসব পালনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা (WB Holiday) করা হলে সেই সম্প্রদায়ভুক্ত মানুষেরা আনন্দের সঙ্গে সেই উৎসবটি পালন করতে পারেন। ফলে তাদের পক্ষে সেটা যথেষ্টই সুবিধাজনক। অনেকেই সেই উৎসবের সঙ্গে যুক্ত থাকেন। সরকারের ছুটি থাকায় সেই উৎসবে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারবেন।
এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Rajib Ghosh.