Govt Holidays 2022 – আবার ছুটি ঘোষণা রাজ‍্যের, কোন কোন দিন ছুটি থাকবে দেখুন।

Govt Holidays 2022 – রাজ্য সরকারের তরফে বিশেষ ছুটি ঘোষণা।

আরো একবার অতিরিক্ত ছুটি ঘোষণা (Govt Holidays 2022) রাজ্য সরকার এর। কোন দিন ছুটি, কি কারনে, দেখুন বিস্তারিত বিবরণ।

Advertisement

আগামী শনিবার রাজ্য জুড়ে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা। সূত্রের খবর অনুযায়ী, শনিবার, 9 জুলাই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা (বকরি ঈদ) উপলক্ষে রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করেছে।

Advertisement

তবে যদি আগামী রবিবার 10 জুলাই মুসলমানদের ধর্মীয় এই উৎসব ঈদ-উল-আজহা (বকরি ঈদ) পালিত (Govt Holidays 2022) হয়, তবুও রাজ্য সরকারের তরফে দ্বিতীয় শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর আগেও রাজ্যের হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি, সমস্ত ধর্মেরই বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে রাজ্য সরকারের তরফে বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

বকেয়া ডিএ ও সপ্তাহে দুদিন ছুটির দাবীতে খোদ তৃণমূলের সরকারী কর্মী সংগঠন, তবেকি সুখবর আসছে?

সমস্ত সম্প্রদায়ের উৎসবের দিকে লক্ষ্য রেখেই এই ছুটি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ঈদ- উল- আজহা (বকরি ঈদ) উপলক্ষে আগামী শনিবার ছুটি (Govt Holidays 2022) দেওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের কোনও ছুটি রোবিবার পড়লে তার আগের দিন কিম্বা পরের দিন ছুটি দিয়ে এডজাস্ট করার রীতি রয়েছে। এবার ও তার ব্যাতিক্রম হলো না।
Written by Rajib Ghosh.

Advertisement

পড়ুয়াদের জন্য সুখবর, এই স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন 7200 টাকা

50 টাকার নোট বেঁচে ৫ লাখ পাওয়া যাবে, বিশদে জানুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment