বাতিল হবে রাজ‍্যের ১০ লক্ষ রেশন কার্ড, Ration Card বাঁচাতে চাইলে এই কাজটি এক্ষুনি করুন

Ration Card নিয়ে রাজ্যবাসীর জন্য জরুরী ঘোষণা। অতি অবশ্যই মন দিয়ে পড়বেন। একটি ছোট্ট ভুলের জন্য রেশন কার্ড নিয়ে হয়রানি হতে পারে। এবং নতুন নিয়মে কাদের কার্ড বাতিল হবে সেগুলো জেনে নিন।

Advertisement

রেশন ব্যবস্থায় ঘুঘুর বাসা— এই কথাটি বহুবার শোনা গিয়েছে। একাধিকবার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তা সামনেও এসেছে। রেশন ডিলারদের একটা বড় অংশ এই ধরনের দুর্নীতি করে থাকেন। এটা ইতিমধ্যে সরকার থেকে শুরু করে সকলেই জানেন। বিভিন্ন সময়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার Ration Card ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য দীর্ঘদিন ধরে কড়া পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে।

Advertisement

তবে শুধু রেশন ডিলার নয়, এমন বহু মানুষও আছেন, যারা নিয়ম অনুযায়ী যোগ্য না হয়েও রেশন থেকে বিনামূল্যে পরিষেবা নিয়ে যাচ্ছেন। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
দেশজুড়ে প্রায় ৮০ কোটির বেশি মানুষ রেশন এর মাধ্যমে পরিষেবা গ্রহণ করে থাকেন। বিনামূল্যে চাল, গম, ছোলা Ration Card এর মাধ্যমে সংগ্রহ করেন। যে সমস্ত মানুষেরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের সাহায্য করার জন্য Ration Card এর মাধ্যমে সরকারের তরফে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়।

কিন্তু এমন অনেক মানুষ আছেন, যারা আর্থিকভাবে যথেষ্টই সচ্ছল, তবুও Ration Card ব্যবহার করে বিনামূল্যে সরকারের এই পরিষেবা নেন। এবার সেই বিষয়টি সামনে এসেছে। সবচেয়ে বেশি এই ঘটনাটি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে। যোগীরাজ্যে সবচেয়ে বেশি মানুষ জাল কার্ড ব্যবহার করে বিনামূল্যে রেশন এর সুবিধা ভোগ করছেন। এবার সরকারের পক্ষ থেকে এরকম ১০ লক্ষ জাল রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে। যে কার্ডগুলি খোঁজ খবর নেওয়ার পরে বাতিল করে দেওয়া হবে।

Advertisement

Table of Contents

Advertisement

বাতিল হবে বহু Ration Card

কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন:

১) NFSA- এর নিয়ম অনুযায়ী যারা আয়কর দিয়ে থাকেন তারা এই ধরনের সুবিধা পাবেন না।
২) যাদের ১০ বিঘার উপরে জমি রয়েছে তারাও বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
৩) এছাড়াও বহু এরকম মানুষ রয়েছেন, যারা বিনামূল্যে রেশন সংগ্রহ করে ব্যবসা করছেন। তাদেরকেও চিহ্নিত করা হয়েছে।

Advertisement

৪) যারা গত ৪ মাসে বিনামূল্যে রেশন গ্রহণ করেননি, তারাও এবার থেকে এই পরিষেবা পাবেন না।
৫) যারা নিজে রেশন না তুলে অন্যকে কার্ড দিচ্ছেন তারা রেশন পাবেন না।
৬) মৃত ব্যাক্তির রেশন স্যারেন্ডার না করে রেশন তুলছেন সেই সমস্ত কার্ড বাতিল হবে।
৭) যারা সরকারী নির্দেশ না মেনে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর, আধার ও ভোটার নম্বর লিংক করেননি তারা ও রেশন পাবেন না।

এই সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI রিজার্ভ ব্যাংক। টাকা তোলায় নিষেধাজ্ঞা।

সমস্ত রেশন ডিলারদের কাছেই নির্দেশ দেওয়া হয়েছে। যারা বছরের পর বছর ধরে এইভাবে বিনামূল্যে রেশন সংগ্রহ করছেন তাদের তালিকা তৈরি করতে। এরকম অযোগ্য ১০ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে। তাদের নামের তালিকা তৈরি করে রিপোর্ট করতে বলা হয়েছে।

Advertisement

এই সরকারি প্রকল্প এর মাধ্যমে বাংলার যুবক যুবতীদের টাকা দিচ্ছে সরকার, জলদি আবেদন করুন।

যদিও কার্ড বাতিলের আগে গ্রাহককে ডকুমেন্ট প্রদানের সুযোগ দেওয়া হবে। তারপরেই সমস্ত খোঁজ খবর নিয়ে এই ১০ লক্ষ জাল বা অযোগ্য রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাতে যোগ্য মানুষেরা রেশন সংগ্রহ করতে পারেন সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Written by Rajib Ghosh.

Leave a Comment