পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী (WB Employees) এবং বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নতুন ছুটির অনুমোদন করলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থদপ্তর। ইতিমধ্যেই সেই অর্ডার লিখিত আকারে অর্থদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কোন কারনে ছুটি, কাদের জন্য প্রযোজ্য রইলো বিস্তারিত বিবরণ।
অর্থদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন কর্মী (WB Employees) বা তার বাড়ির কোনও সদস্য কোভিডে আক্রান্ত হলে, নির্দিষ্ট দিন পর্যন্ত উক্ত কর্মীর কোয়ারেন্টাইন লিভ বা নিভৃতবাসের ছুটি মঞ্জুর করা হবে। যার ফলে কর্মী বা পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হলেই ছুটি পাবেন।
তবে সেই সরকারি বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজের শিক্ষকদের উল্লেখ নেই। তাই এই ছুটি শিক্ষক শিক্ষা কর্মীরা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষককুলের একাংশের দাবি, এ ব্যাপারে ‘ম্যাচিং অর্ডার’ বা সমমানের নির্দেশিকা জারি করুক শিক্ষা দফতরও। WB Employees
এদিকে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে। তবে, কলকাতা এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক কিংবা তাঁদের পরিজনদের করোনা আক্রান্তের বিরাম নেই। এখন প্রশ্ন, ওই শিক্ষকেরা কি কোয়ারেন্টাইন লিভ বা নিভৃতবাসের ছুটি পাবেন? WB Employees
আর যেহেতু কোনও শিক্ষকের বাড়ির কোনও সদস্য কোভিডে আক্রান্ত হলে, অফিসিয়ালি কোনও ছুটি নেই, তাই স্কুলেও আসতে হচ্ছে শিক্ষকদের। এর থেকে অন্য কেউ আক্রান্ত হলে তার দায় নেবে কে, প্রশ্ন শিক্ষকদের একাংশের! WB Employees
আরও পড়ুন, মাত্র ১৫ বছর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেই কোটিপতি হওয়ার সহজ উপায়,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন, ‘‘সরকারি স্কুলের শিক্ষকেরা সরকারি কর্মী হিসেবেই গণ্য হয়ে থাকেন। তাঁদের কয়ারেন্টাইন লিভ বা নিভৃতবাসের ছুটি নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের তো সরকারি কর্মী বলা যায় না। তাই সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষদের নিভৃতবাসের ছুটি পাওয়ার জন্য শিক্ষা দফতরের আলাদা একটি বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন। না হলে সংশয় থেকেই যাবে।’’