Advertisement
Arrear Da in West Bengal (বকেয়া ডিএ)
Advertisement

বারংবার মামলা, আবেদন, পিটিশন দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকার বকেয়া ডিএ দেওয়া তো দুরের কথা। দুই বছর কোনও DA ঘোষণা করে নি, এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য। বরঞ্চ যে সমস্ত কেন্দ্রের কর্মীরা রাজ্যের কাজ করেন, এবং তাদের বেতন রাজ্য সরকার দেয়, তাদের নিয়ম মতো কেন্দ্রের নিয়মে বেতন দেওয়া হচ্ছে। তাই, এত বছর সরকারের বিরুদ্ধে লিখিত ভাবে দাবি জানালেও এবার পথে নেমে অ্যাটাকিং’ দৃষ্টিভঙ্গি নিতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Advertisement

বকেয়া ডিএ নিয়ে কঠোর সিদ্ধান্ত কর্মীদেরঃ

বকেয়া ডিএ দেবার লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি গণছুটির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এরই সঙ্গে কলকাতায় লাগাতার অবস্থানের ডাক দেওয়া হয়েছে। তার পরও রাজ্য কোনও সিদ্ধান্ত না নিলে অনির্দিষ্ট কালের জন্য পেনডাউনের হুশিয়ারি দেওয়া হয়েছে। এদিন রাজ্যের কর্মীদের কর্মসূচীতে পুলিশি পদক্ষেপ গ্রহনের পরই এই সিদ্ধান্ত বলেই জানা গেছে।

Advertisement

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকার যদি দ্রুত বকেয়া ডিএ মেটানোর দাবি না মেনে নেয়, তাহলে আন্দোলনের মাত্রা তীব্রতর করা হবে। বিবৃতিতে আরো জানানো হয়েছে, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ প্রদান ও যাবতীয় শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে ১৯ ডিসেম্বর উত্তরকন্যা অভিযান করবে মঞ্চ। ২০২৩ এর ২৭ জানুয়ারি গণছুটির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন সারা রাজ্যের কর্মীরা কোনও কাজ করবেনা। রাজ্য কার্যত অফিসিয়ালি অচল করে দেওয়ার সিদ্ধান্ত।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের ২০ মে কোলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। ২২ সেপ্টেম্বর সেই পিটিশন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বর্তমানে, হাইকোর্টের রায় মেনে ডিএ প্রদান না করায় রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা চলছে।

প্রতিমাসে 55 টাকা জমিয়ে, সারাজীবন 36000 টাকা মাসিক পেনশন নিন। মোদী সরকারের নতুন প্রকল্প।

পাশাপাশি, সুপ্রিম কোর্টেও এই বকেয়া ডিএ মামলা নিয়ে কেস করা হয়েছে, যার শুনানি হবে আগামী ২ ডিসেম্বর। তবে তার আগে কলকাতা হাইকোর্টে, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি আছে। সেই শুনানি হবে ৩০ নভেম্বর। যদিও উচ্চ আদালতে একবার মামলা গৃহীত হলে হাইকোর্টের মামলার গুরুত্ব কতটা থাকবে, সেই প্রশ্ন ও রয়েছে।

EK24 News

PNB Bank এর এই গ্রাহকদের টাকা তোলায় নিষেধাজ্ঞা, এবার কি হবে?

তবে সব কিছু মিলিয়ে এবার যে শুধু আদালতের দিকেই তাকিয়ে আছেন রাজ্যের কর্মীরা, তা কিন্তু নয়। এবার গনতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও সরকারকে চাপে ফেলে DA আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার এই নিয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এই ব্যাপারে সাধারন রাজ্য সরকারী কর্মীরা কি চাইছেন, নিচে কমেন্ট করে আলোচনায় অংশ নিতে পারেন।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement
Advertisement
9 thoughts on “পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ না মেলায়, গণছুটির ডাক রাজ্য সরকারী কর্মীদের। কবে থেকে কর্ম বিরতি?”
  1. WB govt is avoiding, evading, and out to cheat the staff of their legitimate and long outstanding due of their salary by going into further unwarranted litigations to delay matters and creating a rift among the protesters. Let good sense prevail.

  2. কিছুই হবে না। এ আপদ বিদায় না করলে কোন কিছুই পাবে না। এটা দেখে বোঝা গেল কোর্টের ক্ষমতা নগন্য। তাদের আদেশ না মানলেও কিছু যায় আসে না। সরকারী কর্মচারীরা বেহায়া। কিছুদিন পরে সব ভুলে এদের হয়ে আবার গুনগান করবে।

    1. ভোটে জিততে এই কর্মচারীরা আবার সহযোগিতা করে। রিগিং হতে দেখেও নীরব থাকে। এই সরকারকে ক্ষমতায় থাকতে এরাই সাহায্য করে। সুতরাং এদের বঞ্চিত করে রাখাই ঠিক।

  3. We, the State Government Employees are the pillar of Government Empowerment, Success
    But they are deprived by the State Government
    We should obtain our pending 35% DA
    Policemen should support the movement of Government Employees, as they also part of the achiever of pending DA

  4. Advertisement
  5. পশ্চিমবঙ্গ রাজ্য কোষাগার থেকে বেতন (salary), অবসর ভাতা (pension ) প্রাপক সকলেরই সরকারের অসীম বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়া একান্ত আবশ্যক।

  6. The current government has always placed the demands of the government employees at the bottom of the list of their concerns. They are not a government that can be approached with words and petitions any longer. Direct action.

  7. সরকারি কর্মীদের D A না দিলে ঘোর বিপদে পড়বে সরকারই ।আমলা পুলিস সাধারণ কর্মচারি একযোগে অসহযোগিতা করলে টিঁকে থাকতে পারবে এই সরকার?ক্ষমতার আস্ফালনে মুখ্যমন্ত্রী নিজের পায়েই কুড়ুল চালাচ্ছেন। তাঁর এবং তাঁর পরামর্শদাতাদের সুমতি হোক ।

  8. Advertisement
  9. I.churamoni kole.Rtd.Jt.Dir. is supporting this movement not only this. But also take steps not to take part in forthcoming panchayet election 2023. We are ready to go to a mass movement to collapse the election.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement