WB Employees DA – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের ৫% ডিএ বৃদ্ধির প্রস্তাব নবান্নে

উৎসবের মৌসুমে কেন্দ্র সহ মোট 11 টি রাজ্যে মহার্ঘভাতা (WB Employees DA) ঘোষণা হয়েছে। কিন্তু ডিএ এর দেখা মেলেনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। যদিও পশ্চিমবঙ্গের আইন ও বিচার বিভাগের কর্মীদের জন্য ডিএ ঘোষণ হলেও তারা সাধারণ রাজ্য সরকারী কর্মীদের চেয়ে অনেক পিছিয়ে। কারণ তাদের এখনো পঞ্চম বেতন কমিশনের হারে বেতন পাচ্ছেন।

Advertisement

অথচ রাজ্যের কর্মীরা 2016 সাল থেকে ডিএ মামলা চালিয়ে আসছেন। কিন্তু একাধিক বার জয় পেলেও কেন্দ্রীয় হারে ডিএ মেলেনি। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে একবার স্যাট একবার হাইকোর্টের ঘরে বল যাচ্ছে। কিন্তু নিস্পত্তি হচ্ছে না, রায় ঘোসনা হলেও ডিএ (DA) ঘোষণা হচ্ছেনা। তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের জন্য। কর্মী মহলে গুঞ্জন তার কিছুটা প্রশমন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পহেলা জানুয়ারি থেকে ডিএ পেতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। ( (WB Employees DA) )

Advertisement

নবান্ন সূত্রের খবর, 5% ডিএ এর প্রস্তাব দেওয়া হয়েছে ( (WB Employees DA)। এবার মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে সেটি অর্থদপ্তরে যেতে পারে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে কর্মী মহলে। প্রসঙ্গত রাজ্যের অর্থ মন্ত্রকের দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রীই রয়েছে। এবার তার অনুমোদন মিললেই ডিএ পেতে পারেন কর্মীরা।

নবান্ন সূত্রে আরো জানা যাচ্ছে যে, গত বছর ও মার্চ মাসেও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা বলবৎ হয়নি। তবে সেই বছর নভেম্বরে ডিএ ঘোষণা হয়েছিল। আর এবছর ও সেই পুনরাবৃত্তি ঘটে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর।

Advertisement

আরও পড়ুন, পোষ্ট অফিসের নতুন স্কীম, মাত্র দশ হাজার দিলে রিটার্ন পাবেন, লাখ টাকা জানতে ক্লিক করুন

Advertisement

আপনাদের কি মনে হয়, ডিএ এর প্রস্তাব কি অনুমোদন হবে? নীচে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট আসছে।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment