Advertisement
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ (West Bengal DA Hike)
Advertisement

পশ্চিমবঙ্গের DA Protest আর শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ রইলো না বকেয়া ডিএ প্রদানে বা পশ্চিমবঙ্গের DA Hike নিয়ে কেন্দ্র সরকার কোনও হস্তক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে কিনা, এই বিষয়ে লোকসভার অধ্যক্ষ কে প্রশ্ন করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অর্থাৎ আইন বা নীতিগত কোনও বাঁধা না থাকলে রাজ্যের বকেয়া ডিএ কেন্দ্র মেটাতে প্রস্তুত। এই বিষয়ে কি জানা গেল বিস্তারিত জেনে নিন।

Advertisement

গতকাল অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের গনছুটি কর্মসূচী ছিল। আর এদিন রাজ্যের কর্মীরা অফিসে গিয়েও পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। আর রাজ্যের বিভিন্ন অফিসে সেই পদক্ষেপ নিতে দেখা যায়। আর সেই আঁচ গতকাল সংসদ অধিবেশন অব্দি পৌঁছল। লোকসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সংসদের মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লার কাছে জানতে চান, ‘পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা যে আদোলন করছেন, অফিসে গনছুটি নিয়ে রাস্তায় বসে আছেন। তাঁরা বকেয়া ডিএ এর দাবিতে রাস্তায় রাস্তায় আন্দোলন অনশন করছেন।

Advertisement

DA Hike Matter in Parliament Winter Session

মননীয় স্পিকারের কাছে আমার প্রশ্ন, ঠিক কতজন অস্থায়ী বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন! এছাড়া আমার আরও একটি প্রশ্ন হল, এই যে রাজ্য সরকারি কর্মচারীরা কর্মীরা বকেয়া ডিএ এর দাবিতে আন্দোলন অনশন করছেন, তাঁদের অভিযোগ, ৩ বছর ধরে একবার ও DA Hike হয়নি, ROPA 2019 থেকে AICPI হারে বকেয়া মহার্ঘ ভাতা মিলছে না, তাঁদের জন্য কি কেন্দ্রীয় সরকার সরাসরি কিছু করতে পারে? কেন্দ্র সরকার কি বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ নিতে পারে?’

Advertisement
LIC New Policy Dhan Varsha Plan (এলআইসি ধন বর্ষা পলিসি)

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের এই প্রশ্নের পর উত্তাল হয় সংসদ। তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কারো এটা ভাবা ঠিক নয়, যে লোকসভায় বসে আছি মানেই যা খুশি বলতে পারি, এমনটা হতে পারে না। তিনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে কথা বলছেন লোকসভায়। যার কোনও যৌক্তিকতা নেই। এটা এখন কোর্টে বিচারাধীন।’ যদিও সৌমিত্র খাঁ এর এই প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে গত বিধানসভা ভোটের আগে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তা আরেকবার সংসদে উল্লেখ করলেন।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো এই ব্যাংক, দেখে নিন বিস্তারিত।

এদিকে তৃণমূল সরকার অভিযোগ করছেন, রাজ্যের বহু বকেয়া টাকা এখনও মেটায়নি কেন্দ্র। আগে কেন্দ্রে টাকা পরিশোধ করুক। অন্যদিকে গত সপ্তাহে স্মৃতি ইরানী জানিয়েছেন, মা ও শিশু কল্যান প্রকল্পের কয়েক লক্ষ কোটি টাকা রাজ্য খরচ ই করেনি। তাই কেন্দ্র ও রাজ্যের টানাপোড়নে বকেয়া ডিএ বা DA Hike নিয়ে কোনও সিদ্ধান্ত হয় কিনা এবার সেটাই দেখার।

EK24 News

আধার লিংক না করলে বাতিল হবে এলআইসি পলিসি, লিংক আছে কিনা এইভাবে চেক করুন।

Advertisement
Advertisement
One thought on “DA Hike – পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মেটাতে পারে কেন্দ্র সরকার? লোকসভায় প্রস্তাব দিলো বিজেপি।”
  1. Selection of MP/MLA in Parliament or State Assembly should consist of after appropriate Screening Process by ECI to avoidable Crisis of Quality, Competence, Mental Faculty to deal with maturing Standards, Adequate Knowledge & Skill to represent the Country as Law Makers both in Parliament & Sate Assembly. ECI must not make Candidates find a place by any Member to enjoy full Terminal Benefits & other Pecuniary & Perquisites. Law Makers cannot be permitted to be Law Breaker with zero or indiscreet Knowledge & Behavioral Disorder. Make it a Paramount Responsibility of ECI to ensure our DEMOCRACY run with due Diligence in conducting Sessions by QULALITY, KNOWLEDGEABLE, COMPETENT, CORRUPTION FREE MP/MLA not for Personal Selling only.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement