WB DA Case Update – দীর্ঘ শুনানির পর এবার ডিএ মামলার রায়।
২০১৬ সাল থেকে রাজ্য সরকারী কর্মীদের ডিএ মামলা (WB DA Case Update) চলছে। সরকারী কর্মীদের মূল অভিযোগ হলো, অন্যান্য রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলেও, রাজ্য সরকারী কর্মীরা তার থেকে বঞ্চিত। যার ফলে প্রতি মাসে প্রচুর টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মীরা দিল্লি বা চেন্নাইতে কর্মরত তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। একই রাজ্যে এই বৈষম্য কাম্য নয়। এছাড়াও গত সপ্তাহে রাজ্য সরকারী কর্মীদের WBCS অফিসারদের একাংশের প্রমোশনের পর অতিরিক্ত ইঙ্ক্রিমেন্ট অর্থাৎ বছরে দুটি ইঙ্ক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। কিন্তু বঞ্চিত হচ্ছেন সাধারন রাজ্য সরকারী কর্মীরা।
যদিও কর্মীদের একাংশ মনে করছেন, এইভাবে বছরে দুটি ইঙ্ক্রিমেন্ট দেওয়া নজিরবিহীন। আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা ভাতা দেওয়া যায়। কিন্তু এইভাবে দুবার ইঙ্ক্রিমেন্ট দেওয়া যায় কিনা, তাদের জানা নেই। WB DA Case Update
আজ থেকে বদলে গেল সব রিচার্জ প্লান, সব কোম্পানির রিচার্জের লিস্ট দেখুন।
এদিকে সরকারী আইনজীবী মাননীয় এডভোকেট জেনারেল আদালতে বলেন রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, তাই ডিএ দেওয়া সম্ভব নয়। আর কোথাও লেখা নেই যে রাজ্য সরকার কে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। ডিএ দেবে কিনা, এই সিদ্ধান্ত বিধান সভায় গৃহীত হয়। আদালত কেন এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে? WB DA Case Update
যদিও রাজ্য সরকারকে একাধিক বার কেন্দ্রীয় মুল্য সুচক (AICPI) হারে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের আশা এবারও মামলার রায় সরকারী কর্মীদের পক্ষেই যাবে। এই বিষয়ে অন্যতম মামলাকারী সংগঠন সরকারী কর্মচারী পরিষদের সুবীর সাহা বলেন, সরকারী কর্মচারী পরিষদ মূল মামলায় যুক্ত হওয়ার পরই এই মামলা ত্বরান্বিত হয়েছে। আমরা আশাবাদী এই মামলার রায় কর্মীদের পক্ষেই যাবে। আশাকরা যাচ্ছে গ্রীষ্মের ছুটির আগেই এই মামলার রায় বেরোবে।
ডিএ মামলার (WB DA Case Update) আইনজীবী প্রবীর চ্যাটার্জী বলেন, রাজ্য সরকারী কর্মীরা প্রতিমাসে ১০ থেকে ২০ হাজার টাকা বঞ্চিত হচ্ছেন। এর আগেও সরকারী কর্মীরা এই মামলায় জিতেছেন। এবারও রায় সেই পথেই যাবে। আগামী সপ্তাহে মামলার রায় বেরতে পারে।
অন্যদিকে সরকারী কর্মীদের একাংশ মনে করছেন, এর আগেও ৬ মাসের মধ্যে রাজ্যকে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য তা মানেনি। বরং উল্টে আদালত অবমাননা করে নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না দিয়ে (WB DA Case Update).
আজ থেকে বিভিন্ন ব্যাংকে সুদের হার পরিবর্তন, দেখুন কোন ব্যাংকে সুদ বাড়লো, কোথায় সুদ কমে
এমনকি নির্ধারিত সময়ের মধ্যে আদালত কে তার কোনও প্রতিক্রিয়া না জানিয়ে, রাজ্য সরকারী কর্মীরা যখন আদালতে নালিশ জানায়, তখন রাজ্য সরকার এই মামলার পুনর্বিবেচনার আবেদন করে। তাই এবার ও ডিএ দেওয়ার নির্দেশ দিলেও আদৌ ডিএ ঘোষণা হবে কিনা, সন্ধেহ থেকে যায়। এই বিষয়ে আপনার মতামত, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
3 months and 31 percent DA. Govt should immediately file an appeal before Hon’ble Supreme Court for necessary direction to Centre for payment of outstanding GST which will be utilised towards payment of outstanding DA. 2. SLP may be filed before Apex Court seeking extension of time for payment of DA. Both the cases may be heard on out of turn basis.