Advertisement
WB DA Announcement
Advertisement

WB DA Announcement – বকেয়া DA দেওয়া হলে কত টাকা পাবেন কর্মীরা, হিসেবটা একবার দেখে নিন।

রাজ্য সরকারি কর্মীদের DA বাবদ (WB DA Announcement) সরকারকে কত টাকা দিতে হবে? জানা গিয়েছে, DA মেটাতে প্রায় ২৩ হাজার কোটি টাকা সরকারের লাগবে।

Advertisement

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (WB DA Announcement) দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল। তিন মাসের মধ্যে বকেয়া 31% DA মিটিয়ে দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি। DA দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের তরফে কোনো আবেদন করা হয়নি।

Advertisement

এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা বা DA বাবদ (WB DA Announcement) কত টাকা পেতে পারেন, সেই হিসেবটা একবার দেখে নিন।
গ্রুপ ডি কর্মীরা, যাদের বেতনক্রম 6 হাজার 600 টাকা, তারা বকেয়া ডিএ বাবদ 2 লক্ষ 78 হাজার টাকা পাবেন।
গ্রুপ সি কর্মীরা বেতনক্রম 8800 টাকা হলে, বকেয়া ডিএ বাবদ 3 লক্ষ 73 হাজার টাকা পাবেন।

Advertisement

বহু প্রাথমিক শিক্ষক সব ডকুমেন্ট দিতে পারলেন না, চাকরী খোয়ানোর সম্ভাবনা বাড়লো

আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে প্রায় 5 লক্ষ টাকা বকেয়া ডিএ (WB DA Announcement) বাবদ পেতে পারেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, তাদের অ্যাকাউন্টে 4 লক্ষ 66 হাজার টাকা বকেয়া DA বাবদ ঢুকতে পারে।
হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসাররা বকেয়া ডিএ বাবদ প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি পেতে পারেন।
Written by Rajib Ghosh.

LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলে পাবেন দুর্দান্ত রিটার্ন, মহিলাদের জন্য থাকছে বিশেষ ছাড়

এই মুহূর্তের ৫ টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, এক নজরে দেখে নিন

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement