(WB By-Poll) ভবানীপুর বিধানসভার উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার নির্বাচনের দিন NI Act অনুযায়ী ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। ৩০ সেপ্টেম্বর এই তিন জায়গায় ভোট হবে। সোমবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, তিনটি এলাকার সব সরকারি ও সরকার অধীনস্থ সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শ্রম দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান, দোকান, কলকারখানারা সমস্ত কর্মীকে সবেতন ছুটি দিতে হবে। যদি তিন নির্বাচনী এলাকার কোনও বাসিন্দা বাইরে কাজ করেন, তাহলেও ভোট দেওয়ার জন্য তাঁকে ছুটি দিতে হবে। যদি ভোটের পর কোথাও পুনর্নির্বাচন হয় সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই তিন নির্বাচনী এলাকায় যে সব সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে ভোট নেওয়া হবে সেগুলি নির্বাচনের আগের দিন , নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন মিলিয়ে তিন দিন ছুটি থাকবে।
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Mission gulo kano bondho h66e na…
Korona hole ki sudhu school gulotei hobe mission gulote hobe na??? mission bondho chai