6th Pay Commission ROPA এরিয়ার দেওয়া হয়েছে, DA-র হিসাব চলছে।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের মামলার মতই নিয়োগ সংক্রান্ত আরও কয়েকটি হাইভোল্টেজ মামলা (6th Pay Commission) রয়েছে, কলকাতা হাইকোর্টে। শুধুমাত্র চাকরীপ্রারথীরাই বঞ্চনার স্বীকার, তা নয়। যারা ইতিমধ্যে চাকরী পেয়েছেন, এবং যাদের উপর ভর করেই সমস্ত সরকারী কাজ চলছে, রাজ্যের সমস্ত প্রসাসনিক কাজকর্ম চলছে, তারাই ন্যায্য বেতন থেকে বঞ্চিত।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মী, পশ্চিমবঙ্গের শিক্ষকেরা, বিদ্যুৎ কর্মী, পুলিশ, পুরকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের বেতন যোগ্যতা অনুযায়ী যা হওয়া উচিত, তার থেকে অনেক কম বেতন পান। এমনকি সারা দেশে যখন ৭ম বেতন কমিশন চলছে, আর পশ্চিমবঙ্গে সবে ৬ষ্ঠ বেতন কমিশন শুরু হলো। আর ডিএ একদম নেই বললেই (6th Pay Commission) চলে।
পশ্চিমবঙ্গ কেন্দ্রের মূল্যবৃদ্ধি নিয়ে গলা ফাটাচ্ছেন। কেন্দ্র যেখানে দাম বাড়ালেও মূল্যবৃদ্ধি অনুযায়ী কিন্তু কর্মীদের বেতন দিচ্ছেন, কিন্তু রাজ্য AICPI মেনে বেতন দিচ্ছে না। তাই রাজ্য সরকারী কর্মীরা মামলা (6th Pay Commission) করছেন, সেই মামলায় জয় ও পাচ্ছেন, কিন্তু আদালত নির্দেশ দিলেও রাজ্য তা মানছে না।
এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের একাংশের বেতনবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ফের বেতন চালু হতে চলেছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম (State Electricity Distribution Company) এবং বিদ্যুৎ সংবহন নিগমের আধিকারিকদের। গতকাল হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
LIC এর এই পলিসিতে মাত্র একবার বিনিয়োগেই মিলবে, প্রায় 6000 টাকা মাসিক পেনশন।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই সংস্থার কর্মীদের বকেয়া DA দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। 2020 সালের মার্চে হাইকোর্ট জানায় কর্মীদের বকেয়া DA চার কিস্তিতে মিটিয়ে দিতে হবে। সেই জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। (6th Pay Commission)
কিন্তু দেখা যায়, সেই কোর্টের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বকেয়া DA দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের দেওয়া হয়নি। সেই দাবি করে আদালত অবমাননার মামলা ফের দায়ের করা হয়। সেই মামলায় 17 জুন হাইকোর্ট (Highcourt) নির্দেশ দেয় 23 জুনের মধ্যে ACDSL এবং PDCL- এর কর্মীদের বকেয়া DA-র অন্তত 20 শতাংশ মিটিয়ে দিতে হবে।
সেই দিনেই হাইকোর্ট কড়া নির্দেশ দেয়, যদি এই নির্দেশ পালন না করা হয় তাহলে দুই বিদ্যুৎ সংস্থার শীর্ষকর্তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। সেইমতো 25 জুন 5 জন শীর্ষ কর্তার বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। (6th Pay Commission)
দুই বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) আওতায় কর্মচারীদের এরিয়ার দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) বকেয়া DA-র হিসাবের কাজ চলছে। তারপরেই পুনরায় শীর্ষ কর্তাদের বেতন চালুর নির্দেশ দেওয়া হয়।
কাল থেকে ব্যাংক থেকে আর 10 হাজার টাকার বেশি তোলা যাবেনা, মাথায় হাত গ্রাহকদের
কিন্তু তাদের এরিয়ার সত্যিই দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি নন কেউই।
অন্যদিকে পশ্চিমবঙ্গ সাধারন রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ (6th Pay Commission) না দেওয়ায়, ধর্মঘটের রাস্তায় যেতে পারে একাধিক কর্মী সংগঠন। আপডেট আসছে।
Written by Rajib Ghosh.
পশ্চিমবঙ্গে সরকারী কর্মীদের সার্ভিস রুল সংশোধন, কি চেঞ্জ হলো দেখুন।
732125
রাজ্য সবকিছুতেই ১নং – এ।
ডি. এ. না দেওয়ার ক্ষেত্রেও ১নং।
Arear DA is highly required. As early as it may be cleared off.
মুখ্যমন্ত্রী মমতা দেবী আছেন। আমরা সুখে আছি। ডি এ না দিলেও ম্যাডামের অনুপ্রেরণায় বেঁচে থাকবো