যে সমস্ত পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Vivekananda Scholarship 2022 এ আবেদন করেছে তাদের জন্য জরুরী ঘোষণা। অনুগ্রহ করে পুরো প্রতিবেদন পড়বেন। Vivekananda Scholarship এর টাকা ঢুকছে পড়ুয়াদের অ্যাকাউন্টে, আপনি কবে পাবেন, দেখে নিন।
আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন। এর আগে টাকার অভাবে বহু মেধাবী ছাত্রছাত্রীরা এই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। তার মূল কারণ, সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই একাধিক স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। সেই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় টাকার বন্দোবস্ত করতে পারছেন।
এই মুহূর্তে বিভিন্ন স্কলারশিপের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Swami Vivekananda Scholarship. এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ১২০০০ টাকা থেকে শুরু করে ৯৬০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন। কোনো নির্দিষ্ট শ্রেণীভুক্ত হওয়ার প্রয়োজন নেই। এই স্কলারশিপের নিয়ম অনুযায়ী সঠিক তথ্য প্রদান করলে যে কোনো শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অনুদান পাবেন। জেনারেল ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি তালিকাভুক্ত সকল পড়ুয়াই এই স্কলারশিপের অধীনে অনুদান পেতে পারেন।
Vivekananda Scholarship 2022 Status Check
এর মধ্যেই নভেম্বর মাসে Swami Vivekananda Scholarship স্কলারশিপে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করেছিলেন তাদের একটা অংশ অনুদান পেয়ে গিয়েছেন। বাকি যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত স্কলারশিপের অনুদান পাননি, তারাও সঠিক সময়ে পেয়ে যাবেন।
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করেছিলেন, আগস্ট মাসেই তাদের সেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে তারা অনুদান পেয়ে গেছেন। এবার দেখা যাচ্ছে, অনেকেই হয়তো একই সময়ে আবেদন করার পরেও এখনো পর্যন্ত Swami Vivekananda Scholarship এর অনুদান পাননি। তবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ছাত্র-ছাত্রীদের দেওয়া সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই তিনি অনুদান পাবেন।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একই সময়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পরেও কিছু পড়ুয়ারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, অথচ তাদের ক্ষেত্রে টাকা পেতে কেন দেরি হচ্ছে? এর উত্তরে বলা যেতে পারে, Swami Vivekananda Scholarship এ আবেদন করলেই সঙ্গে সঙ্গে তার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় না। ছাত্র-ছাত্রীদের দেওয়া সমস্ত তথ্য প্রত্যেকটি স্তরে গিয়ে ভেরিফিকেশন করা হয়। সেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নির্ধারিত পড়ুয়া স্কলারশিপের অনুদান পেয়ে থাকেন।
AMAZON SCHOLARSHIP 2022 এ ছাত্র-ছাত্রীরা পাবেন 1,60,000 টাকা।
এক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও লাগতে পারে। তবে যদি ছাত্র-ছাত্রীদের আবেদন করার সময় দেওয়া সম্পূর্ণ তথ্য, বিগত পরীক্ষার প্রয়োজনীয় নম্বর, সবকিছু স্কলারশিপ এর নিয়ম অনুযায়ী সঠিক থাকে, তাহলে অবশ্যই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত টাকা পাননি, তারা আবেদনের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। এই স্ট্যাটাস চেক করলেই জানতে পারবেন তার আবেদন প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে। এইভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়ে থাকে।
Written by Rajib Ghosh.
Ranjit monda
Ami 12000 Taka peye chi
Ami class 12 cholakalin scholarship er jonno abedon korechilm kintu sei taka ekhono paini
West bangal
Ki
Nice domistik
Thanks
Alipurduar mahila mahavidalay
Ami Taldangra Fulmati school ar 12 a
MY NAME SAMIM KHAN, I READ IN CLASS 8(VIII) PLESE GIVE MONEY MY AGE 15
Akno taka duka ni
Ami akhon taka paii ne
Ami class 11 ar result a kora6e but akhono taka paii ne
Ami akhon taka paiine