Utsashree – Teacher Transfer Update

রাজ্যের সরকারী সাহাজ্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের বাড়ির কাছে বদলির জন্য চালু হয়েছে উৎসশ্রী প্রকল্প। অনলাইনে আবেদন করার সময় এবং আগে ও পরে বিভিন্ন সমসস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষকেরা। প্রথমে NOC লাগবেনা বলে ঘোষণা হলেও, এখন NOC লাগবে, এই ধরনের বিভিন্ন ইস্যু রয়েছে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করতে। তবে সব কিছু ঠিক ঠাক থাকলে অর্থাৎ অনলাইন সাবমিট এর পর ১০ থেকে ২০ দিন লাগবে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করতে। শিক্ষকদের NOC নিয়ে যে প্রশ্ন ছিল, তার ও উত্তর জানা গেছে শিক্ষাদপ্তর থেকে। শিক্ষকেরা নিজেরাও এই ফরম্যাট করতে পারেন। শিক্ষকদের সমস্ত বিবরন, যেমন নাম, ক্যাটাগরি, জন্মতারিখ, বর্তমান স্কুলের বিবরন, ও বিভিন্ন বিষয় উল্লেখ করে, এবং শিক্ষক বদলী নিলে কন আপত্তি নেই, লিখে নিচে স্কুল প্রধান কিম্বা মানেজিং কমিটির প্রধান সাক্ষর ও সীলমোহর দিলে সেটি স্ক্যান করে ২০০ কেবি এর মধ্যে আপলোড করলে হয়ে যাবে। পরবর্তী আপডেট শীঘ্রই আসছে।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment