Advertisement
Union Budget 2023 (কেন্দ্রীয় বাজেট ২০২৩)
Advertisement

নতুন Union Budget 2023 হতে পারে জনমুখী বাজেট।

Union Budget 2023 বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে প্রকাশিত হবে এই বাজেট। বিশেষজ্ঞরা মনে করছেন, এবছরের বাজেটে সরকার কর স্ল্যাবে ছাড়ের হার ২.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করতে পারে। অন্যদিকে, করদাতাদের সুবিধার্থে নতুন ট্যাক্স স্ল্যাব স্কিমে আরও বেশি স্ল্যাব যুক্ত করতে পারে সরকার। অর্থাৎ ১০ লাখ টাকার উপরের যে স্লাব টি এক ধাক্কায় অনেকটাই টাক্স বেড়ে যায়, সেই পার্থক্যটা কমিয়ে মাঝে আরেকটি স্ল্যাব আনার পরিকল্পনা রয়েছে এবারের Union Budget 2023 এ।

Advertisement

Union Budget 2023 বাজেটে বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে, সেগুলো নিম্নলিখিত বিষয়ে হতে পারে।
এক, রাজস্ব ঘাটতি হ্রাস।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই বছরের আসন্ন Union Budget 2023 এ সরকারের নজর থাকবে মূলত গ্রামীণ কর্মসংস্থান ও আবাসনগুলিকে কেন্দ্ৰ করে৷
অ্যান্ড্রু টিল্টন এবং শান্তনু সেনগুপ্ত সহ বেশ কয়েকজন কয়েকজন অর্থনীতিবিদ গোল্ডম্যান পত্রিকাতে এক প্রতিবেদনে লিখেছেন যে এবছরের বাজেটে ভারত মোট জিডিপির ৫.৯ শতাংশ পর্যন্ত ঘাটতি বজায় রাখবে।

Advertisement

দুই, স্ট্যান্ডার্ড ডিডাকশনে পরিবর্তন।
বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশনে পরিবর্তন আয়কর আইনের অধীনে, ভারতীয় করদাতারা ৫০,০০০ টাকা অবধি ছাড় পান৷ তবে মনে করা হচ্ছে যে, এই বাজেটে সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাত্রা ৫০,০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা পর্যন্ত করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান ব্যাপক হারে হয়ে চলা মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে সরকারের স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা দ্বিগুণ করা উচিত৷
অন্যদিকে মনে করা হচ্ছে, Union Budget 2023 এ গৃহঋণে সরকার ছাড়ের সীমা বাড়াবে।

Advertisement

তিন, ট্যাক্স স্ল্যাবের পরিবর্তনের প্রত্যাশা।
ভারতে ব্যক্তিগত করদাতার জন্য বর্তমানে ২.৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ছাড়ের সীমা রয়েছে। অর্থাৎ, এই সীমার কম আয় করা ব্যক্তিদের আয়কর দিতে হবে না। তবে ২.৫ থেকে ৫ লক্ষ আয়ের উপর ৫% এবং ৫ থেকে ৭.৫ লক্ষ আয়ের উপর ২০% হারে কর নেওয়া হয়। এবছরের আসন্ন বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে বলে আশা করা হচ্ছে।

একমাসের রিচার্জে চলবে সারা বছর। Jio, Airtel কুপোকাত।

বর্তমানে ট্যাক্সের স্ল্যাব কেমন?
বর্তমানে কর স্ল্যাবের আওতায় মোট ছয়টি স্ল্যাব আছে। এখানে ২.৫ থেকে ৫ লাখ আয়ের ব্যক্তিদের উপর ৫% কর দিতে হয়। ৫ লক্ষ থেকে ৭.৫০ লক্ষের মধ্যে আয় হলে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে। ৭.৫০ লক্ষ থেকে ১০ লক্ষ আয়ের ট্যাক্স স্ল্যাবে যারা রয়েছেন তাদের ১৫ শতাংশ ট্যাক্স দিতে হয়।

EK24 News

দুইদিনে লস 17000 কোটি টাকা, LIC আতংকে সাধারন মানুষ.

চার, পেনশন স্কিমে বিনিয়োগে ছাড়
কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পেনশন স্কিম (Pension Scheme) চালু রয়েছে, সেই পেনশন স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড়ের সীমা বাড়ানো হতে পারে। আয়করের ধারা 80CCD (1B) অনুসারে, এই ছাড়ের সীমা ৫০ হাজার রয়েছে, যা বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement

আবার অন্যদিকে, ১০ লক্ষ থেকে ১২.৫০ লক্ষ টাকা আয় যাদের, তাদের ২০ শতাংশ ট্যাক্স দিতে হয়, যেখানে ১২.৫০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে ট্যাক্স স্ল্যাব ২৫ শতাংশ কর রাখা হয়েছে। ১৫ লাখ টাকার বেশি বার্ষিক আয় যাদের, তাদের ৩০ শতাংশ কর দিতে হয়।

10 লাখ টাকায় নামমাত্র ট্যাক্স, Union Budget 2023 এ বিরাট ছাড়, দেখুন কার কত আয়কর।

পাঁচ, স্বাস্থ্য বীমা
80D অনুসারে, স্বাস্থ্য বীমার (Health Insurance) খরচের উপর ছাড়ের সীমা ২৫,০০০ টাকা। সংবাদ সুত্রে জানা যাচ্ছে, সেই সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে।
তবে সমস্তটাই জানা যাবে পহেলা ফেব্রুয়ারী লাল ব্রিফকেস খোলার পর।
তবে সাধারন মানুষ চাইছেন কর্মসংস্থান বা চাকরী, কারন কোভিড আবহের পর কাজহারা অনেক মানুষ, এবারের বাজেটে সেটা নিয়ে কি ঘোষণা থাকে সেটাই দেখার।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement