Union Budget 2022: শিক্ষা, চাকরী, ব্যাবসা, সঞ্চয়, ট্যাক্স – বাজেটে কি পেলেন, দেখুন একনজরে

Union Budget 2022: এক নজরে বাজেট

Union Budget 2022 – গত দুই বছর অতিমারীর কারনে অর্থনৈতিক ও কাজ কেরিয়ারের দিকে নজরের চেয়ে আপদকালীন পরিস্থিতির দিকে বেশী নজর ছিলো সরকারের। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। তাই এবার দেশের জিডিপি, অর্থনৈতিক হাল ফেরানো, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নত করাটাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। আর এই বাজেটে তারই প্রতিফলন হবে বলে জানিয়েছেন স্বয়ং অর্থমন্ত্রক।

Advertisement

এছাড়াও এই বাজেটের (Union Budget 2022) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটি বর্তমান সরকারের আমলের অন্তিম পুর্নাঙ্গ বাজেট। অর্থাৎ ২০২৪ লোক সভার আগে আরো একবার বাজেট পেশ করা হবে তবে সেটি হবে অন্তর্বর্তীকালীন বাজেট। তাই এই বাজেট জনমূখী করাই সরকারের লক্ষ্য হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। এক নজরে দেখে নেওয়া যাক, শিক্ষা, কাজ কেরিয়ার এবং অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারের কি কি পরিকল্পনা রয়েছে।

Advertisement

২০২২ সালে অর্থনৈতিক সমীক্ষার  (Economic Survey Report 2022) রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সরকার। গত সোমবারই সংসদে শুরু হয়েছে এ বারের বাজেট (Union Budget 2022) অধিবেশন। গতকালই অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়েছে, কোভিডের ধাক্কা সামলে আগামী অর্থবর্ষ, অর্থাৎ ২০২২-২৩ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৮ থেকে ৮.৫ শতাংশ। এবং গত তিন বছর অতিমারীর কারনে যে মন্দা ছিলো তা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনৈতিক অবস্থা। Union Budget 2022

তবে বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, মুদ্রস্ফীতি, সুদের হার হ্রাস পাওয়া। যার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। এদিকে  অর্থনৈতিক সমীক্ষায় আপাতত মূল বিষয় হিসাবে কৃষি, শিক্ষা ও বেকারত্বকে চিহ্নিত করা হয়েছে। Union Budget 2022

পাশাপাশি বলা হয়েছে, ‘এই যাবতীয় পূর্বভাস করা হয়েছে কয়েকটি বিষয় মাথায় রেখে। যদি অতিমারির আর বড় কোনও প্রভাব না পড়ে, যদি স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়, যদি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু ৭০ থেকে ৭৫ মার্কিন ডলার থাকে, আর যদি আন্তর্জাতিক সাপ্লাই চেন আগামী বছরে আর কোনও ভাবে ব্যাহত না হয়, তাহলে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮ থেকে ৮.৫ শতাংশ এর আশেপাশে থাকবে। Union Budget 2022

Advertisement

শিক্ষা, চাকরি, ব্যাবসা, কেরিয়ার

বিগতকয়েক বছর ধরে দেশের মূল সমস্যা হলো বেকারত্ব। আর অতিমারীর কারনে কাজ হারানো, ব্যাবসার বাজারে মন্দা প্রভৃতি। এবং দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় পড়াশোনার অবস্থাও সঙ্গীন। তাই অনলাইন শিক্ষার পরিকাঠামো উন্নত করন। দেশীয় প্রযুক্তিতে সহজলভ্য ইন্টারনেট। কর্মসংস্থান সৃষ্টি। চাকরীর সুযোগ তৈরি করা। প্রভৃতি বিষয়ে নজর দেওয়া হবে। Union Budget 2022

বাড়ছে আয়করের ঊর্ধ্বসীমাঃ

দীর্ঘদিন ধরেই ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টে ৮০সি ধারায় করছাড়ের উর্ধ্বসীমা বাড়ানোর দাবি করে আসছেন মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা। আর সেই পথেই হাটতে চলেছেন নির্মলা সিতারমন। যার ফলে আরও বেশি মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী হবেন জনগন। এছারাও আয়ের ঊর্ধ্বসীমা ৫ লাখ থেকে বাড়িয়ে আরো বেশি করা হতে পারে। Union Budget 2022

অন্যদিকে ২০২১ সালে ভারতের সিনিয়র সিটিজেনের সংখ্যা ছিল প্রায় ১৩.১ মিলিয়ন। সুতরাং ২০৪১ সালে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ২৩.৯ মিলিয়নে। এর ফলে ভারতের এই বিশাল সংখ্যক সিনিয়র সিটিজেনের জন্য উপযুক্ত সোশ্যাল সিকিউরিটি ও রিটায়ারমেন্ট বেনিফিটের ব্যবস্থা করা দরকার। এর জন্য আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের উচিত সিনিয়র সিটিজেনদের জন্য ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করা। ট্যাক্স ছাড় ছাড়াও কেন্দ্রীয় সরকারের উচিত আসন্ন ইউনিয়ন বাজেটে ভারতের সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্রকল্প চালু করা। Union Budget 2022

সর্বোপরি, জনগণের অবসরের সেভিংস এবং বাচ্চাদের ভবিষ্যতের সেভিংসের জন্য আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের জন্য আসন্ন ইউনিয়ন বাজেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কারণ আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের মাথায় রাখতে হবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে বিভিন্ন ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়ন করা, চাকরির বাজার তৈরি করা এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। ভারতের অর্থনীতির ভিত মজবুত করার জন্য বিনিয়োগকারীরা আসন্ন বাজেটের দিকে তাকিয়ে রয়েছে।

আরও পড়ুন,  জীবনে মাত্র একবার টাকা জমা দিয়ে পান সারা জীবন প্রতিমাসে ১২০০০ টাকা পেনশন

সুখবর, কমতে চলেছে ট্রেনের ভাড়া দেখতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment