Advertisement
Bank Holidays June 2022
Advertisement

Bank Holidays June 2022: জুন মাসে ব‍্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন।

প্রতিটি মানুষেরই ব্যাংকে যে কোনও সময় প্রয়োজন পড়তে পারে। ফলে ব্যাংকে ছুটে যেতে হয়। সাধারণভাবে ছুটির দিন (Bank Holidays June 2022) ছাড়া সব দিনের হিসাব মনে রাখা সব সময় সহজ হয় না, কবে ব্যাংক খোলা আছে? তাই জরুরি প্রয়োজনে ব্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া উচিত। মে মাস প্রায় শেষ হওয়ার পথে। জুন মাসে ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন, কবে ব্যাংক ছুটি থাকছে।

Advertisement

Bank Holidays June 2022 List:
সাধারণত ব্যাংকের ছুটির দিন নির্ধারিত হয় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। RBI- এর নিয়ম অনুসারেই হলিডে আন্ডার দ‍্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে আন্ডার দা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এন্ড রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। তবে সারাদেশে সমস্ত ব্যাংকের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্য ভিত্তিক উৎসব এর ভিত্তিতেই ব্যাংক কর্মীদের ছুটি হয়ে থাকে। তবে ATM এবং Digital পরিষেবা চালু থাকে।

Advertisement

Bank Holidays June 2022
প্রতিমাসের রবিবার ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় চুর্থত শনিবার ব্যাংক বন্ধ থাকে। ব্যাংকের ছুটির বিষয়ে আরও তথ্য জানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিনক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- তে যেতে পারেন।

Advertisement

এবার দেখে নেওয়া যাক, জুন মাসে ব্যাংকের ছুটির তালিকা:
Bank Holidays June 2022
2 জুন- মহারানা প্রতাপ জয়ন্তি/ তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস- হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানায় ছুটির দিন
3 জুন- শ্রী গুরু অর্জুন দেব জির শাহাদাত দিবস (কেবল পাঞ্জাবে ছুটি থাকবে)
5 জুন- রবিবার

আগামীকাল থেকে ব্যাংক পোষ্ট অফিসে বদলে যাচ্ছে টাকা জমা-তোলার নিয়ম।

11 জুন- দ্বিতীয় শনিবার
12 জুন- রবিবার
14 জুন- প্রথম রাজা/ সন্ত গুরু কবিরের জন্মবার্ষিকী-ওড়িশা, হিমাচলপ্রদেশ, চন্ডিগড়, হরিয়ানা, পাঞ্জাবে ছুটির দিন
15 জুন- রাজা সংক্রান্তি/ YMA দিবস /গুরু হরগোবিন্দ জির জন্মদিন- ওড়িশা, মিজোরাম, জম্মু-কাশ্মীরে ছুটির দিন
19 জুন- রবিবার

EK24 News

মাত্র 5 হাজার টাকা দিয়ে পোষ্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, মাসে লাখ টাকা আয় করুন

22 জুন- খারচি পূজা- ছুটি থাকবে শুধুমাত্র ত্রিপুরায়
25 জুন- চতুর্থ শনিবার
26 জুন- রবিবার
30 জুন- রমনা নী- ছুটি হবে মিজোরামে
Written by Rajib Ghosh

Advertisement

250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করুন, মেয়াদ শেষে মিলবে 15 লক্ষ

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement