সাবধান! পরিচয় লুকিয়ে আর ফোন করা যাবে না, চালু হচ্ছে TRAI caller ID.
ভুয়ো কল এড়াতে সরকারের নতুন উদ্যোগ TRAI Caller ID.
ব্যস্ততার সময়ে স্মার্টফোনের রিংটোনটি বেজে ওঠার পরেই কল রিসিভ করতেই ফোন কলের ওপ্রান্ত থেকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হচ্ছে। অমুক সংস্থা থেকে খুব সহজেই লোন পেয়ে যাবেন, তমুক কোম্পানি খুব সস্তায় কেনাকাটা করার সুযোগ দিচ্ছে, আবার এই ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের টোপ দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ফাঁদ পেতেছে প্রতারকরা।
এই ধরনের আনভেরিফায়েড কল,স্প্যামার এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে চলেছে। যাতে তারা ভবিষ্যতে সাধারণ মানুষকে এই ধরনের ভুয়ো কল করে প্রতারণার খপ্পরে না ফেলতে পারে। আবার অবাঞ্ছিত বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রস্তাব দেয় যে সমস্ত সংস্থা, সেই ধরনের কল আসা বন্ধ হতে পারে। এই লক্ষ্যেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India, TRAI) TRAI Caller ID এর মাধ্যমে নতুন ব্যবস্থা আনতে চলেছে।
যে পদ্ধতিতে মোবাইল ফোনে কোনো কল এলেই যিনি এই কল করছেন তার নাম ধামসহ বিস্তারিত তথ্য ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ করবে। আর TRAI Caller ID এই ব্যবস্থা চালু হয়ে গেলে Unverified Call, Spammer, Cyber Fraud দের এই ধরনের ফাঁদ পাতা অনেকটাই বন্ধ হয়ে যাবে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে TRAI Caller ID. এখানে প্রত্যেক গ্রাহক কে তার নামের পরিচয় দিতে হবে। এবং সেই নামই স্ক্রিনে ভেসে উঠবে। এতে ভুয়ো কল এড়ানো যাবে।
জানা গিয়েছে, KYC Documentation যাচাইকরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গ্রাহকদের নাম মোবাইল ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ করা হবে। আর সেই কারণে সমস্ত টেলিকম অপারেটরদের দায়িত্বপূর্ণভাবে গ্রাহকদের কেওয়াইসি ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে। কারণ সাধারণত জালিয়াত বা প্রতারকরা একাধিক সিম কার্ড ব্যবহার করে থাকে। তাই এই কেওয়াইসি ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্যে দিয়ে TRAI- এর পক্ষ থেকে এই ধরনের স্প্যামার কল, কমার্শিয়াল কলের মতো অবাঞ্ছিত কার্যকলাপ বন্ধ করা সহজ হবে।
TrueCaller VS TRAI Caller ID
এতদিন পর্যন্ত আপনার মোবাইল ফোনে কেউ কল করলে সেই ব্যক্তিটি কে? তার পরিচয় কি? তা জানার জন্য Truecaller অ্যাপের সাহায্য নেওয়া হতো। এই Truecaller অ্যাপের মাধ্যমেই মোবাইল ফোনে কেউ ফোন করলে তার নাম স্ক্রিনে ফ্ল্যাশ হত। কিন্তু Truecaller অ্যাপের সমস্ত তথ্য ক্রাউড সোর্স এর উপর ভিত্তি করে তৈরি করা। তাই অনেক সময় এই তথ্য ভুল হতে দেখা যায়। আর এতে গ্রাহক নিজের নাম পরিবর্তন ও করতে পারে।
কিন্তু সরকারী এই নিয়মে সেটা আর করা যাবে না। যে ডকুমেন্ট জমা করবেন, সেই নাম ই দেখাবে। ঠিক সেই কারণে গ্রাহকের নাম মোবাইল ফোনের স্ক্রিনে সঠিকভাবে ফ্ল্যাশ করার জন্য KYC প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। আর তার জন্য প্রতিটি গ্রাহক কে নতুন করে KYC জমা করতে হবে। আর বানিজ্যিক নম্বর ও গ্রাহক কে TRAI Caller ID ডকুমেন্ট জমা করতে হবে। সেক্ষেত্রে কোনও লোন ডিপার্ট্মেন্ট বা অন্য কোনও সংস্থা বানিজ্যিক কাজে যে নম্বর ব্যবহার করবে, সেক্ষেত্রে অফিসিয়াল ডকুমেন্টস জমা করতে হবে।
শুধুমাত্র সাধারণ কলের ক্ষেত্রেই নয়, হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও TRAI Caller ID এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তবে বেশ কিছু গোষ্ঠীর পক্ষ থেকে Whatsapp Call-এ এই ধরনের ব্যবস্থা নেওয়া হলে সেটি ব্যক্তির গোপনীয়তার উপরে আক্রমণ করা হবে বলে অভিযোগ তোলা হচ্ছে। আর এই কারণেই সমস্ত ধরনের আইনি এবং সাংবিধানিক দিক খতিয়ে দেখে তারপরেই হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি নেওয়া হতে চলেছে। কারন WhatsApp Call পুরোটাই, এন্ড টু এন্ড এঙ্ক্রিপ্টেড।
TRAI- এর এই পদক্ষেপ জানার পর থেকেই ইন্টারনেট জগতে এই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তার কারণ এই ব্যবস্থা শুরু হয়ে গেলে যেকোনো ধরনের Unverified Call, Spam Call, Commercial Call এবং Cyber অপরাধীদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। TRAI App, TRAI Caller ID App, এই ধরনের বিভিন্ন অ্যাপ নিয়েও আলোচনা চলছে। তবে স্মার্টফোনে কল করা হলে যে ফোন থেকে এই কল হচ্ছে তার নাম কিভাবে ফ্ল্যাশ হবে? সেটি কি ডিফল্ট রূপেই দেখা যাবে, নাকি তার জন্য নির্দিষ্ট কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে, সেই বিষয়টি সম্বন্ধে এখনও ট্রাই এর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
লটারি টিকিট জেতার গোপন রহস্য ফাঁস, আন্দাজে না কেটে ডেল্টা নিয়মে একবার কেটে দেখুন।
তবে এ কথা ঠিক বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে। ফলে নিত্যদিন সাধারন মানুষ তাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের এরকম অবাঞ্ছিত কল বা প্রতারকদের সম্মুখীন হচ্ছেন। ট্রাই এর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নিলে সেটা অনেকটাই দূর করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। TRAI Caller ID এই ব্যাপারে আপনার কি মত? নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.
Good dicition of TRI Caller ID Upp.
Very very good decision.l was fallen fraud caller
Sir Trai er jonno ki abar document dite habe