Advertisement
কোন রোগের জন্য কোন হাসপাতাল (Top Hospitals in India)
Advertisement

শরীরে গুরুতর রোগ বাসা বেঁধেছে তা জানেন না? কোন হাসপাতাল (Top Hospitals in India) কোন রোগের জন্য ভালো। দেশের কোন কোন হাসপাতালে নিখরচায় চিকিৎসা করানো সম্ভব?
শরীর একটা যন্ত্রের মতো। যাতে ছোটো খাটো ত্রুটি মাঝেমধ্যেই দেখা দিতে পারে। কিন্তু অবহেলা করলেই বিপদ। তা ধীরে ধীরে বড়োসড় আকার নিতে সক্ষম। তখনই সঠিক চিকিৎসাধীন না হলে এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না।

Advertisement

একটি পরিবারে কোনো একজন ব্যক্তির গুরুতর অসুস্থতার কারণে বাকি সদস্যদের চিন্তা বাড়ে ব-ই কমে না। সেটা হতে পারে চোখের সমস্যা, লিভার, গ্যাস্ট্রিক আলসার, স্নায়ুগত সমস্যা ইত্যাদি। আর তখনই খোঁজ চলে মাল্টিস্পেশালিটি হাসপাতাল বা এই রোগের জন্য একটি ভালো হাসপাতালের (Top Hospitals in India). আজকে সেই বিষয়েই এই প্রতিবেদন।

Advertisement

সেরা মাল্টিস্পেশালিটি হাসপাতাল (Top Hospitals in India)

তবে শুরুতেই জানাই, এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল (Multispeciality Hospital) ঠিক কি?
নাম অনেকে শুনলেও কাজ সম্পর্কে অনেকেই অবগত নয়। আসলে এই ধরণের হাসপাতাল বলতে যেখানে সকল রোগের চিকিৎসা করা হয়, তা বোঝায়। ভারতে প্রথম সারির মাল্টিস্পেশালিটি হাসপাতাল (Top Hospitals in India) হল, এইমস দিল্লি এবং সিএমসি ভেলোর। এই দুটি হাসপাতালে রোগীর সংখ্যা নেহাতই কম নয়। আর হবে নাই বা কেন, সুনাম থাকলে তো কার্যটাও ভালো হতেই হয়।

যদিও এই হাসপাতালে চিকিৎসা করাতে হলে অনেক সময় এবং ধৈর্য্যের প্রয়োজন হয়। তবে যারা পরিষেবা নিয়েছেন তাদের অধিকাংশের মতে, এই দুটি হাসপাতালে খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম। তাই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য এই হাসপাতাল দুটি ভরসার অন্যতম ঠিকানা (Top Hospitals in India).
তবে যদি বেসরকারি বা কোনো ফাইভ ষ্টার পরিষেবা যুক্ত হাসপাতালে যেতে হয়, তার জন্য দিল্লির মেদান্তা হাসপাতাল বা মুম্বাই এর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে যাওয়া সম্ভব।

EK24 News

কোন রোগের জন্য কোন হাসপাতাল (Top Hospitals in India)

১) ক্যানসারের চিকিৎসা

বর্তমানে এমন অনেক রোগীই আছেন ক্যান্সারে আক্রান্ত হলেও, রোগ থেকে জয়লাভ করে আবারও সুস্থ ভাবে বেঁচে আছেন। তবে রোগ থেকে সাফল্য সবসময় একার চেষ্টায় সম্ভব নয়। এতে যেমন রোগীর বাঁচার চেষ্টা থাকে, থাকে ডাক্তারের অবদানও। আমরা অনেকেই মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের নাম শুনেছি। যেখানে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে থাকে। সেখানে চিকিৎসা করাতে হলে অনলাইনেই রোগীরা রেজিস্ট্রেশন করাতে পারেন।

Advertisement

আর যদি নিখরচায় চিকিৎসা করাতে চান কোনো ব্যক্তি তার জন্য বিশেষ ফর্ম পূরণ করতে হবে। এরপর অবশ্য হাসপাতালের তরফেই নির্দিষ্ট ডেট প্রদান করা হয় রোগীদের। তবে একটাই সমস্যা টা হল যে কোনো কঠিন রোগের সাপেক্ষে রোগীদের সঙ্গে সঙ্গে তার পরিবারকেও ভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য থাকতে হয়। এই সমস্যার সমধানও রয়েছে, কারণ যে কোনো হাসপাতালেই থাকে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার বিভাগ। সেখানে যোগাযোগ করলে, কোথায় থাকা যাবে, থাকা খাওয়ার হিসাব ইত্যাদি প্রদান করা হয়।

২) গ্যাস্ট্রোএন্টরোলজি

এই রোগে আক্রান্ত হলে রোগী এআইজি বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টরোলজি, হায়দ্রাবাদ, এই হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। যেখানে এই ধরণের সব রোগের চিকিৎসা (Top Hospitals in India) করা হয়। তাও আবার কম ব্যয়ে।
এছাড়া ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজেও দেখানো যাবে। আর যদি নিখরচায় চিকিৎসা করাতে হয় তার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। পাশাপাশি রয়েছে হাসপাতালের নিজস্ব ওয়েবসাইটও। অনলাইনে এর মাধ্যমে রোগীর যাবতীয় চিকিৎসার নথিপত্র জমা দিলেই হাসপাতালের তরফে বাকি বিষয়ে জানানো হবে।

আরও পড়ুন, সঞ্চয় করতে চান? আগে অবশ্যই এই 5টি বিষয়ে জেনে নিন।

৩) হৃদরোগ বা হার্টের সমস্যায়

হৃদ্‌রোগ- হৃদ্‌রোগের চিকিৎসার জন্য ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে চিকিৎসা করানো যাবে। এছাড়া ব্যাঙ্গালোরের নারায়না হৃদয়ালয়ের নাম এই রোগের নিরাময়ের জন্য যথেষ্ট সুখ্যাতি পেয়েছে। যেখানে নামকরা ডাক্তার দেবী শেঠি এই রোগ নিরাময়ে হাজির থাকেন। এছাড়া আরো অনেক হাসপাতালই রয়েছে, যেমন এশিয়ান হার্ট ইনস্টিটিউট, মুম্বাই। বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা।
কিন্তু যদি কম খরচে এই রোগের চিকিৎসা করাতে হয়, তবে শ্রী সত্য সাই ইনস্টিটিউট অব হাইয়্যার মেডিকেল সাইন্স বা সাই বাবা হাসপাতালটি ভরসার ঠিকানা (Top Hospitals in India) হতে পারে। সেক্ষেত্রে একইভাবে রোগীর পরিবার ধৈর্য্যের সঙ্গে এগোতে পারেন।

Advertisement

আবার বাড়লো সোনার দাম, কবে আবার কমবে, গ্রাফ থেকে জেনে নিন।

৪) পেটের সমস্যা

অন্ধ্রপ্রদেশের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএনটেরোলজি-তে এই চিকিৎসার জন্য বহু রোগী গিয়ে থাকেন। সেক্ষেত্রে অনলাইনে এই হাসপাতালের বিষয়ে জেনে নিতে পারেন। এখানে আগে থেকে নাম লিখিয়ে যেতে হবে।

৫) লিভার বা হেপাটোলজি চিকিৎসা

দীর্ঘদিন ধরে লিভার বা হেপাটোলজি রোগে ভুগছেন। তাহলে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারী সায়েন্সেস (আইএলবিএস), যেটি দিল্লিতে অবস্থিত, এই হাসপাতালে দেখানো যাবে। যারা ইতিমধ্যেই এই হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, তাদের অধিকাংশের মত অনুসারে, এই হাসপাতাল হল হেপাটলজি বা লিভারের জন্য স্পেশালাইজড একটি হাসপাতাল। যেখানে এখানে লিভার ট্রান্সপ্লান্ট সহ লিভারের যাবতীয় চিকিৎসা সম্ভব। তাও স্বল্প ব্যয়েই।

৬) চোখের এবং স্নায়ুর চিকিৎসা

তামিলনাড়ুর শঙ্কর নেত্রালয়ে বহু রোগী এই চিকিৎসার জন্য গিয়ে থাকেন। স্নায়ু রোগের চিকিৎসা করাতে হলে কর্নাটকের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স অন্যতম ঠিকানা হতে পারে। এই হাসপাতালে রোগীর সংখ্যা নেহাতই কম নয়। যেই কারণে ধৈর্য রেখে চিকিৎসা করাতে হয় রোগীদের। বহির্বিভাগে দেখানোর জন্য অনলাইনে বুকিং করা যাবে। পাশাপাশি রয়েছে হাসপাতালের নিজস্ব ওয়েবসাইট। সেক্ষেত্রে জরুরি চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে ডাক্তারের পরামর্শও নেওয়া যেতে পারে।
এছাড়া রয়েছে শ্রী সত্য সাই ইনস্টিটিউট অব হাইয়্যার মেডিকেল সাইন্স বা সাই বাবা হাসপাতাল, যেখানে একদম নিখরচায় এই রোগের চিকিৎসা (Top Hospitals in India) করানো যায়।

Advertisement

৭) ENT বা নাক কান গলার চিকিৎসা

এর জন্য মাদ্রাজ ইএনটি রিসার্চ ফাউন্ডেশন (এমইআরএফ), jএটি চেন্নাইতে অবস্থিত। তবে এটি একটি প্রাইভেট স্পেশালাইজড হাসপাতাল হওয়ার কারণে চিকিৎসার খরচ বেশ ব্যয়বহুল হতে পারে রোগীর পরিবারের কাছে। সেই কারণে এইমস দিল্লি এবং সিএমসি ভেলোরে চিকিৎসার জন্য যেতে পারেন।

৮) ইনফারটিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসা

বর্তমানে এই রোগে অনেকেই আক্রান্ত হয়ে থাকেন। এই রোগের চিকিৎসায় দেশে অনেক হাসপাতাল রয়েছে, তবে সুনামের শীর্ষে থাকা হাসপাতালগুলির মধ্যে একটি হল ঐশ্বরিয়া ওমেনস ফার্টিলিটি সেন্টার, যেটি চেন্নাই এ অবস্থিত। অন্য একটি হল জাসলক ফার্টিলিটি সেন্টার, যেটি মুম্বাই এ অবস্থিত।
তবে দুটি হাসপাতালই প্রাইভেট হাসপাতাল, তাই চিকিৎসা খরচ সাধারণ মানুষের কাছে অনেকটাই ব্যয়বহুল।

West Bengal Health Scheme

এই প্রতিবেদনে কেবলমাত্র বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ভালো হাসপাতালের (Top Hospitals in India) বিষয়ে জানানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে সেটি কোথায় অবস্থিত। এবার গন্তব্যে কিভাবে পৌঁছনো সম্ভব, সেই সম্পর্কে জানানো হচ্ছে না। কারণ কেবলমাত্র এ দেশের মানুষ নন, রোগী অন্যান্য দেশের থেকেও এ দেশে দেখানোর জন্য আসতে পারেন। সেক্ষেত্রে যাত্রাপথের বিবরণ সবার জন্য একই হবে না। তাই এই ক্ষেত্রে এমন একজন ব্যক্তির সাহায্য নিতে হবে, যিনি যাত্রাপথের সঠিক বিবরণ দিতে পারবেন। সঙ্গে ভিন রাজ্যে গিয়ে থাকা -খাওয়া ইত্যাদির ক্ষেত্রেও সাহায্য করতে পারবেন।

Advertisement

যদিও এই বিষয়ে সাহায্য করার জন্য প্রত্যেক হাসপাতালে সোশ্যাল ওয়ার্কার থাকেন। যিনি ধারণা দিতে সক্ষম।
তবে জরুরি বিষয়, হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার আগে প্রয়োজনীয় দিকগুলি চেক করে নিতে ভুলবেন না। বর্তমান উন্নত তথ্য প্রযুক্তির যুগে এই কাজ আরো সহজ হয়ে গিয়েছে।
এই সংক্রান্ত খবরের (Top Hospitals in India) নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by M Basak.

Advertisement
Advertisement
4 thoughts on “Top Hospitals in India – ভারতের সেরা হাসপাতালের তালিকা। কোন রোগের জন্য কোন হাসপাতাল ভালো?”
  1. Thalassemia disease better treatment er Hospital and procedures and location janaben, paid treatment and free treatment dutoi janale khub upokar hoi

  2. সুগারের জন্য বেস্ট হাসপাহাল বললে খুব উপকার হতো দাদা।ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement