Top 5 Mutual Fund – সবচেয়ে কম রিস্কে, এক বছরে দুর্দান্ত রিটার্ন দেওয়া সেরা ৫টি মিউচুয়াল ফান্ড

আপনি যদি বিনিয়োগ করে ভাল রিটার্ন চান, তাহলে মিউচুয়াল ফান্ডের (Top 5 Mutual Fund) ফান্ড অফ ফান্ডস (fund of fund mutual fund) বিভাগে বিনিয়োগ করতে পারেন। এতে রিস্ক যেমন কম, তেমনি রিটার্ন ও ভালো পাবেন। জেনে নিন ফান্ড অফ ফান্ডস কী ?

Advertisement

ফান্ড অফ ফান্ডস হল মিউচুয়াল ফান্ডের এমন একটি স্কিম যা অন্যান্য মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করে। ফান্ড অফ ফান্ডস কোনও কোম্পানির শেয়ার বা বন্ডে লগ্নি করে না। বরং অন্যান্য স্কিমের ইউনিট কিনে রাখে। একজন ফান্ড অফ ফান্ডসের ম্যানেজার তার নিজের ফান্ড হাউস বা অন্যান্য ফান্ড হাউসের একাধিক স্কিমে বিনিয়োগ করতে পারেন। (Top 5 Mutual Fund)

Advertisement

কাদের জন্য এই স্কিম ?

পুঁজি কম হওয়ার কারণে যারা একাধিক স্কিমে টাকা রাখতে পারেন না তাদের জন্য এই Fund of Funds স্কিম। এই স্কিমের মাধ্যমে কম অর্থ বিনিয়োগ করে অনেক জায়গায় তা খাটাতে পারেন আমানতকারীরা। এর ফলে আপনার রিটার্নের অর্থ অনেকটাই বেড়ে যায়। স্বাভাবিকভাবেই যা থেকে উপকৃত হন ছোট বিনিয়োগকারীরা। (Top 5 Mutual Fund)

SIP এর মাধ্যমে বিনিয়োগ করুন

মিউচুয়াল ফান্ডে একবারে অর্থ বিনিয়োগ করার পরিবর্তে লগ্নিকারীর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এর মাধ্যমে বিনিয়োগ করা উচিত। SIP এর মাধ্যমে, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে পারবেন।এতে বিনিয়োগের ঝুঁকি কম। কারণ এটি বাজারের ওঠানামার ওপর খুব বেশি প্রভাবিত হয় না। এবার দেখে নেওয়া যাক গত কয়েক বছরে কোন স্কীম গুলো নিরাপত্তার সাথে ভালো রিটার্ন দিয়েছে, এবং আগামী কয়েক বছরেও যাদের সম্ভাবনা উজ্জ্বল।

Advertisement

Top 5 Mutual Fund – সবচেয়ে কম রিস্কে, এক বছরে দুর্দান্ত রিটার্ন দেওয়া সেরা ৫টি মিউচুয়াল ফান্ড

ICICI প্রুডেনশিয়াল নিফটি নেক্সট 50 ইনডেক্স ফান্ড

১ বছরের রিটার্ন: ৫১.৭
৩ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৭.৫
৫ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৫.০

Advertisement

আইডিবিআই নিফটি জুনিয়র ইনডেক্স ফান্ড

১ বছরের রিটার্ন: ৫১.৬
৩ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৭.৩
৫ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৪.৪

Advertisement

আরও পড়ুন,  পোষ্ট অফিসের নতুন স্কীম, মাত্র দশ হাজার দিলে লাখ টাকা পাবেন

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাডভাইজার সিরিজ

১ বছরের রিটার্ন: ৫০.৫
৩ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৮.৪
৫ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৪.৭

Advertisement

ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ডায়নামিক পিই রেশিও

১ বছরের রিটার্ন: ৪৬.৩
৩ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১১.৪
৫ বছরের বেশি বার্ষিক গড় রিটার্ন: ১০.২

ইউটিআই নিফটি সূচক তহবিল

১ বছরের রিটার্ন: ৪৩.৯
৩ বছরে গড় বার্ষিক রিটার্ন: ২১.০
৫ বছরে গড় বার্ষিক রিটার্ন: ১৭.৯

(মিউচুয়াল ফান্ড বিনিয়োগগুলি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। সমস্ত স্কিমের নথি সাবধানে পড়ুন। বিনিয়োগ করতে সর্বদা বিশেষজ্ঞ পেশাদারের পরামর্শ নিন। এবং এটা কোনও স্পন্সরশিপ আর্টিকেল নয়, বিগত বছরগুলো যে প্লান গুলো সর্বাধিক রিটার্ন দিয়েছে, সেগুলোই তুলে ধরা হয়েছে)

Advertisement

আরও পড়ুন, সর্বাধিক সুদ দেওয়া দেশের সেরা ৭টি সরকারী স্কীম

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment