আগামী অর্থবর্ষের কথা মাথায় রেখে এবং ট্রাই (TRAI) এর নতুন নিয়ম অনুসারে, ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা জিও, Jio Recharge Plan তথা তার গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসেছে ১০ টি রিচার্জ প্ল্যান। প্ল্যানগুলি বিভিন্ন দামের এবং এগুলির মেয়াদও বিভিন্ন। প্ল্যানগুলি রিচার্জ করলে ফ্রি কলিং, মেসেজ, ইন্টারনেট তো বটেই সাথে মিলবে বিভিন্ন জিও অ্যাপের সাবস্ক্রিপশন। কয়েকটি প্ল্যান আগের মুল্যেই আছে, কিন্তু ভ্যালিডিটি ও পরিষেবা পরিবর্তন হয়েছে।
Jio Recharge Plan – জিও এর সেরা ১০ টি প্ল্যান দেখে নিন।
Top 10 Jio Recharge Plans:
১. ১৭৯ টাকার প্ল্যানঃ
এই প্ল্যানটি রিচার্জ করালে গ্রাহকরা প্রতিদিন ১ GB ডেটা ও ১০০ টি SMS এর সুবিধার সাথে ও কলিংয়ের সুবিধা দেয়। এই প্ল্যানটির মেয়াদ ২৪ দিন।
২. ১৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি প্রতিদিন ১.৫ GB ডেটা, ১০০ টি SMS ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিয়ে থাকে তার গ্রাহকদের। এখানে ২৩ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
৩. ২০৯ টাকার প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করলে মিলবে প্রতিদিন ১ GB ডেটা , ১০০ টি SMS এর সুবিধা। পাশাপাশি এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংও পাওয়া যায়। এই Jio Recharge Plan টি 28 দিনের বৈধতার সাথে আসে।
৪. ২৩৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি ডেটা , ১০০ টি SMS এর এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিয়ে থাকে। এই Jio Recharge Plan প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
৫. 249 টাকার প্ল্যান
এই বিশেষ Jio Recharge Plan প্ল্যানটি জিওর ওয়েলকাম অফারের প্ল্যানগুলির মধ্যে একটি। এটি একটি 5G প্ল্যান। এটি রিচার্জ করালে আপনি প্রতিদিন ২ GB ডেটা, ১০০ টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটিতে ৩০ দিন অর্থাৎ ১ মাসের বৈধতা মেলে।
৬. ২৫৯ টাকার প্ল্যান
এটি জিওর আরেকটি ওয়েলকাম অফার প্ল্যান। এই প্ল্যানে কোম্পানি এক মাসের জন্য গ্রাহকদের ১.৫ GB দৈনিক ডেটা, ১০০ টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যানটি রিচার্জ করালেও গ্রাহকরা ৫ G ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন।
৭. ২৯৬ টাকার প্ল্যান
জিও কোম্পানি গ্রাহকদের জন্য মোট ২৫ GB ডেটা, যে কোনো নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা দিয়ে থাকে এই প্ল্যানটির মাধ্যমে। এখানে ৩০ দিনের বৈধতা দেওয়া হয়।
৮. ২৯৯ টাকার প্ল্যান
প্রিপেড প্ল্যান গুলির মধ্যে এটি জিওর অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান। এতে জিও তার গ্রাহকদের প্রতিদিন ২ GB করে ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ টি SMS এর সুবিধা দেয়। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
৯. ৩৪৯ টাকার প্ল্যান
এখানে গ্রাহকরা ২.৫ GB করে দৈনিক ডেটা, প্রতিদিন ১০০ টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে থাকেন। এই প্ল্যানটির মেয়াদ ৩০ দিন।
রেশন কার্ডে মাল তুলছেন তো, এই নতুন নিয়ম না জানলে হবে চরম ক্ষতি! বিস্তারিত দেখুন।
১০. ৪১৯ টাকার প্ল্যান
জিওর এই Jio Recharge Plan এ গ্রাহকরা প্রতিদিন ৩ GB করে ডেটা, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ১০০ টি SMS এর সুবিধা পেয়ে থাকেন। বেশি ডেটা যাদের প্রয়োজন হয়, তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। এখানে ২৮ দিনের ভ্যালিডিটি মেলে কোম্পানির তরফে।
আর হেয়ালি নয়, প্যান আধার লিংক না করলে এই 22 টি সরকারী সুবিধা পাবেন না।
এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান হচ্ছে ২০৯ টাকার। তাই এই প্ল্যানে বিশেষ কিছু পরিবর্তন করে রিস্ক নেয়নি জিও। উপরের সব কটি রিচার্জ প্ল্যানের সাথেই মিলবে জিও সাভান, মাই জিও, জিও টিভি ইত্যাদি জিওর নানান অ্যাপের সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরী না করে নিজের পছন্দের প্ল্যানটি বেছে নিয়ে রিচার্জ করে ফেলুন।
Written by Antara Banerjee.