Advertisement
mobile recharge plans (মোবাইল রিচার্জ প্লান্স)
Advertisement

বর্তমানে সমস্ত জিনিসের দাম উর্দ্ধমুখী। এমতাবস্থায় বেশি দামি রিচার্জ প্ল্যানকে (Mobile Recharge) দূরে রেখে বেশিরভাগ গ্রাহকই চাইছেন কম খরচে আনলিমিটেড কল এবং ইন্টারনেট পরিষেবা পেতে। আবার বেশ কিছু গ্রাহকের বাড়ি এবং অফিসে ওয়াইফাই থাকার জন্য মোবাইলে বেশি ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। ফলত সেই সব গ্রাফকরা কম দামে কিছু পরিমাণ ডেটা এবং কলিংয়ের সুবিধা খোঁজেন।

Advertisement

ভারতের তিনটি জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন – আইডিয়া যা একত্রে VI বলে পরিচিত। তিনটি টেলিকম সংস্থার তরফেই বাজারে বেশ কিছু Mobile Recharge প্ল্যান আনা হয়েছে যেগুলি দামে সস্তা হলেও সুবিধার দিক থেকে বেশ মনোগ্রাহী। এই প্রতিবেদনে সেই রকম 5 টি প্ল্যান নিয়েই আলোচনা করা হল।

Advertisement

Top 5 Mobile Recharge Plans:

1) জিওর 149 টাকার প্ল্যান
এই প্ল্যানটি জিওর একদম বেসিক প্ল্যান। মাত্র 149 টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা জিওর তরফ থেকে পেয়ে যাবেন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। সাথে থাকবে প্রতি দিন 100 টি করে SMS পাঠানোর সুবিধাও। দৈনিক 1 জিবি করে ইন্টারনেটও দেওয়া হবে গ্রাহকদের। এই প্ল্যানের বৈধতা 20 দিন।
Mobile Recharge এর সাথে মিলবে জিওর বিভিন্ন অ্যাপ যেমন মাই জিও, জিও টিভি, জিও সিনেমা, ডিজনি হটস্টার, জিও সাভান ইত্যাদি অ্যাপগুলির সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisement

2) এয়ারটেলের 155 টাকার প্ল্যান
এটি এয়ারটেল টেলকোর গ্রাস রুট বা একদম শুরুর প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের দেওয়া হয়ে থাকে মোট 300 টি SMS এর সুবিধা এবং প্রতি দিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের অপশন। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন মোট 1 জিবি ডেটা। সাথে মিলবে Hellotunes, ও Wynk Music-এর একদম বিনামূল্য সাবস্ক্রিপশন। এই প্ল্যানটির মেয়াদ 24 দিনের।

3) VI এর 179 টাকার প্ল্যান
এটি ভি-এর একদম রুট লেভেলের প্ল্যান। এখানে 179 টাকার রিচার্জের বিনিময়ে গ্রাহক পেয়ে যান মোট 2 জিবি ডেটা। সাথে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং মোট 300 টি SMS এর সুবিধা। সাথে বাড়তি সুবিধা হিসাবে পাওয়া যায় ভি মুভিজ এবং টিভির সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এই প্ল্যানের মেয়াদ 28 দিনের।

EK24 News

কেন্দ্র দিচ্ছে 5 লক্ষ টাকার সুবিধা, এই প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন জেনে নিন।

4) VI এর 195 টাকার প্ল্যান
200 টাকার নীচে ভি এর আরও একটি প্ল্যান রয়েছে, যার মূল্য হল 195 টাকা। এখানে পুরো একমাসের অর্থাৎ 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় গ্রাহকদের। এর সাথে থাকে 2 জিবি ডেটা ব্যালেন্স এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। 30 দিনে মোট 300 টি SMS এর সুবিধাও দেওয়া হয় গ্রাহকদের। এর পাশাপাশি, বাড়তি সুবিধা হিসাবে দেওয়া হয় ভি মুভিজ এবং টিভির সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisement

5) 209 টাকার প্ল্যান
209 টাকার প্ল্যান রয়েছে জিও এবং এয়ালটেল, এই দুটি টেলকোরই।
জিও তাদের 209 টাকার প্ল্যানে গ্রাহকদের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং দৈনিক 100 টি করে মেসেজের সুবিধা দিয়ে থাকে। সাথে মেলে দৈনিক 1 জিবি করে ডেটা। পাশাপাশি গ্রাহকরা পেয়ে যান জিওর বিভিন্ন অ্যাপ যেমন মাই জিও, জিও টিভি, জিও সিনেমা, ডিজনি হটস্টার, জিও সাভান ইত্যাদি অ্যাপগুলির সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এই প্ল্যানের মেয়াদ 28 দিনের।
অন্যদিকে, এয়ারটেল তাদের 209 টাকার Mobile Recharge প্ল্যানে 21 দিনের বৈধতা দেয়।

এখানে দৈনিক 100 টি করে মেসেজ এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিয়ে থাকে। দৈনিক 1 জিবি করে ডেটাও দেওয়া হয়। সাথে গ্রাহকরা পেয়ে যান Hellotunes, ও Wynk Music-এর একদম বিনামূল্য সাবস্ক্রিপশন।
তবে আর দেরী কীসের! এক্ষুনি আপনার টেলিকম সংস্থার সবচেয়ে কমদামি Mobile Recharge প্ল্যানটি রিচার্জ করে উপভোগ করুন আনলিমিটেড ডেটা এবং কলিংয়ের সুবিধা

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement