Advertisement
Telecom News Jio Customer Loss
Advertisement

Telecom News : লাগাতার গ্রাহক হারিয়ে কেমন চলছে Jio এবং VI?

এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থার আসনে রয়েছে রিলায়েন্স জিও (Telecom News)। অন্যদিকে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে ভোডাফোন আইডিয়া। তবে গত বছরের শেষের দিকে দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা নিজেদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। যার মাসুল এখন রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়াকে গুনতে হচ্ছে বলে অনেকে মনে করছেন।

Advertisement

জানুয়ারি মাসে টেলিকম সংস্থার জন্য জারি হওয়া রিপোর্টে দেখা গেছে, রিলায়েন্স জিও প্রায় এবং ৯৩ লক্ষ এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রায় ৩ লক্ষ গ্রাহক হারিয়েছে (Telecom News)। অন্যদিকে ঠিক টার একমাস আগে ডিসেম্বরে রিলায়েন্স জিও প্রায় ১.৩ কোটি গ্রাহক হারিয়েছিল। যেটি নিঃসন্দেহে ভাবনার বিষয়।

Advertisement

আবার এবছরের ফেব্রুয়ারি মাসের রিপোর্টের দিকে নজর রাখলে দেখা যাবে, রিলায়েন্স জিও তাদের প্রায় ৩৬ লক্ষ গ্রাহক হারিয়েছে। অন্যদিকে ঠিক তারপরে মার্চ মাসে প্রায় ১৫ লক্ষ গ্রাহক কমেছে ভোদাফোন আইডিয়া সংস্থার (Telecom News)। এই নিয়ে দুটি সংস্থাই টানা ৩ মাস গ্রাহক হারিয়েছে চলেছে।

Advertisement

গত মাসের শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জিও এর গ্রাহক সংখ্যা ৪০.২ কোটি এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা ২৬.৪৫ কোটি। ওদিকে প্রতিদ্বন্দ্বীতায় লাভের মুখ দেখেছে দেশের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Telecom News)। রিপোর্টে প্রকাশ পেয়েছে, গত মাসে ১৬ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থায়। যদিও ফেব্রুয়ারি মাস পর্যন্ত এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৩৫.৮ কোটি।

যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুর মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে মানুষের নাজেহাল অবস্থা। যদিও রিলায়েন্স জিও এর অফার বেশি থাকায় বা গ্রাহকদের সেগুলি বেশি পছন্দ হওয়ায় তাদের গ্রাহক সংখ্যা বাকিদের তুলনায় একটু বেশি (Telecom News)। তবুও গ্রাহকরা আজকাল একের বেশি সিম থাকলেও তা ব্যবহার করতে চান না রিচার্জের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাওয়ায়।

EK24 News

আরও পড়ুন, এই সপ্তাহের মধ্যে Jio তে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলে মিলবে ১০০ টাকা ছাড়!

আর তাই অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা এটা মনে করে থাকছেন যে, প্ল্যানের দাম এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ার ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত – প্রায় সকলের পকেটে টান পড়েছে। তাই একাধিক সিম থাকলেও তা আর ব্যবহার করতে চাইছেন না গ্রাহকরা।

Advertisement

তাদের বক্তব্য, একটি সিম দিয়ে সারামাস চালানো যেতে পারে যেমনটা আগে করা হত। আর এই কারণে ধাক্কা খাচ্ছে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা (Telecom News) রিলায়েন্স জিও এবং তৃতীয় বৃহত্তম সংস্থা ভোডাফোন আইডিয়া।

এইরকম হু হু করে রিচার্জের দাম বাড়ানো কি ঠিক হয়েছে? নিচে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। অর্থনীতি ও টেলিকম সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by- Manisha Basak.

আরও পড়ুন, এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত! এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হল এয়ারটেল গ্রাহকেরা

Advertisement
Advertisement
One thought on “Telecom News : ১৪৯ টাকার প্ল্যান ২০৯ টাকা করায় ২ মাসে এক কোটি গ্রাহক হারালো Jio, আম্বানীর কপালে চিন্তার ভাঁজ, breaking news”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement