আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে Swami Vivekananda Scholarship এর মতো একাধিক স্কলারশিপ এর বন্দোবস্ত রয়েছে। সেই সমস্ত স্কলারশিপ এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ হলো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship এই স্কলারশিপের মাধ্যমে বহু ছাত্র-ছাত্রী আর্থিকভাবে সহযোগিতা পেয়ে উপকৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন।
তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। এই আলোচনায় সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে। কারণ ইতিমধ্যেই Swami Vivekananda Scholarship এর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পড়ুয়াদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।
এবার যে সমস্ত পড়ুয়ার ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়নি বা মোবাইলে মেসেজ যায়নি, তাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। কি কি সমস্যা হতে পারে এবং সে ক্ষেত্রে কি করণীয় দেখে নেওয়া যাক।
Swami Vivekananda Scholarship 2023:
১. স্কলারশিপ এর টাকা দেওয়ার মেসেজ এলেও ব্যাংকে টাকা ঢোকেনি-
যদি মোবাইলে স্কলারশিপে Scholarship Payment Massage টাকা দেওয়ার মেসেজ চলে এসে থাকে, তারপরও ব্যাংক একাউন্টে টাকা না ঢোকে, তাহলে সমস্যা ব্যাংকেই রয়েছে। সে ক্ষেত্রে হয়তো ব্যাংক ছুটি ছিল বা ব্যাংকের কাজকর্ম খুব ধীরগতিতে চলছে বা অন্যান্য কোনো সমস্যার জন্য ব্যাংকের একাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তবে এ ক্ষেত্রে চিন্তার কারণ নেই। ব্যাংকের কাজকর্ম শুরু হলেই টাকা একাউন্টে ঢুকতে পারে।
২. একাউন্টে কবে টাকা ঢুকবে-
Swami Vivekananda Scholarship এর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত যদি ব্যাংক একাউন্টে Bank Account টাকা না ঢুকে থাকে তাহলে মাঝে মধ্যেই স্কলারশিপের স্ট্যাটাস চেক করে দেখতে হবে। যদি Application Approved Scholarship Amount Disbursed এই কথাটি লেখা আসে, তাহলেই আপনার টাকা একাউন্টে ঢুকে যাবে।
৩. পেমেন্ট ফেল মেসেজ এসেছে-
যদি এই মেসেজ আপনার মোবাইলে আসে, তাহলে বুঝতে হবে ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে। হয় আপনার ব্যাংক একাউন্টে নির্দিষ্ট কোনো লিমিট রয়েছে নয়তো ব্যাংক একাউন্ট দীর্ঘদিন লেনদেন বন্ধ ছিল কিংবা একাউন্টে অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে। এই মেসেজ পেলে ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে Swami Vivekananda Scholarship স্কলারশিপ এর জন্য ইমেইল করে সমস্যার সমাধানের জন্য জানাতে হবে।
মাধ্যমিক পরীক্ষায় ভুগোলে লেটার মার্কস পেতে, এই কৌশল গুলি মনে রাখবে।
৪. আবেদন করা হয়েছে, কবে টাকা পেতে পারি?
এক্ষেত্রে যদি মাসের শেষের দিকে আবেদন করে থাকেন, তাহলে অপেক্ষা করতে হবে। তার কারণ মাসের শেষের দিকের আবেদন পরবর্তী মাসে গিয়ে চেক করে তারপরেই Swami Vivekananda Scholarship এর টাকা আসে। ফলে স্ট্যাটাস চেক করতে থাকুন। সাধারণত দুই এক মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন।
বিদ্যালয়ে ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে জারি হল নতুন নির্দেশিকা।
৫. কোনো মেসেজ এখনো পর্যন্ত আসেনি-
যদি আবেদন করার পর এখনো পর্যন্ত মেসেজ না এসে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Swami Vivekananda Scholarshipp এর ফান্ড যেভাবে আসে, তার ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের পর্যায়ক্রমে লিস্ট তৈরি করে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে মাঝে মধ্যেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। যখনই আপনার স্ট্যাটাসে Application Approved Scholarship Amount Disbursed কথাটি লেখা আসবে, তখনই আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে।
Written by Rajib Ghosh.
Sir, I didn’t get the money immediately, but will I not get the money again?
I am application NO-SSP2021050603493805
DATE OF BIRTH 20/08/2003
Wb1221869305481
Sir, I didn’t get the money immediately but will l not get the money a gain I am application no wb1221869305481 dat of birth 5/8/2004
Swami vivekananda
Amar taka dhukheni. status a under process hoa thake gache .
স্যার,
আমি এখনো টাকা পাইনি। আমার Application Submission – Pending দেখাচ্ছে। আমি কি টাকা পাব ?
অপেক্ষা করুন, কয়েকদিন পর আবার স্ট্যাটাস চেক করুন।