Advertisement
Swachh Bharat Mission Gramin Phase 2 (স্বচ্ছ ভারত মিশন)
Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার জন্য Swachh Bharat Mission Gramin Phase 2 সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। যে প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে দেশের দরিদ্র শ্রেণীর মানুষেরা যথেষ্ট উপকৃত হয়েছেন।
স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission Gramin Phase 2) প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন করার উপরে গুরুত্ব আরোপ করেছেন, তেমনি অপরদিকে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই প্রকল্পের অধীনে একাধিক সুযোগ-সুবিধা দিয়েছেন। এখনো পর্যন্ত ভারতবর্ষের বহু মানুষের বসবাস করার জন্য মাথার উপর ছাদ নেই। নিজের বাড়ি বলতে কিছু নেই।

Advertisement

আর তাই তাদের মাথার উপরে ছাদ দেওয়ার লক্ষ্যে ভারত সরকারের তরফে আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana) মাধ্যমে গরিব মানুষকে বাড়ি তৈরি করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার ৬০% টাকা দিচ্ছে এই আবাস যোজনা প্রকল্পে, বাকি ৪০ শতাংশ টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর এবার বাড়ির টয়লেট বা শৌচাগার তৈরির জন্য টাকা দিচ্ছে সরকার।

Advertisement

Swachh Bharat Mission Gramin Phase 2:

এই প্রসঙ্গে জানা গেছে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু গরীব মানুষের বা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ কোনো রকমে মাথা গোজার ঠাঁই তৈরি করে নিলেও শৌচাগারের দিকে গুরুত্ব দেন না। আর তার ফলে পরিবেশ দূষিত হতে থাকে। যার প্রভাব সরাসরি সেই মানুষদের উপরেও পড়ে। আর সেই দিকেই লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের তরফে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষদের স্বাস্থ্যসম্মত আধুনিক উপায়ে শৌচাগার (Toilet) বানানোর জন্য আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই শৌচাগার বানানোর জন্য ১২ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে।

Advertisement
Genex Child Project ( কন্যা সন্তান থাকলেই টাকা দেবে)

কিভাবে টাকা পাবেনঃ
স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় বা Swachh Bharat Mission Gramin Phase 2 তে এই ১২ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই প্রকল্পে আবেদন আপনি ঘরে বসেই করতে পারবেন।
এর জন্য প্রথমেই আপনাকে Swachh Bharat Mission Gramin Phase এর এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
তারপর সেখানে নিজের নাম, ঠিকানা, রাজ্যের নাম, লিঙ্গ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে Login করতে হবে।

PM Kisan প্রকল্পে 14 কোটি গ্রাহকের একাউন্টে টাকা ঢোকা শুরু। কারা আগে পাবেন?

কি কি ডকুমেন্টস লাগবে?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগবে, তাহল, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই।
Registration করার পর আপনার ID Password হবে, যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই মোবাইল নম্বরের শেষ ৪টি সংখ্যা। এরপর Swachh Bharat Mission Gramin Phase এর New Application এ ক্লিক করে রাজ্য, ব্লক, অঞ্চল, গ্রামের নাম দিতে হবে।

EK24 News

জন্মের মতো বন্ধ হয়ে গেল ৯৯ টাকার মোবাইল রিচার্জ প্ল্যান, গরীব মানুষের মাথায় হাত.

এরপর নিজের নাম, বাবার নাম/ স্বামীর নাম, আধার কার্ড নম্বর দিতে হবে।
ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর সহ ব্যাংকের ডিটেলস লিখে Submit করতে হবে। তবেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement
8 thoughts on “টয়লেট বানানোর জন্য 12000 টাকা দিচ্ছে সরকার। Swachh Bharat Mission Gramin Phase 2 প্রকল্পে নাম নেওয়া শুরু হলো।”
  1. স্যার, আর বলেন না, যত জনের আবেদন করেছি সব গুলো রিজেক্ট হয়ে গেছে। তাই আবেদন করে লাভ হবে না, মনে হচ্ছে।😥

  2. Advertisement
  3. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement