Advertisement
Summer Vacation West Bengal
Advertisement

Summer Vacation – গরমের ছুটির মধ্যেই স্কুলে যাওয়ার নির্দেশ।

গত ১৫ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে গরমের ছুটি (Summer Vacation West Bengal) থাকলেও গত সপ্তাহে তীব্র গরমের জন্য সেই ছুটি আবার ১২ দিন বাড়িয়ে দেওয়া হয়। তবে স্কুল বন্ধ থাকলেও কয়েকটি কারনের জন্য স্কুল খোলা রাখতে বলা হয়েছে।

Advertisement

এবং গত দুইদিন তাপমাত্রা নিয়ন্ত্রনে আসায় আজ মুখ্যমন্ত্রীর দপ্তরে স্কুল খোলার জন্য লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী সোমবার থেকে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে। সব মিলিয়ে নির্ধারিত দিনের আগেই পশ্চিমবঙ্গে খুলতে পারে স্কুল। এদিকে গরমের ছুটিতে (Summer Vacation) স্কুল বন্ধ থাকার অর্ডার থাকলেও স্কুল খোলা রেখে শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে, দেখা যাক কোন কোন কারনে স্কুল খোলা থাকবে।

Advertisement

ছুটির মধ্যেই যে সমস্ত কাজ সারতে হবেঃ
১) প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের গরমের ছুটির মধ্যে আবার মিড ডে মিল সামগ্রী দেওয়া হবে, সেই জন্য সমস্ত শিক্ষককে অন্তত তিন দিন স্কুলে যেতে হবে, জেলা ও স্কুল ভেদে এই তারিখ নির্ধারিত হবে। Summer Vacation

Advertisement

২) গরমের ছুটির (Summer Vacation) পর সমস্ত পড়ুয়াদের নীল সাদা ড্রেস দেওয়া হবে, যে সমস্ত স্কুল এখনো ড্রেসের মাপ দেয়নি, ছুটির মধ্যেই স্কুল খোলা রেখে পড়ুয়াদের ড্রেসের মাপ নিয়ে জমা করতে হবে, এই মর্মে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে নির্দেশ এসেছে।

পহেলা জুলাই থেকে সপ্তাহে 3 দিন ছুটি, দিনে ১২ ঘন্টা কাজ, দুবার বেতন বৃদ্ধি, জানুন

৩) মাধ্যমিকের রেজাল্টের পর সমস্ত পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সমস্ত দিন স্কুল খোলা থাকবে। এছাড়া আগামী ২০ তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের খাতা রিভিউ করার আবেদন চলবে।

৪) উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি হওয়া শিক্ষকেরা গরমের ছুটির (Summer Vacation) মধ্যেই নতুন স্কুলে যোগদান করবেন।

EK24 News

আরও পড়ুন, রোজ 1 জিবি ডেটা, ফ্রি কল, 150 টাকার সেই আগের প্লান ফিরিয়ে আনলো জিও, দেখুন

সংবাদমাধ্যম সুত্রের খবর আজই স্কুল খোলা নিয়ে আরেক দফা আলোচনা হতে পারে। নতুন করে ছুটি বাড়ানোর পর বিভিন্ন মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যকে। অন্যদিকে ছুটি ঘোষণার পরই রাজ্যের আবহাওয়া আবার পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে স্কুল খোলা উচিত? আপনার কি মনে হয়, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপডেট আসছে।

Advertisement

আরও পড়ুন, আজ থেকে ফের বাড়ল LPG গ্যাসের দাম, অতিরিক্ত কত টাকা চোকাতে হবে

Advertisement
Advertisement
9 thoughts on “Summer Vacation – গরমের ছুটির মধ্যে শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ, কোন কোনদিন যেতে হবে দেখুন, New order pdf Download”
  1. রাজ্য সরকারের সিদ্ধান্ত ইকডম সঠিক দয়া করে স্কুল খুলবেন না, আমাদের মুখ্যমন্ত্রীর tulonaee hoyna

    1. ছুটিটার প্রধান কারণ দেখানো হয়েছিল প্রচন্ড তাপমাত্রা সেটাই যখন এখন কমে গেছে তাহলে সব স্কুল আর বন্ধ রাখা উচিত হবে না।
      20/06/2022 তারিখে স্কুল খুলে দেওয়া উচিত।

  2. Advertisement
  3. All Schools should be opened immediately. Last ২ yrs our kids have suffered lot. I don’t understand why it is closed for so long days . Summer will be there but that does not mean our should not go to school. They need to deal with it

  4. It is appreciated that the summer vaccation will be over soon: thus the Students and theTeachers will meet each other for further study.Interaction of both the teachers and the students will be helpful.

  5. School puropuri bandho kore diye education ta pvt kore dile valo. takhon master didimoni der comment kora bandho habe. Karon master o didimoni ra sudhu chuti khete chai bari Bose salary nite chai. Lockdown er moja era peye gache.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement