Advertisement
Summer Vacation 2022 in West Bengal
Advertisement

Summer Vacation : কাঠফাটা গরমে চলছে স্কুল, কবে মিলবে পড়ুয়াদের রেহাই? দেখুন

এগোচ্ছে দিন, বাড়ছে আরও গরম (Summer Vacation)। প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে সকলের। ইতিমধ্যেই সরকার থেকে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। বলা হয়েছে, খুব প্রয়োজন না পড়লে দিনের বেলার যখন সূর্য্যি মামা তার সমস্ত রাগ উগড়ে দেওয়ার অবস্থায় থাকেন, তখন বাড়ি থেকে না বেরনোই ভালো। শিশু থেকে বয়স্ক প্রায় সকলেই কোন না কোন কাজে দিনের বেলায় বাড়ির বাইরে যানই।

Advertisement

নিশ্চিত ভাবে প্রাপ্ত বয়স্কদের বাড়ির বাইরে যেতে হবে জীবিকার প্রয়োজনে। তবে এই গরমে স্কুল পড়ুয়াদেরও কম ঝক্কি পোহাতে হচ্ছে না স্কুলে ক্লাস করতে যাওয়ার জন্য। বিগত দু’বছর অতিমারির কারনে হয়নি স্কুলে ক্লাস। চলেছে বাড়ির থেকে ক্লাস (Summer Vacation)।

Advertisement

তবে এটা হয়তো সকলেই মানবেন যে, স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকার মুখোমুখি পড়ুয়ারা পাশাপাশি বসে যে ক্লাস করেন তার মাধুর্যই আলাদা অনলাইন ক্লাসের থেকে। এটাও দেখা গেছে নিঃসন্দেহে বড়দের তুলনায় নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়া বুঝতে একটু অসুবিধে হয়। Summer Vacation

Advertisement

তাই অতিমারির গ্রাফ একটু কমতেই সরকারের তরফে স্কুল চালুর নির্দেশ দেওয়া হয়। সেই মত এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে স্কুল। তবে প্রায় দু’মাস ধরে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হলেও, কাঠফাটা গরমে দক্ষিণবঙ্গ ফেটে চৌচির হওয়ার জোগাড়। তাই অনেক অভিভাবক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের একাংশ দাবি জানাচ্ছেন যাতে সব ক্লাসের পড়া সকালে করানো যায় (Summer Vacation).

এক্ষেত্রে জেনে রাখা দরকার, অনেক প্রাইমারি স্কুলের ক্লাস সকালেই হয়ে থাকে এবং মর্নিং আওয়ার শেষ হলে শুরু হয় বড়দের ক্লাস। তবে ডে সেশনে প্রাইমারী স্কুলের সংখ্যাও নেহাত কম নয়। আর এর মধ্যেই অনেক স্কুল সকালে ক্লাস নিতে শুরু করছে (Summer Vacation).

EK24 News

এক্ষেত্রে দুটি বিভাগের ক্লাস একসাথে কি ভাবে চালু করা যায়, সে নিয়ে নিশ্চিত হতে পারেছেন না অনেকে। যেহেতু এতদিন স্কুল বন্ধ থাকায় ঠিক করে ক্লাস করানো এবং পড়ুয়াদের পরীক্ষা নেওয়া যায়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পরেই শুরু হতে চলেছে বিভিন্ন শ্রেণির ‘ফার্স্ট সামেটিভ’ মূল্যায়ন। যেটি চলবে ৭ মে পর্যন্ত। আর রয়েছে একাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষাও।

Advertisement

এর জন্যেই অনেকে মনে করছেন পরীক্ষা শেষের আগে গরমের ছুটি দেওয়া সম্ভব নয়। তাই যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর অন্ধকারের দিকে না চলে যায় তাই এত জলদি স্কুল বন্ধ না করে স্কুলের সময় এগিয়ে দেওয়ার আর্জি করেছেন অনেক শিক্ষক শিক্ষিকা (Summer Vacation).

গল্প নয় সত্যি, মাত্র 45 টাকাতে ঘুরে আসুন দীঘা। কিভাবে যাবেন?

আবার কিছু জনের মত, এত গরমে যাতে পড়ুয়াদের গরমের ছুটি এগিয়ে দেওয়া যায় যত শীঘ্র সম্ভব। প্রসঙ্গত, এ বছরে সরকার সরকারি স্কুলে গরমের ছুটি দেওয়ার সময় রেখেছে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। সেক্ষেত্রে মাত্র ১১ দিনের জন্য গরমের ছুটি ঠিক করা হয়েছে। এবছর এত গরম পড়েছে যে সংসদের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য ORS এবং পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে।

বিগত ২০১৭, ২০১৮, ২০১৯ সালে সরকারের পক্ষ থেকে স্কুলে গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হয়েছিল। এবার সেকথা মাথায় রেখেই অনেক শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা মনে করছেন স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হোক। একদিকে ফের অতিমারির গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে, অন্যদিকে চলছে স্কুলের ক্লাস। তবে এই গরমে আদৌ ক্লাসরুমে বসে শিক্ষার্থীরা কতটা পড়া ভালভাবে আত্মস্থ করতে পারেছেন, সেটা ক্রমশ প্রকাশ্য।

Advertisement

এই অবস্থায় এসে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, ‘‘কোনও বারেই তো এত দেরি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না। তাই আগাম গরমের ছুটি দিতে অসুবিধা হয় না। প্রথম সামগ্রিক মূল্যায়নও আগে হয়ে যায়। এ বার তো সবই দেরিতে চলছে। তবে প্রথম সামগ্রিক মূল্যায়নের পরেই গরমের ছুটি (Summer Vacation) দিয়ে দেওয়া যায় কি না, সেটা ভেবে দেখা দরকার।’’

সরকারি কর্মচারীদের মাথায় বাড়ি! জুলাইতেও বেতন বাড়বে না।

আর এই মুহূর্তে দুটি অপশন উঠছে, প্রথমত সকল স্কুল মর্নিং সেশনে হোক, দ্বিতীয়ত গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আসুক। আর সেই জন্যই আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী জরুরী বৈঠক ডেকেছেন। আর শিক্ষা দপ্তর সুত্রের খবর, সমস্ত দিক দিয়ে বিবেচনা করে গরমের ছুটি এগিয়ে আনা হবে। এবার শিক্ষামন্ত্রীর সিলমোহর পড়লেই হয়তো আগামী কাল থেকেই গরমের ছুটি (Summer Vacation) পড়ে যাবে।

এই মুহূর্তে স্কুল কি বন্ধ নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া শিক্ষা ও চাকরী সম্পর্কিত তথ্য পেতে EK24 News এর সঙ্গে থাকুন।
Written By Manisha Basak

Advertisement

Telecom News : ১৪৯ টাকার প্ল্যান ২০৯ টাকা করায় ২ মাসে এক কোটি গ্রাহক হারালো Jio

Advertisement
Advertisement
One thought on “Summer Vacation – কাঠফাটা গরমে স্কুলের সময় বদলে গেল, গরমের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর বৈঠকে বড় সিদ্ধান্ত, Breaking News”
  1. কিছু দিন সকালে ইস্কুল (6:30 a.m-10:30 a.m) হোক, অন্ততঃ, মে মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত।। তারপর গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হোক!! একাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা গুলি শেষ হোক।। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হোক।। দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ হোক।। তার পর একমাস ছুটি থাকুক।। 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement