Business Ideas – রাস্তার পাশে বাড়ি হলে সরকারী সাহায্য নিয়ে পোস্ট অফিসের সাথে ব্যবসা করে লাখ টাকা ইনকাম করুন।

ব্যবসা বা Business এই কথাটি শোনার পরেই আমাদের সকলের মাথায় প্রথমে টাকার চিন্তা মাথায় আসে। কিন্তু এমন অনেক ব্যবসা আছে যেই খানে আপনারা অল্প খরচে এবং সরকারের সহযোগিতায় ভালো পরিমাণ টাকা রোজগার করতে পারবেন প্রতিমাসে। এই সময়টাতে অনেকেই চাইছেন চাকরির বদলে ব্যবসায় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে। আর সরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে যদি কোনও Business শুরু করা যায় তাহলে তো কথাই নেই। এই ব্যবসার মাধ্যমে আপনি প্রতি মাসে মোটা টাকা রোজগার করতে পারবেন।

Advertisement

Start Post Office Franchise Business with Government Support.

সরকারি সহযোগিতায় (Government Subsidy) থাকায় আপনাকে বিশেষ পরিশ্রম করতে হবে না। আজকের এই প্রতিবেদনে আমরা এই Business Idea সম্পর্কে আপনাদের জানাব। পোস্ট অফিসে ফ্রাঞ্চাইজি (Post Office Franchise Unique Business Idea) খুলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে গোটা দেশে দেড় লাখের বেশি পোস্ট অফিস রয়েছে। একাধিক সরকারি কাজ এই পোস্ট অফিস গুলিতে হয়ে থাকে।

Advertisement

Post Office Franchise Business

চিঠি পাঠানো (Letter Sending), আধার কার্ডের কাজ (Aadhaar Card), স্ট্যাম্প ক্রয় (Post Office Stamp), মানি অর্ডার (Money Order) ইত্যাদি একাধিক কাজ পোস্ট অফিসের (Post Office) সম্পন্ন হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খুলে ব্যবসা (Franchise Business) শুরু করতে পারেন। দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পর্যাপ্ত পোস্ট অফিস নেই।

Post office franchise application form

আবার এমন কিছু জায়গা রয়েছে যেখানে পোস্ট অফিস খোলার মতো অবস্থাও নেই। অত্যন্ত অঞ্চলের মানুষকে পরিষেবা দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। মূলত দুই ধরনের হয়ে থাকে এই পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি। একটি আউটলেটের এবং অন্যটি পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চাইজি। পোস্ট অফিসের কিছু এজেন্ট থাকেন যারা বিভিন্ন জায়গায় পোস্টাল স্ট্যাম্প (Postal Stamp) এবং স্টেশনারি জিনিসপত্র যোগান দেন।

পশ্চিমবঙ্গের মহার্ঘভাতা তথা DA (Dearness Allowance)

ডাক এজেন্ট ফ্রাঞ্চাইজি (Agent Franchise Business) বলা হয় এগুলোকে। ২০০ ফুটের জায়গা থাকলে আপনি এই ফ্রাঞ্চাইজি খুলতে পারেন। এর জন্য আপনাকে নূন্যতম 5000 টাকা বিনিয়োগ করতে হবে। তবে তার আগে আপনাকে আবেদন করতে হবে পোস্ট অফিস ফ্রাঞ্চাইজির জন্য। স্পীড পোস্ট ৫ টাকা, মানি অর্ডার ৩ টাকা থেকে ৫ টাকা, এবং পোস্টাল স্ট্যাম্প এবং স্টেশনারির জন্য ৫ শতাংশ কমিশন আপনাকে সরকার দেবে।

Advertisement

পশ্চিমবঙ্গবাসীদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন।

এছাড়াও অন্যান্য কমিশনের ব্যবস্থাও রয়েছে। ন্যূনতম ১৮ বছর বয়সীরা আবেদন করতে পারবেন এই ফ্রাঞ্চাইজি খোলার জন্য। আবেদনকারীর পরিবারের কেউ পোস্ট অফিসের সাথে যুক্ত থাকলে ফ্রাঞ্চাইজি খোলা যাবে না। এছাড়াও আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আর আপনারা এই নতুন ব্যবসার আইডিয়া কাজে লাগিয়ে চাকরি না করেও প্রতিমাসে নিজের সংসার চালানোর ব্যবস্থা করে নিতে পারবেন।

টাকার দরকার হলেই পাবেন। আধার কার্ড থাকতে চিন্তা কিসের? আর কারো কাছে হাত পাতবেন না।ঁচ

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment